Prothomalo:
2025-10-17@10:41:29 GMT

হঠাৎ একটা ছোট্ট ঘুম

Published: 17th, October 2025 GMT

এই ক্লান্তির সুরেলা বিছানায় বলা নেই কওয়া নেই—
হঠাৎ একটা ছোট্ট ঘুম চলে আসে।
রং থেকে উঠে আসা হাত, কিছু রঙের জন্মদাগ
সেখানে নিরিবিলি শুয়ে আছে। যে কাজটা
পাতানো আছে কাগজে, সে-ও খানিকটা ঘুমিয়ে নিক এই ফাঁকে।
আর আমি দুই চোখভর্তি চকলেটের মতো ঘুম নিয়েও
জেগে থাকি। নিজেকে প্রবোধ দিই, হারিয়ে যাওয়ার আগেই
ধরে ফেলতে হবে বহু দূরে বাড়ানো তোমার হাত। মাঝি যেমন
নৌকা উল্টে গেলে ঝড়ে, গাছের শিকড় খুঁজে না পেয়ে
দুই হাতে চেপে ধরে আকাশে ঝলকানো বজ্রের শিকড়।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুরু

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুরু হয়েছে। জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান মঞ্চে এসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

উপস্থিত হয়েছেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা।

বিস্তারিত আসছে..

ঢাকা/আসাদ/নঈমুদ্দীন/সাইফ

সম্পর্কিত নিবন্ধ