নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত
Published: 17th, October 2025 GMT
জামায়াতে ইসলমীর আমীর নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮ টায় নারায়ণগঞ্জ শহরের এক স্থানীয় মিলনায়তনে আমীরে জামায়াতের নির্বাচন উপলক্ষে রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা অঞ্চল দক্ষিণ পরিচালক সাইফুল আলম খান মিলন। এসময় তিনি জামায়াতের উপর অতীতের অত্যাচার ও নির্যাতনের চিত্র তুলে বক্তৃতা শুরু করেন।
তিনি বলেন, এই জমিনে আমাদের শহীদদের রক্ত ঝরেছে তাদের রক্ত বৃথা যেতে পারেনা। তিনি আরো বলেন আমাদেরকে জনগনের ভালোবাসা ও আস্থা অর্জন করতে হবে। আগামী জাতীয় নির্বাচনে জনগনের ভালোবাসা ছাড়া কেউই ভালো কিছু করতে পারবেনা।
নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাওলানা আবদুল কাইয়ুমের সভাপতিত্বে ও ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন এর সঞ্চালনায় উক্ত সম্মেলনে মহানগর সহকারী সেক্রেটারি জামাল হোসাইন, এইচ এম নাসির উদ্দিন সহ মহানগর কর্মপরিষদ সদস্য, থানা আমীর সেক্রেটারি এবং সকল রুকন (সদস্য) উপস্থিত ছিলেন।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ব ল দ শ জ ম য ত ইসল ম ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ সদস য
এছাড়াও পড়ুন:
নারায়ণগঞ্জে থানা থেকে লুট হওয়া শটগান উদ্ধার
নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা থেকে লুট হওয়া একটি শটগান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
রবিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় আড়াইহাজার পৌরসভাধীন সরকারি সফর আলী কলেজের সামনে পুকুরের পূর্ব পাড়ের ঝোপের ভেতর থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।
আরো পড়ুন:
কুষ্টিয়ায় জনি হত্যা মামলায় গ্রেপ্তার ২
পাবনার সেই অস্ত্রধারী যুবক তুষার জামায়াতের কর্মী: পুলিশ
উদ্ধার হওয়া শটগানটির নম্বর ৯৭৩১-২০১২ এবং বাট নম্বর ৮৮৪। এটি আড়াইহাজার থানা থেকে লুট হওয়া শটগানগুলোর মধ্যে একটি।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, স্থানীয়দের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে থানা পুলিশের একটি টহল দল অভিযান চালায়। পরে ঝোপের ভেতরে কাপড় ও মাটি দিয়ে আড়াল করা অবস্থায় অস্ত্রটি পাওয়া যায়। এটি পুলিশেরই অস্ত্র।
২০২৪ সালের ৫ আগস্ট থানায় লুটপাট চালানোর সময় অস্ত্রটি লুট হয়েছিল বলে জানান তিনি।
ঢাকা/অনিক/বকুল