আন্তর্জাতিক বিরতি শেষ। ক্লাব ফুটবল ফিরছে মাঠে। খেলোয়াড়দের কাছ থেকে সেরাটা বের করে আনতে একটু ভিন্ন পথে হেঁটেছে রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ। গত বুধবার বায়ার্ন মিউনিখ তাদের খেলোয়াড়দের হাতে গাড়ির চাবি তুলে দিয়েছে। পরদিন একই কাজ করেছে রিয়ালও।

জার্মানির গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘অডি’র গাড়ি খেলোয়াড়দের দিয়েছে বায়ার্ন। রিয়ালও জার্মানির আরেক গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান বিএমডব্লুর গাড়ির চাবি খেলোয়াড়দের হাতে তুলে দিয়েছে। এই দুই স্বনামধন্য গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব চুক্তি রয়েছে বায়ার্ন ও রিয়ালের। জার্মান ক্লাবটির রয়েছে অডির সঙ্গে আর বিএমডব্লুর সঙ্গে মাদ্রিদের ক্লাবটির।

দুটি ক্লাবই খেলোয়াড়দের ঝাঁ–চকচকে নতুন গাড়ি দিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম মেইল অনলাইন জানিয়েছে, খেলোয়াড়েরা নিজেদের পছন্দ অনুযায়ী গাড়ি বেছে নিয়েছেন। সেটা অবশ্য দুটি প্রতিষ্ঠানেই খেলোয়াড়ের পছন্দের গাড়ি থাকা সাপেক্ষে।

পছন্দের বিএমডব্লুর পাশে রিয়াল তারকা জুড বেলিংহাম.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব এমডব ল

এছাড়াও পড়ুন:

বেলিংহাম ও আর্নল্ডকে ব্র্যান্ড নিউ বিএমডব্লিউ উপহার দিল রিয়াল

আন্তর্জাতিক বিরতি শেষে যখন আবার ক্লাব ফুটবল শুরু হচ্ছে, তখন খেলোয়াড়দের অনুপ্রেরণা বাড়াতে এক অভিনব পদক্ষেপ নিয়েছে ইউরোপের দুই ক্লাব- বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদ।

বুধবার বায়ার্ন মিউনিখ তাদের খেলোয়াড়দের নতুন অডি গাড়ি উপহার দেয়। আর পরের দিন বৃহস্পতিবার রিয়াল মাদ্রিদ একইভাবে তাদের সকল খেলোয়াড় ও কোচদের দেয় পছন্দ অনুযায়ী একদম নতুন বিএমডব্লিউ।

উভয় ক্লাবেরই নিজ নিজ গাড়ি ব্র্যান্ডের সঙ্গে দীর্ঘমেয়াদি পার্টনারশিপ রয়েছে। সেই সম্পর্কের অংশ হিসেবেই খেলোয়াড়দের পছন্দ অনুযায়ী মডেল বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।

ইংল্যান্ডের তারকা তিন খেলোয়াড়- হ্যারি কেন (বায়ার্ন মিউনিখ), জুদ বেলিংহাম (রিয়াল মাদ্রিদ) এবং ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড (রিয়াল মাদ্রিদ) এই বিলাসবহুল উপহার পেয়েছেন।

হ্যারি কেন, যিনি গাড়ি নিতে সরাসরি উপস্থিত থাকতে পারেননি, বেছে নিয়েছেন অডি (Q8 SUV TFSI e), যার মূল্য প্রায় ৮৬ হাজার ৭৪৫ পাউন্ড যা বাংলাদেশি মুদ্রায় প্রায় দেড় কোটি। গাড়িটি ০ থেকে ৬২ মাইল গতিতে পৌঁছাতে সময় নেয় মাত্র ৫.৭ সেকেন্ড। আর এতে রয়েছে ৫১ মাইল পর্যন্ত ইলেকট্রিক রেঞ্জ। কেন ছাড়াও লুইস দিয়াজ, সের্জ গ্নাব্রি ও ম্যানুয়েল নয়্যারসহ মোট ১২ জন খেলোয়াড় এই একই মডেলটি পছন্দ করেছেন।

বায়ার্ন এখন আশা করছে, খেলোয়াড়রা যেন গাড়ির মতোই গতি ধরে রাখে যখন তারা পরের ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ‘ডের ক্লাসিকার’-এ মাঠে নামবে।

অডি একসময় রিয়াল মাদ্রিদের স্পনসর ছিল। তবে কয়েক মৌসুম আগে ক্লাবটি জার্মান প্রতিদ্বন্দ্বী ব্র্যান্ড বিএমডব্লিউ-এর সঙ্গে নতুন চুক্তিতে যায়।

নানা বিকল্পের মধ্যে জুড বেলিংহাম বেছে নিয়েছেন দারুণ শক্তিশালী বিএমডব্লিউ এক্সএম (BMW XM) মডেলটি, যার দাম ১ লাখ ১২ হাজার ৮২০ পাউন্ড থেকে শুরু। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ১ কোটি ৯০ লাখ টাকা। এটি কেনের গাড়ির চেয়ে আরও দ্রুত, ০ থেকে ৬২ মাইল গতিতে পৌঁছাতে সময় নেয় মাত্র ৩.৮ সেকেন্ড।

অন্যদিকে, ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড বেছে নিয়েছেন বিএমডব্লিউ আইএক্স (BMW IX), যার মূল্য ৭৫ হাজার ৪০৫ পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় সোয়া কোটি টাকা। আর এটি ০ থেকে ৬২ মাইল গতিতে পৌঁছায় ৪.৬ সেকেন্ডে।

বর্তমানে হ্যামস্ট্রিং ইনজুরি থেকে সেরে ওঠার পথে আর্নল্ড। তবে তিনি টিভির সামনে বসে চিয়ার করবেন বেলিংহাম ও তার সতীর্থদের জন্য, যখন রিয়াল মাদ্রিদ রবিবার রাতে গেটাফের বিপক্ষে লা লিগায় মাঠে নামবে।

ঢাকা/আমিনুল 

সম্পর্কিত নিবন্ধ

  • বেলিংহাম ও আর্নল্ডকে ব্র্যান্ড নিউ বিএমডব্লিউ উপহার দিল রিয়াল