কাতারের মতো যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করতে চায় সৌদি আরব
Published: 17th, October 2025 GMT
সৌদি আরব যুক্তরাষ্ট্রের সাথে একটি প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা করছে। আগামী মাসে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের হোয়াইট হাউস সফরের সময় এই চুক্তি স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে। শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস এ তথ্য জানিয়েছে।
ট্রাম্প প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন, “যুবরাজ আসার আগে কিছু স্বাক্ষর করার বিষয়ে আলোচনা হয়েছে, তবে বিস্তারিত এখনো জানা যায়নি।”
সৌদি আরবের সঙ্গে আলোচনায় থাকা চুক্তিটি সাম্প্রতিক মার্কিন-কাতার চুক্তির অনুরূপ, যেখানে কাতারের উপর যেকোনো সশস্ত্র আক্রমণকে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হিসেবে বিবেচনা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। গত মাসে দোহায় বিমান হামলা চালিয়ে হামাসের নেতাদের হত্যা করার চেষ্টা করার পর কাতারের সাথে মার্কিন চুক্তিটি করা হয়েছিল।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, সৌদি আরবের সাথে প্রতিরক্ষা সহযোগিতা ‘আমাদের আঞ্চলিক কৌশলের একটি শক্তিশালী ভিত্তি।’ তবে সম্ভাব্য চুক্তির বিশদ সম্পর্কে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে পররাষ্ট্র দপ্তর।
রিয়াদ ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার জন্য ওয়াশিংটনের প্রচেষ্টার অংশ হিসেবে সৌদি আরব দীর্ঘদিন ধরে কাতার চুক্তির অনুরূপ গ্যারান্টি চেয়ে আসছে। গত মাসে সৌদি আরব পারমাণবিক অস্ত্রধারী পাকিস্তানের সাথে একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
চট্টগ্রাম-১৫: বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে আবার মশালমিছিল, মহাসড়ক অবরোধ
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে আবারও মশালমিছিল হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় সাতকানিয়ার ছদাহা ইউনিয়নের মিঠার দোকান এলাকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ মিছিল হয়। এ সময় বিক্ষোভকারীরা প্রায় ৩০ মিনিট ওই মহাসড়ক অবরোধ করে রাখেন।
অবরোধকারীরা ওই আসনে বিএনপির মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিনকে পরিবর্তন করে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমানকে প্রার্থী ঘোষণার দাবি জানান।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সন্ধ্যায় মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে অবরোধ করেন মুজিবুর রহমানের সমর্থকেরা। এতে প্রায় ৩০ মিনিট যান চলাচল বন্ধ ছিল। এ কারণে কয়েক কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
সাতকানিয়া সদর ইউনিয়নের বাসিন্দা মুজিবুর রহমান চট্টগ্রাম-১৫ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন। গত বৃহস্পতিবার বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ আসনে দলের প্রার্থী হিসেবে নাজমুল মোস্তফা আমিনের নাম ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নাজমুল চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক।
নাজমুল মোস্তফা আমিনকে প্রার্থী ঘোষণার পর সেই রাতেই সাতকানিয়ার কেরানীহাট ও ঠাকুরদিঘী এলাকায় সড়ক অবরোধ করেন মুজিবুরের অনুসারীরা।
জানতে চাইলে সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত রেজা বলেন, গতকাল সন্ধ্যায় মিঠার দোকান এলাকায় ৩০ থেকে ৪০ নেতা-কর্মী সড়ক অবরোধ করেছিলেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁদের সরিয়ে দিয়েছে।
অবরোধের বিষয়ে জানতে চাইলে মুজিবুর রহমান বলেন, ‘নেতা-কর্মীরা মনে করছেন, সব দিক বিবেচনায় আমিই মনোনয়ন পাওয়ার যোগ্য। দলের হাইকমান্ডকে কেউ ভুল বোঝাতে পারেন। শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করে মনোনয়ন পুনর্বিবেচনায় দৃষ্টি আকর্ষণ করতেই পারেন। তবে তাঁদের নির্দেশ দেওয়া হয়েছে সড়ক অবরোধ করে যেন জনদুর্ভোগ সৃষ্টি না করা হয়।’
পরিবর্তনের দাবির এ কর্মসূচি সম্পর্কে জানতে চাইলে বিএনপির মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন গত বৃহস্পতিবার রাতে প্রথম আলোকে বলেছিলেন, ‘এই আসনে আমরা চারজন মনোনয়নপ্রত্যাশী ছিলাম। যাচাই-বাছাই করে দল আমাকে যোগ্য মনে করেছে বলেই মনোনয়ন দিয়েছে। বিএনপিতে উগ্রতার কোনো স্থান নেই। সাতকানিয়া-লোহাগাড়াবাসী আমার সঙ্গে রয়েছেন।’