মাদারীপুরের শিবচরে কাভার্ডভ্যানের সাথে বাসের সংঘর্ষে কাভার্ডভ্যানের চালক শামীম আহমেদের মৃত্যু হয়েছে। 

শনিবার (১১ অক্টোবর) ভোরে এক্সপ্রেসওয়ের কুতুবপুর সংলগ্ন এলাকার ভাঙ্গাগামী লেনে দুর্ঘটনাটি ঘটে। এসময় বাসের ১০ জন যাত্রী আহত হন।

শিবচর হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ভাঙ্গাগামী বাসের সাথে একটি কাভার্ডভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসটি সড়ক বিভাজকের উপরে উঠে যায়। দুর্ঘটনায় কাভার্ডভ্যানের চালক শামীম ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় বাসের অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, “দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। তার নাম শামীম। বিস্তারিত পরিচয় এখনও পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যানবাহন চলাচল স্বাভাবিক করে।”

ঢাকা/বেলাল/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র ঘটন শ বচর

এছাড়াও পড়ুন:

চুয়াডাঙ্গায় বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্তে ভারতের বিএসএফের গুলিতে শহিদুল ইসলাম শহিদ (৩৮) নামে এক বাংলাদেশি ব্যক্তি মারা গেছেন।  

শনিবার (২৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার গয়েশপুর সীমান্তের ৭০ নম্বর পিলারের কাছে ভারতের অভ্যন্তরে মাটিআরি এলাকায় ঘটনাটি ঘটে।

আরো পড়ুন:

পেঁয়াজ নিয়ে চোখে শর্ষে ফুল ভারতীয় ব্যবসায়ীদের

দক্ষিণী সিনেমায় কেন অভিনয় করেন না সুনীল শেঠি?

মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহত শহিদুল গয়েশপুর গ্রামের নষ্কর মালিতার ছেলে। 

নিহত শহিদুলের স্ত্রী নাসরিন আক্তারের দাবি, শনিবার বিকেলে মাধবখালী সীমান্তের দোয়ালের মাঠে শহিদুল গরুর জন্য ঘাস কাটতে যান। এসময় বিএসএফ সদস্যরা শহিদুলকে ধরে খুব কাছ থেকে গুলি করে। শহিদুল ঘটনাস্থলে নিহত হন বলে ভারতে তার পরিচিতজনরা নিশ্চিত করেছেন। 

ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার বিএসএফের ৩২ ব্যাটালিয়নের কমান্ডেন্ট সুজিত কুমারের বরাত দিয়ে লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম জানান, শনিবার বিকেলে কয়েকজন ব্যক্তি ভারতের মাটিয়ারি এলাকা থেকে মাদক নিয়ে বাংলাদেশে ফিরছিলেন। এসময় মাটিয়ারি ৩২ বিএসএফের সদস্যরা তাদের আটকের জন্য ধাওয়া করে।

অন্য মাদক কারবারিরা পালালেও শহিদুল বিএসএফ সদস্যকে হাসুয়া দিয়ে আক্রমণ করতে যান। এ সময় বিএসএফ সদস্যদের গুলিতে তিনি গুরুতর আহত হন। তারা তাকে উদ্ধার করে মাটিয়ারি এলাকার হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৮টার দিকে শহিদুল মারা যান।

বিএসএফের বরাতে তিনি আরো জানান, শহিদুলের মরদেহ পুলিশের হেফাজতে রয়েছ। ৩০ নভেম্বর ময়নাতদন্তের পর কবে নাগাদ তার মরদেহ বাংলাদেশে হস্তান্তর করবে তা জানাবে বিএসএফ। 

ঢাকা/মামুন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় না'গঞ্জ মহানগরী জামায়াতের দোয়া
  • চুয়াডাঙ্গায় বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত