জুলাই সনদকে সাংবিধানিক দলিল হিসেবে সংসদে প্রণয়ন করতে হবে: শহীদ মুগ্ধের বাবা
Published: 17th, October 2025 GMT
জুলাই বিপ্লবে শহীদ মীর মুগ্ধের বাবা মীর মোস্তাফিজুর রহমান বলেছেন, ‘‘জুলাই সনদকে শুধুমাত্র রাজনৈতিক ঘোষণা নয়, বরং আইনি ও সাংবিধানিক দলিল হিসেবে সংসদে প্রণয়ন করতে হবে।’’
শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদ ভবন চত্বরে আয়োজিত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।
মীর মোস্তাফিজুর রহমান বলেন, “জনগণের স্বপ্ন বাস্তবায়ন করতে চাইলে এই সনদকে সংসদের প্রথম দিন থেকেই কার্যকর করতে হবে। শুধু প্রতীকী ঘোষণায় চলবে না, প্রয়োজন বাস্তব পদক্ষেপ।’’
তিনি বলেন, ‘‘সরকারকে আগে পরিষ্কারভাবে জানাতে হবে, এই সনদের আইনি ভিত্তি কী এবং কার্যকর হওয়ার তারিখ কবে থেকে। আমরা শহীদ পরিবারের পক্ষ থেকে চাই, এই সনদের প্রতিটি ধারা যেন সংসদে আলোচনার মাধ্যমে আইন হিসেবে স্বীকৃতি পায়।’’
শহীদ মুগ্ধের বাবা বলেন, ‘‘জুলাই আন্দোলনে নিহত ও আহতদের পরিবার এবং আন্দোলনকারীরা দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছেন, জুলাই সনদ যেন শুধু প্রতিশ্রুতির দলিল না থাকে বরং তা সাংবিধানিক স্বীকৃতি পায়। তাদের ভাষ্য, আইনগত ভিত্তি ছাড়া এই সনদ কার্যকর হবে না এবং জনগণের আস্থা অর্জন করতে পারবে না।’’
মীর মোস্তাফিজুর রহমান আরো বলেন, ‘‘আমাদের সন্তানেরা ন্যায়ের জন্য প্রাণ দিয়েছে। আমরা চাই, সেই আত্মত্যাগ যেন কেবল কাগজে নয়; বাস্তব নীতিনির্ধারণে প্রতিফলিত হয়।’’
ঢাকা/আসাদ/রাজীব
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর জ ল ই সনদ এই সনদ
এছাড়াও পড়ুন:
আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদ স্বাক্ষর করব না: নাহিদ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “আমরা আইনি ভিত্তি এবং অর্ডারের ব্যাপারে নিশ্চয়তা ছাড়া যদি জুলাই সনদে স্বাক্ষর করি, সেটা মূল্যহীন হবে। পরের সরকার এলে কীসের পরিপ্রেক্ষিতে দেবে, কী টেক্সট হবে, সে নিশ্চয়তা আমরা চাই। সেই বিষয়টা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা জুলাই সনদের স্বাক্ষরের যেই অনুষ্ঠান বা যেই আয়োজনটা চলছে, সেখানে আমরা নিজেরা অংশীদার হব না।”
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেছেন।
নাহিদ ইসলাম বলেছেন, “জুলাই সনদ বাস্তবায়ন আদেশ সনদ স্বাক্ষরের আগেই প্রকাশ করতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জনগণের সার্বভৌম অভিপ্রায় অনুসারে প্রধান উপদেষ্টা জারি করবেন। জুলাই সনদ স্বাক্ষরের আগেই সনদ বাস্তবায়নের যে আদেশটা হবে, সে আদেশের খসড়ায় আমাদের ঐকমত্য হতে হবে। তার ওপর ভিত্তি করে আমরা জুলাই সনদে স্বাক্ষরের বিষয়টা বিবেচনা করব।”
এনসিপির আহ্বায়ক বলেন, “আদেশের টেক্সট যেটা, তার খসড়া আমরা আগে দেখতে চাই। ড. ইউনূস তিনি যেহেতু জুলাই গণঅভ্যুত্থানের শক্তিতে সরকার গঠন করেছেন, সেই জায়গা থেকে সেটা প্রেসিডেন্ট নয়, বরং গভর্মেন্ট হিসেবে ড. ইউনূস জারি করবেন।”
তিনি আরো বলেন, “জুলাই সনদের ৮৪টি সংস্কারের বিষয় একত্রে গণভোটে যাবে। গণভোটে নোট অব ডিসেন্টের আলাদা কোনো কার্যকারিতা থাকবে না। গণভোটের প্রশ্ন কী হবে, তা আগেই চূড়ান্ত করতে হবে। রাজনৈতিক দলগুলোকে সেটা দেখাতে হবে।”
জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম এই নেতা বলেন, “গণভোট দ্বারা জনগণ সনদ অনুমোদন করলে অর্থাৎ সনদের পক্ষে ভোট দিলে পরের সংসদকে কনস্টিটিউট পাওয়ার ডেলিগেট করা হবে। সনদ অনুযায়ী সংবিধান সংস্কার করার জন্য এই দাবির সঙ্গে মোটামুটি সবাই এখন একমত। আমাদের কাছে কিন্তু এখনো স্পষ্ট হয়নি, এটার কী সংশোধনী হবে?”
ঢাকা/রায়হান/রফিক