আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় শিল্পপতি বাবুল
Published: 17th, October 2025 GMT
এবার আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় মাঠে নামলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী আবু জাফর আহাম্মদ বাবুল। শুক্রবার (১৭ অক্টোবর) বাদ আছর বন্দরের নবীগঞ্জস্থ ঐতিহাসিক কদমরসুল দরগাহ শরীফ জিয়ারত ও নামাজা আদায় শেষে তিনি এ প্রচারণায় নামেন।
এসময় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্য সকলের কাছে দোয়া চান বাবুল। এছাড়াও আসন্ন নির্বাচনে বিএনপিকে বিপুল ভোটে বিজয়ী করতে সকলের কাছে ধানের শীষে ভোট চান তিনি।
এছাড়াও এমপি প্রার্থী আবু জাফর আহাম্মদ বাবুল বলেন, আমি নির্বাচিত হলে বন্দর বাসীর দীর্ঘদিনের যত সমস্যা আছে তা সমাধান করার চেষ্টা করব। বন্দরবাসী দীর্ঘ দিনের সমস্যা পানি, গ্যাস ও চিকিৎসা সেবা বিষয়ে বেশী করে নজর দিব।
সে সাথে আমি বেগম খালেদা জিয়া শীতলক্ষ্যা নদীর উপর দিয়ে নবীগঞ্জ ও হাজীগঞ্জ ব্রীজের ভিত্তিপ্রস্তর স্থাপন করে ছিলেন তা আমি বাস্তবায়ন করব ইনশাআল্লাহ।
নির্বাচনী প্রচারণা ও গণসংযোগে আবু জাফর আহাম্মদ বাবুল ছাড়াও আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা ফখরুল ইসলাম মজনু,হাবিবুর রহমান দুলাল ও বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানাসহ বন্দর থানা বিএনপি অঙ্গ সংগঠনসহ বিভিন্ন পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন। শুরুতেই নেতৃবৃন্দ কদমরসুল দরগাহ থেকে নেমে প্রথমে রসূলবাগ,পর্যায়ক্রমে কবিলের মোড়,পৌরসভা মোড়,একরামপুর,খান বাড়ির মোড় ও বন্দর ১নং খেয়াঘাট এলাকায় গিয়ে শেষ হয়।
গনসংযোগ ও লিফলেট বিতরণ কালে ওই সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা মেজবাউদ্দিন স্বপন, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি নেতা শহিদ মেম্বার, বন্দর থানা বিএনপি নেতা জব্বার পাঠান, আব্দুল সাত্তার, মোন্তাসির সজন, সাকিব, পাভেল, আক্তার, আরিফ, মুকুল, শাহআলী,নাহিদ, নাদিম মাহামুদ, মঞ্জু, সালে আহাম্মদ, শিবু, হিরন, রুবেল, রশিদ, লিংকন, যুবদল নেতা তাজুল ইসলাম, নাদিম, তৌহিদ, হাসান, শাহীন, তৌহিদ, মজিবর, আনোয়ার, পলক, র্নিময়, হাসান, রহমত উল্লাহ, নাছির, মোক্তার, আক্তার, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি নেতা সাঈদ, ফারুকুল ইসলামসহ কর্মী-সমর্থকরা আগামী সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দেয়ার আহবান জানান।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ব এনপ
এছাড়াও পড়ুন:
জামতলায় গৃহবধূর গলায় ধারালো অস্ত্র ধরে ছিনতাই
ফতুল্লার জামতলা হীরা কমিউনিটি সেন্টারের সামনে ব্যাটারিচালিত মিশুক থামিয়ে গলায় চাকু ধরে এক পরিবারকে জিম্মি করে স্বর্ণালঙ্কার, মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারী। ভোররাতে সংঘটিত এই ঘটনায় লুট হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ৩ লক্ষ ৭৫ হাজার টাকা।
ঘটনাটি ঘটেছে বুধবার (১৫ অক্টোবর) ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটের দিকে। ভুক্তভোগী পরিবার বর্তমানে ফতুল্লা মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।
ভুক্তভোগী মোঃ আতিকুর রহমান (৩৭), পিতা: মৃত হাতেম আলী, গ্রাম: ইসলামপুর, জেলা জামালপুর তিনি পেশায় কুয়েত প্রবাসী। ’
তিনি জানান, গত ২৫ তারিখে দেশের বাড়িতে বেড়াতে আসেন। ১৫ অক্টোবর ভোরে জামালপুর থেকে ফেরার পথে নারায়ণগঞ্জ চাষাড়া এলাকায় নামার পর মিশুকযোগে বাসায় ফিরছিলেন তিনি ও পরিবারের সদস্যরা। তার সঙ্গে ছিলেন বড় ভাই খাজা মিয়া (৪৫), ছোট ভাই মোক্তার হোসেন (২২) ও ছোট ভাইয়ের শ্যালক বিশাল (১৫)।
হীরা কমিউনিটি সেন্টারের সামনে পৌঁছালে একটি মোটরসাইকেলযোগে তিনজন দুষ্কৃতিকারী মিশুকের সামনে এসে দাঁড়ায়। তাদের হাতে ধারালো সুইচ গিয়ার ও চাকু ছিল। তারা মিশুক থামিয়ে আতিকুর রহমানের ছোট ভাইয়ের স্ত্রী ও তার বোনের গলায় চাকু ধরে এবং কিশোর বিশালকে জিম্মি করে মূল্যবান মালামাল ছিনিয়ে নেয়।
লুট হওয়া মালামালের মধ্যে রয়েছে, ১ জোড়া স্বর্ণের কানের দুল (মূল্য আনুমানিক ৬২,৫০০ টাকা), ৪টি স্বর্ণের আংটি ও একটি স্বর্ণের চেইন (মোট মূল্য আনুমানিক ২ লক্ষ টাকা), রুপার বালা, ব্রেসলেট ও আংটি (মূল্য ১৮,০০০ টাকা), ৪টি হাতঘড়ি (মূল্য ১৬,০০০ টাকা), শিশুদের চার্জার ফ্যান, দুটি স্মার্টফোন (ঠরাড় ও ঐড়হড়ৎ ব্র্যান্ডের), নগদ ২০,০০০ টাকা।মোট লুটের পরিমাণ দাঁড়ায় প্রায় ৩ লক্ষ ৭৫ হাজার টাকা।
আতিকুর রহমান জানান, আমরা চিৎকার করার চেষ্টা করেছিলাম, কিন্তু ডাকাতরা গলায় চাকু ধরে প্রাণনাশের হুমকি দেয়। ভয় পেয়ে কেউ সাহস পাইনি।”
তিনি আরও বলেন, দুষ্কৃতিকারীদের বয়স আনুমানিক ২৫-৩০ বছর হবে। গায়ের রং শ্যামলা, স্বাস্থ্য মাঝারি, পরনে প্যান্ট ও গেঞ্জি/শার্ট ছিল। তারা নারায়ণগঞ্জের আঞ্চলিক ভাষায় কথা বলছিল।
ঘটনার পর আত্মীয়-স্বজনদের সঙ্গে আলোচনা করে অভিযুক্তদের শনাক্তের চেষ্টা চলমান আছে। এ কারণে এজাহার দাখিলে কিছুটা বিলম্ব হয়েছে বলে জানান ভুক্তভোগী।
ফতুল্লা মডেল থানা সূত্রে জানা গেছে, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও দুষ্কৃতিকারীদের শনাক্তে কাজ শুরু হয়েছে। পুলিশের ধারণা, এটি একটি সংঘবদ্ধ মোটরসাইকেলভিত্তিক ছিনতাই চক্রের কাজ।