মিডিয়া ছেড়ে দেয়ায় আমার আয়ে বরকত বেড়েছে: সানাই
Published: 17th, October 2025 GMT
আলোচিত মডেল-অভিনেত্রী সানাই মাহবুব। বেশ আগে শোবিজ অঙ্গনকে বিদায় জানিয়েছেন এই অভিনেত্রী। চাকরি, ব্যবসা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এবার সানাই মাহবুব জানালেন, মিডিয়া ছেড়ে দেওয়ার পর তার আয়ে বরকত বেড়েছে।
সানাই মাহবুব তার ফেসবুকে দীর্ঘ একটি স্ট্যাটাস দিয়েছেন। লেখার শুরুতে এ অভিনেত্রী বলেন, “বরকত কি সেটা আমি হাড়ে-হাড্ডিতে টের পেয়েছি মিডিয়া ছেড়ে দেয়ার পর। হ্যাঁ, বিশ্বাস করবেন কি না জানি না, মিডিয়ায় অ্যাক্টিভ থাকা অবস্থায় মাসে ৬-৭ লাখ টাকা নিম্নে ইনকাম থাকত মিউজিক ভিডিও, নিজের ইউটিউব কনটেন্ট, ফেসবুক সব মিলায়। কিন্ত আমি সেখান থেকে ১ টাকাও জমাতে পারিনি, ১ টাকাও না।”
আরো পড়ুন:
নাট্যনির্মাতা মাতিয়া বানু শুকু ক্যানসারে আক্রান্ত
২০২ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল, শাওনের সমবেদনা
কীভাবে এত টাকা ব্যয় করতেন তা ব্যাখ্যা করে সানাই মাহবুব বলেন, “এমনভাবে আমার সব টাকা খরচ হয়ে যেত যে, বলার বাইরে। সে সময় আমার হাত খরচ, পার্লার, জিমে কোনো কোনো মাসে ৫ লাখ টাকাও খরচ হতো। মানে আমি ১ পয়সাও জমাতে পারিনি।”
মিডিয়া ছেড়ে দেওয়ার পর ব্যবসাও করছেন সানাই। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, “সবকিছু ছেড়ে যখন আমি কসমেটিকসের বিজনেস, করপোরেট জব শুরু করলাম, নিঃসন্দেহে প্রথমে অনেক কম আয় হতো। আর এটাই স্বাভাবিক। একটা জিনিসকে দাঁড়া করাতে সময় লাগে। কিন্ত মাত্র ১ থেকে দেড় বছরের মাথায় আল্লাহ পাকের অশেষ রহমতে (না আমার ইনকাম অনেক বেশি না) আমি যেকোনা বিলাসবহুল জিনিস কিনতে পারি। হুম, আলহামদুলিল্লাহ।”
হালাল আয়ে বরকত রয়েছে। তা উল্লেখ করে সানাই বলেন, “আমি চাইলে, এখন নিজে নিজে ১৫০০-৩০০০ স্কয়ার ফিটের একটা ফ্ল্যাট কিনতে পারি। মানে কাস্টমাইজ করে হলেও কিছু একটা পারব আর কি, আমি চাইলে ঢাকায় ২/৩ বিঘা জমি কিনতে পারি। কারণ ওই যে বরকত! হ্যাঁ, সমস্ত হালাল ইনকামে বরকত আছে। আল্লাহর রহমত আছে।”
ওমরা করতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে সানাই বলেন, “হ্যাঁ, আল্লাহ এভাবেই হালাল উপার্জনকারীদের সাহায্য করেন, খুব ধীরে ধীরে খুব চুপি চুপি আল্লাহ সাহায্য করেন। হ্যাঁ এটাই বরকত। ঠিক এভাবেই আমি ওমরাহ করতে চাই খুব শিগগির। আমি মনে-প্রাণে বিশ্বাস করি, আমি যদি এখন ৩/৪ কোটি টাকার ফ্ল্যাট একা একাই কিনতে পারি তাহলে অবশ্যই ওমরাহ করার পরে ১০/১৫ কোটি টাকার ফ্ল্যাটও কিনতে পারব ইনশা আল্লাহ। আর হ্যাঁ, এটাই হালাল রুজি উপার্জনকারীদের প্রতি আল্লাহ প্রদত্ত বরদান। হ্যাঁ, এটাই বরকত।”
হারাম উপার্জন ত্যাগ করার অনুরোধ জানিয়ে সানাই বলেন, “যারা অগোচরেও হারাম উপার্জন করছেন যেমন: সুদ খাচ্ছেন বা এরকম কিছু করছেন, তারা ছেড়ে দেন ওই গুমরাহীর জীবন, ছেড়ে দেন ওই সব হারাম ইনকাম। দেখেন, আল্লাহ আপনার দুই হাত সম্পদে ভর্তি করে দিবেন। আপনি গুনে শেষ করতে পারবেন না, এক পাপী বান্দীর পক্ষ থেকে এটাই অনুরোধ। আমি কোনো আল্লাহর ওলী কিংবা হাফেজা না। কিন্তু প্রতিনিয়ত নিজেকে শুধরানোর চেষ্টায় নিয়োজিত আল্লাহর এক গুনাহগার।”
মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন সানাই মাহবুব। বেশ কয়েকটি গানের মিউজিক ভিডিওতে কাজ করেছেন তিনি। ‘ময়নার ইতিকথা’, দেওয়ান নাজমুলের ‘শালবনের মহুয়া’ চলচ্চিত্রের শুটিং শেষ করেছেন। তবে তার কোনো সিনেমা এখনো মুক্তি পায়নি।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ট ভ ন টক চলচ চ ত র স ন ই ম হব ব আল ল হ ইনক ম করছ ন
এছাড়াও পড়ুন:
৬টি ভাষার প্রশিক্ষক নেবে সরকার, ঘণ্টাপ্রতি বেতন ৮০০ টাকা, পদ ১২৪
৬টি ভাষা শিক্ষা কোর্স পরিচালনার জন্য অতিথি ভাষা প্রশিক্ষক নিয়োগ দিচ্ছে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)। মোট পদসংখ্যা ১২৪। বিএমইটির নিয়ন্ত্রণাধীন ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি (আইএমটি)/কারিগরি প্রশিক্ষণকেন্দ্র (টিটিসি)/ শিক্ষানবিশি প্রশিক্ষণ দপ্তরগুলোয় প্রশিক্ষক নিয়োগ দেওয়া হবে।
চাকরির বিবরণপদের নাম: অতিথি ভাষা প্রশিক্ষক
১. ভাষা প্রশিক্ষণ কোর্সের নাম: জাপানিজ
পদসংখ্যা: ৫১
আবেদনের যোগ্যতা: ন্যূনতম এইচএসসি/সমমান পাসসহ জাপানিজ ভাষাগত দক্ষতায় JLPT N3/সমমান লেভেল পাস হতে হবে। জাপানে তিন বছরের অধিক সময় অবস্থানকারীরা/স্বনামধন্য কোনো প্রতিষ্ঠানে তিন বছরের অধিক সময় জাপানিজ ভাষা প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালনকারীরা অগ্রাধিকার পাবেন।
২. কোরিয়ান
পদসংখ্যা: ০১
আবেদনের যোগ্যতা: ন্যূনতম এইচএসসি/সমমান পাসসহ কোরিয়ান ভাষাগত দক্ষতা পরীক্ষায় TOPIK Level-3/সমমান পাস হতে হবে। কোরিয়ায় তিন বছরের অধিক সময় অবস্থানকারীরা/স্বনামধন্য কোনো প্রতিষ্ঠানে তিন বছরের অধিক সময় কোরিয়ান ভাষা প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালনকারীরা অগ্রাধিকার পাবেন।
৩. ইংরেজি
পদসংখ্যা: ৩১
আবেদনের যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর/সমমান ডিগ্রি থাকতে হবে। ইংরেজি ভাষাভাষী দেশে তিন বছরের অধিক সময় অবস্থানকারীরা/স্বনামধন্য কোনো প্রতিষ্ঠানে তিন বছরের অধিক সময় ইংরেজি ভাষা প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালনকারীরা/IELTS-এ ৬.৫ পয়েন্ট অর্জনকারী প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
আরও পড়ুনকারণ ছাড়াই চাকরিচ্যুতি ও নেতিবাচক পুলিশ প্রতিবেদন: আতঙ্কে চাকরিপ্রত্যাশীরা২৯ নভেম্বর ২০২৫৪. আরবি
পদসংখ্যা: ২৬
আবেদনের যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর/সমমান ডিগ্রি থাকতে হবে। আরবি ভাষাভাষী দেশে তিন বছরের অধিক সময় অবস্থানকারীরা/স্বনামধন্য কোনো প্রতিষ্ঠানে তিন বছরের অধিক সময় আরবি ভাষা প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালনকারীরা অগ্রাধিকার পাবেন।
৫. জার্মান
পদসংখ্যা: ০৭
আবেদনের যোগ্যতা: ন্যূনতম এইচএসসি/সমমান পাসসহ জার্মান ভাষাগত দক্ষতা পরীক্ষায় ন্যূনতম Level-B1 পাস থাকতে হবে। জার্মানিতে তিন বছর বা অধিক সময় কাজের/স্বনামধন্য কোন প্রতিষ্ঠানে তিন বছরের অধিক সময় জার্মান ভাষা প্রশিক্ষক হিসেবে কাজের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবে।
৬. ইতালিয়ান
পদসংখ্যা: ০৮
আবেদনের যোগ্যতা: ন্যূনতম এইচএসসি/সমমান পাসসহ ইতালিয়ান ভাষাগত দক্ষতা পরীক্ষায় ন্যূনতম Level-A2 পাস থাকতে হবে। ইতালিতে তিন বছর বা অধিক সময় কাজের/স্বনামধন্য কোনো প্রতিষ্ঠানে তিন বছরের অধিক সময় ইতালিয়ান ভাষা প্রশিক্ষক হিসেবে কাজের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
আরও পড়ুনবিগ ফোর-এর জায়গায় কি উচ্চশিক্ষার নতুন গন্তব্যে জার্মানি, ফ্রান্স ও স্পেন৩০ নভেম্বর ২০২৫বয়সসীমা২২-৪৫ বছর (অধিক অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য)।
বেতনঘণ্টাপ্রতি ৮০০ টাকা
আবেদনের নিয়মবিএমইটিয়ের ওয়েবসাইট থেকে নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করে পূরণ করে আবেদনপত্রের স্ক্যান কপি [email protected] ই-মেইলে প্রেরণ করতে হবে।
আবেদনের শেষ তারিখ৮ ডিসেম্বর ২০২৫
আরও পড়ুনঅফিসার পদে বেসরকারি ব্যাংকে নিয়োগ, কর্মস্থল ঢাকা৩০ নভেম্বর ২০২৫নির্দেশনা ও শর্তগুলো১. প্রাপ্য সম্মানী থেকে ১০% হারে আয়কর কর্তন করা হবে।
২. আমন্ত্রণ প্রাপ্তিসাপেক্ষে নির্বাচিত অতিথি ভাষা প্রশিক্ষকেরা দায়িত্ব পালন করবেন। কোনো কারণ দর্শানো ব্যতীত কর্তৃপক্ষ যেকোনো সময় তাঁর আমন্ত্রণ বাতিল করার ক্ষমতা রাখে।
৩. প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে বাছাই প্রক্রিয়া সম্পন্ন হবে, সে ক্ষেত্রে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৪. প্রার্থীকে দেশের অভ্যন্তরে যেকোনো উপজেলা/জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
বিস্তারিত দেখুন বিএমইটির ওয়েবসাইটে