লালবাগে হোপকে নিয়ে ট্রফি উন্মোচন করলেন মিরাজ
Published: 17th, October 2025 GMT
সকাল ১০টায় অনুশীলন। মেহেদী হাসান মিরাজের ব্যস্ততা তাই একটু বেশিই ছিল। সাতসকালে লালবাগ কেল্লায় বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের ট্রফি উন্মোচন। অনুশীলন থাকায় মিরাজ একটু আগেভাগেই পৌঁছে গেলেন। ম্যাচ জার্সি গায়ে জড়িয়ে অপেক্ষায় ছিলেন হোপের। ক্যারিবিয়ান অধিনায়ক পৌঁছাতেই দ্রুত ঢুকলেন ভেতরে।
লালবাগ কেল্লা রাজধানী ঢাকায় অবস্থিত একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও মুঘল স্থাপত্যশৈলীতে নির্মিত উল্লেখযোগ্য স্থাপনা। শুক্রবার (১৭ অক্টোবর) কেল্লার ভেতরে পরী বিবির মাজারের সামনে মিরাজ ও হোপ উন্মোচন করেন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ট্রফি। সূর্যের আলোয় ঝলমল করছিল সোনালি ট্রফি। ক্যামেরার ফ্ল্যাশে ধরা পড়ছিল দুই দলের অধিনায়কের হাসি।
আরো পড়ুন:
দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলে টেম্বা বাভুমা
বিশ্রামের দিনে চেনা ডেরায় নতুন পরিচয়ে স্যামি
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়। এর মূল লক্ষ্য—দেশের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরা।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে ফরম্যাটের অধিনায়ক মিরাজ প্রথমবারের মতো গিয়েছিলেন লালবাগ কেল্লায়। ভেতরের পরিবেশ এবং ঐতিহাসিক স্থাপনার সৌন্দর্যে মুগ্ধ হন তিনি।
ট্রফি শেষে উন্মোচন মিরাজ ছুটে যান জাতীয় দলের অনুশীলনে এবং শাই হোপ ফেরেন হোটেলে।
শনিবার মিরপুরে শুরু হবে ক্যারিবিয়ানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ২১ ও ২৩ অক্টোবর হবে বাকি দুই ম্যাচ। ম্যাচগুলো শুরু হবে দুপুর দেড়টায়।
ঢাকা/ইয়াসিন/রফিক
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর উইন ড জ ক র ক ট
এছাড়াও পড়ুন:
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুরু
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুরু হয়েছে। জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান মঞ্চে এসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
উপস্থিত হয়েছেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা।
বিস্তারিত আসছে..
ঢাকা/আসাদ/নঈমুদ্দীন/সাইফ