আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী শিল্পপতি প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল নির্বাচনী প্রচার-প্রচারণার পাশাপাশি সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

তার উদ্যোগে নানা ধরনের সেবামূলক কার্যক্রম শুরু হয়েছে। ডেঙ্গু প্রতিরোধ ও  এডিস মশা নিধনে ফগার মেশিন সরবরাহের পর এবার তার উদ্যোগে ফ্রি মেডিকেল সার্ভিস চলছে। শুক্রবার (১০ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত বন্দরের মীরকুন্ডি বিবি জোড়া এলাকায় এই মেডিকেল সাভিস চলে। প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই মেডিকেল সার্ভিসের কার্যক্রম চলবে বলে জানানো হয়েছে।

চিকিৎসা সেবা দানে দায়িত্ব পালন করছেন অল্টানেটিভ মেডিকেল কেয়ার সোসাইটির চেয়ারম্যান ডা: সঞ্জিত কুমার দাস। 

এদিকে প্রচার-প্রচারণা, শোডাউন ও নির্বাচনী প্রস্তুতির পাশাপাশি আবু জাফর আহমেদ মানুষের সেবায়ও কাজ করছেন। ইতিমধ্যে তার পক্ষ থেকে  ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশা নিধনে ফগার মেশিন সরবরাহ করা হয়েছে। এতে নগরবাসীর কাছে প্রশংসিত হয়েছেন আবু জাফর আহমেদ বাবুল।

প্রাইম গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান “প্রাইম ওয়াশিং প্লান্ট”-এর ব্যবস্থাপনা পরিচালক জহির আহমেদ সোহেল জানান, আবু জাফর আহমেদ বাবুল সর্বদা শত শত মানুষের সেবামূলক কার্যক্রমে নিজেকে নিয়োজিত রেখেছেন।

সম্প্রতি শেষ হওয়া শারদীয় দুর্গাপূজায় নারায়ণগঞ্জ শহরের চাষাড়াস্থ ঐতিহ্যবাহী রামকৃষ্ণ মিশন আশ্রম মন্দির প্রাঙ্গণে কুমারী পূজায় আগত দর্শনার্থীদের মাঝে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়। 
এছাড়াও কুমারী পূজা উদযাপন উপলক্ষে চাষাড়া থেকে মিশনপাড়া সড়কের যানজট নিরসনে বিএনপির একদল নেতাকর্মী সমর্থকরা তাঁর পক্ষে ভলান্টিয়ারের দায়িত্ব সুশৃঙ্খলভাবে পালন করেন।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ র আহম দ

এছাড়াও পড়ুন:

না’গঞ্জ মহানগরীতে টাইফয়েড টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের টাইফয়েড টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। সিটি কর্পোরেশন এলাকায় এ বছর ২ লক্ষাধিক শিশুকে এ টিকা দেয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

রোববার (১২ অক্টোবর) সকালে টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন। এ সময় প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাফিয়া ইসলাম নিজের মেয়েকে প্রথম টিকা প্রদান করে অভিভাবকদের মধ্যে থাকা টিকাভীতি দূর করেন।

সকালে শহরের ইসদাইরস্থ ইমপেরিয়াল ইন্টারন্যাশনাল স্কুলে ওই উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেডিকেল অফিসার ডা. নাফিয়া ইসলাম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-ইমপেরিয়াল ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ সালিনা এ চৌধুরী, সিটি কর্পোরেশনের টিকা কর্মকর্তা নাসির উদ্দীন প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি মো. জাকির হোসেন বলেন, সরকারের পক্ষ থেকে বিনামূল্যে এ টাইফয়েড টিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী ১০ দিন স্কুলে স্কুলে এ টিকা দেয়া হবে। সকল অভিভাবকদের আরও সচেতন হয়ে এ কার্যক্রমে এগিয়ে আসা উচিত।

অনুষ্ঠানে মেডিকেল অফিসার ডা. নাফিয়া ইসলাম বলেন, এ টিকা সম্পূর্ণ নিরাপদ। টিকা নিয়ে অনেক গুজব থাকলেও সেগুলো সঠিক নয়।

সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, এ বছর ২ লাখ ১৫ হাজার শিশুকে টাইফয়েড টিকা দিবে সিটি কর্পোরেশন। আগামী ১০ কার্যদিবস স্কুলে স্কুলে ও পরে আরো ৮ দিন স্থায়ী টিকাদান কেন্দ্রে এ কার্যক্রম চলবে।
 

সম্পর্কিত নিবন্ধ

  • সাধারণ মানুষের ভাবনায় প্রাইম বাবুল
  • প্রাইম বাবুলকে নিয়ে যা ভাবছে ভোটাররা
  • সিদ্ধিরগঞ্জে বিএনপির গণসংযোগ ও উঠান বৈঠক 
  • সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন
  • ২২নং ওয়ার্ড বিএনপির কর্মীসভা ও লিফলেট বিতরণ
  • না’গঞ্জ মহানগরীতে টাইফয়েড টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন
  • রাইজিংবিডিতে প্রতিবেদনের পর ১৪ রেলস্টেশনে পরিচ্ছন্নতা সামগ্রী দিয়েছে ঠিকাদার
  • উত্তর কোরিয়ার ‘সবচেয়ে শক্তিশালী পারমাণবিক অস্ত্র’ উন্মোচন করলেন
  • ‘চার পদের সবজি কিনতেই ৩০০ টাকা শেষ হয়ে গেল’