Risingbd:
2025-10-17@10:38:17 GMT

বগুড়ায় নারীকে হত্যা করে ডাকাতি

Published: 17th, October 2025 GMT

বগুড়ায় নারীকে হত্যা করে ডাকাতি

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় বিমলা পোদ্দার (৬৫) নামে এক নারীকে হত্যার পর ঘর থেকে নগদ টাকা লুট করেছে ডাকাতরা। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) মধ্যরাত আড়াইটার দিকে হেমচাঁদ পোদ্দার হিমু নামে এক ব্যবসায়ীর বাড়িতে হত্যাকাণ্ডটি ঘটে।

নিহত বিমলা উপজেলার তালোড়া পৌর এলাকার বাজার মহল্লার মৃত রাধেশ্যাম পোদ্দারের মেয়ে এবং হেমচাঁদের পোদ্দারের বোন।

আরো পড়ুন:

মোবাইল চার্জ দেওয়া নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে হত্যা

পাবনায় চরমপন্থি নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা

শুক্রবার (১৭ অক্টোবর) সকালে হেমচাঁদ পোদ্দার জানান, তারা দুই ভাই ও তিন বোনসহ মোট পাঁচজন এ বাড়িতে বসবাস করেন। বৃহস্পতিবার রাত আনুমানিক আড়াইটার দিকে ৫-৭ ডাকাত মুখে মুখোশ পড়ে পেছন দিক থেকে বাড়ির ভেতরে প্রবেশ করে। তারা ঘরের দরজায় ধাক্কা দেয়। দরজা খুলেলই ডাকাতরা তাকে এবং অন্য ভাই-বোনদের মারধর করে।

এসময় বিমলা চিৎকার করলে ডাকাতরা তাকে হত্যা করে। পরে চাবি দিলে, ডাকাতরা সিন্দুক খুলে ও ঘরের অন্যান্য আসবাবপত্র তছনছ করে ৩-৪ লাখ টাকা লুট করে নিয়ে যায়।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম জানান, মামলার প্রস্তুতি চলছে। হত্যা ও ডাকাতির ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা/এনাম/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর হত য ড ক তর

এছাড়াও পড়ুন:

প্রাপ্তবয়স্কদের এই নতুন বাংলা সিনেমায় আসলে কী আছে

চলচ্চিত্র পরিচালকেরা বরাবরই বলে থাকেন, ‘সপরিবার ছবিটি দেখতে আসুন।’ তবে ‘দ্য একাডেমি অব ফাইন আর্টস’ নির্মাতা জয়ব্রত দাশ বলছেন, ‘ছবিটি সপরিবার দেখবেন না’; সিনেমার পোস্টারেও বিধিসম্মত সতর্কীকরণটি জুড়ে দিয়েছেন তিনি।

৫টি কিংবা ১০টি নয়, ৫৪টি দৃশ্য বদলের পর সিনেমাটিকে ‘অ্যাডাল্ট’ সনদ দিয়েছে সার্টিফেকেশন বোর্ড। সাম্প্রতিককালে এতগুলো দৃশ্য বদলের পরও ‘অ্যাডাল্ট’ সনদ পাওয়ার ঘটনা কলকাতার সিনেমায় দেখা যায়নি।

সিনেমার পোস্টার

সম্পর্কিত নিবন্ধ