ঋষভ শেঠির কন্নড় সিনেমা ‘কানতারা: চ্যাপটার ১’ বক্স অফিসে এখনো ঝড় তুলছে। মুক্তির দুই সপ্তাহ পরও ছবিটির দাপট কিছুটা কমলেও আয় দাঁড়িয়েছে বিশাল অঙ্কে। শিল্পবিশ্লেষক সংস্থা স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির ১৫তম দিনে ছবিটি ভারতে আয় করেছে ৮.৮৭ কোটি রুপি, ফলে ভারতে ছবিটির মোট নেট আয় দাঁড়িয়েছে ৪৮৫.৩২ কোটি রুপি। ধারণা করা হচ্ছে, এই সপ্তাহান্তেই ৫০০ কোটির মাইলফলক ছুঁয়ে ফেলবে ‘কান্তারা: চ্যাপটার ১’।
প্রথম সপ্তাহে রেকর্ড, দ্বিতীয় সপ্তাহে খানিক পতন
ছবিটি প্রথম সাত দিনে আয় করেছিল ৩৩৭.
দীপাবলি সপ্তাহে নতুন প্রতিযোগিতা
আগামী সপ্তাহে বাড়তি ছুটির সুযোগে আয় আরও বাড়ার সম্ভাবনা থাকলেও সামনে অপেক্ষা করছে বড় প্রতিদ্বন্দ্বিতা। মুক্তি পেতে চলেছে আয়ুষ্মান খুরানা ও রাশমিকা মান্দানা অভিনীত নতুন ছবি ‘থাম্মা’, যা মাডক প্রযোজিত জনপ্রিয় হরর কমেডি ইউনিভার্সের সর্বশেষ সংযোজন। ফলে দীপাবলির পরের সপ্তাহে বক্স অফিসে এক জমজমাট লড়াই দেখা যেতে পারে।
সাফল্যের পর কাশী বিশ্বনাথ দর্শন
অভূতপূর্ব সাফল্যের পর ঋষভ শেঠি জানিয়েছেন, তিনি কৃতজ্ঞতা জানাতে যাবেন কাশী বিশ্বনাথ মন্দিরে। ‘কানতারা: চ্যাপটার ১’-এর এই সাফল্যকে তিনি ঈশ্বরের আশীর্বাদ হিসেবে দেখছেন।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ক নত র
এছাড়াও পড়ুন:
প্রাপ্তবয়স্কদের এই নতুন বাংলা সিনেমায় আসলে কী আছে
চলচ্চিত্র পরিচালকেরা বরাবরই বলে থাকেন, ‘সপরিবার ছবিটি দেখতে আসুন।’ তবে ‘দ্য একাডেমি অব ফাইন আর্টস’ নির্মাতা জয়ব্রত দাশ বলছেন, ‘ছবিটি সপরিবার দেখবেন না’; সিনেমার পোস্টারেও বিধিসম্মত সতর্কীকরণটি জুড়ে দিয়েছেন তিনি।
৫টি কিংবা ১০টি নয়, ৫৪টি দৃশ্য বদলের পর সিনেমাটিকে ‘অ্যাডাল্ট’ সনদ দিয়েছে সার্টিফেকেশন বোর্ড। সাম্প্রতিককালে এতগুলো দৃশ্য বদলের পরও ‘অ্যাডাল্ট’ সনদ পাওয়ার ঘটনা কলকাতার সিনেমায় দেখা যায়নি।
সিনেমার পোস্টার