গুরুত্বপূর্ণ মহাকাশ মিশন ও কর্মসূচির সঙ্গে যুক্ত জেট প্রপালশন ল্যাবরেটরির (জেপিএল) ৫৫০ কর্মী ছাঁটাই করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এই সিদ্ধান্তের ফলে সংস্থাটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মহাকাশ মিশন ও কর্মসূচি হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে জেট প্রপালশন ল্যাবরেটরির পরিচালক ডেভ গ্যালাঘার এক বিবৃতিতে জানিয়েছেন, জেপিএলকে ভবিষ্যতের জন্য আরও ভালোভাবে প্রস্তুত করতে আমরা পুনর্গঠনের উদ্যোগ নিচ্ছি। এই প্রক্রিয়ার অংশ হিসেবে সংস্থার কর্মিসংখ্যা পুনর্নির্ধারণ ও কিছু পদে ছাঁটাই করা হচ্ছে।

জেট প্রপালশন ল্যাবরেটরি থেকে পারসিভিয়ারেন্স রোভার, মার্স স্যাম্পল রিটার্ন প্রোগ্রাম এবং মার্স রিকনাইসান্স অরবিটার মহাকাশ মিশন পরিচালনা করে থাকে নাসা। শুধু তা–ই নয়, ইউরোপা ক্লিপার মিশন, গ্রহাণু অনুসন্ধানকারী ‘সাইক’ প্রোব এবং মহাকাশযানের সঙ্গে যোগাযোগ রক্ষাকারী ‘ডিপ স্পেস নেটওয়ার্ক’ কর্মসূচির কার্যক্রমও নিয়ন্ত্রণ করা হয়। আর তাই একসঙ্গে এত বেশি কর্মী ছাঁটাইয়ের কারণে গুরুত্বপূর্ণ মহাকাশ মিশন ও কর্মসূচিগুলোর কার্যক্রম হুমকির মুখে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

জেপিএলের সাবেক রোভার অপারেটর কেভিন হিকস দাবি করেছেন, পারসিভিয়ারেন্স রোভার টিমের প্রায় এক-তৃতীয়াংশ কর্মীকে ছাঁটাই করা হচ্ছে। দশকের পর দশক ধরে মঙ্গল গ্রহ থেকে নমুনা সংগ্রহের যে প্রচেষ্টা চলছে, পারসিভিয়ারেন্স মিশন ছিল তার শেষ দিকের একটি ধাপ। তবু এর কর্মীদের বড় অংশকে বাদ দেওয়া হচ্ছে।

ছাঁটাই হওয়া কর্মীরা নাসার প্রযুক্তি, ব্যবসা ও সহায়তাসংক্রান্ত বিভাগে কর্মরত ছিলেন বলে জানিয়েছেন ডেভ গ্যালাঘার। এ বিষয়ে তিনি জানান, এই সিদ্ধান্ত নেওয়া সহজ নয়, কিন্তু জেপিএলের টিকে থাকা ও ভবিষ্যৎ সাফল্যের জন্য আরও দক্ষ কাঠামো তৈরি করা অত্যাবশ্যক। বিদায়ী কর্মীদের কাজ আমাদের মহাকাশ অনুসন্ধান ও উদ্ভাবনকে সমৃদ্ধ করেছে।

জেপিএলের রেডিট ফোরামে অনেক কর্মী তাদের চাকরি হারানোয় হতাশা প্রকাশ করেছেন। একজন লিখেছেন, আমরা ইতিবাচক থাকার চেষ্টা করেছি, শেষ দিনে জেপিএলের লোগোর সামনে একসঙ্গে ছবিও তুলেছি। কিন্তু মনে হচ্ছিল, যেন ‘বিচ্ছেদের আগের দিন’ চলছে।

সূত্র: ডেইলি মেইল

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: জ প এল র

এছাড়াও পড়ুন:

রোমে ক্ষুধা ও দারিদ্র্যের বিরুদ্ধে গ্লোবাল অ্যালায়েন্সের কার্যালয় উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ও ব্রাজিলের প্রেসিডেন্ট

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মহাপরিচালক কু দং ইউ এর সঙ্গে রোমে ক্ষুধা ও দারিদ্র্যের বিরুদ্ধে গঠিত গ্লোবাল অ্যালায়েন্সের নতুন কার্যালয় উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

সোমবার এফএও সদর দপ্তরে তিন নেতা যৌথভাবে অ্যালায়েন্সের নতুন কার্যালয়ের উদ্বোধন করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

প্রায় এক দশক আগে প্রেসিডেন্ট লুলার উদ্যোগে প্রস্তাবিত এই গ্লোবাল অ্যালায়েন্সের সহ-প্রতিষ্ঠাতা দেশ ব্রাজিল ও বাংলাদেশ। উদ্বোধনী অনুষ্ঠানে তিন নেতা অ্যালায়েন্সের নবনির্মিত কার্যালয়ে একসঙ্গে হাত মিলিয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের সূচনা করেন। তাঁরা উদ্যোগটিকে বৈশ্বিক ক্ষুধা মোকাবিলায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বর্ণনা করে যৌথ পদক্ষেপের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন। বিশেষ করে এমন সময়ে যখন গাজা ও সুদানে দুর্ভিক্ষ চলছে এবং বিশ্বজুড়ে ৩০ কোটির বেশি মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের উদ্দেশে অধ্যাপক ইউনূস বলেন, ‘চলুন, আমরা একসঙ্গে কাজ করি—ক্ষুধা ও দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ে।’

প্রেসিডেন্ট লুলা ও মহাপরিচালক কু দং ইউও সংক্ষিপ্ত বক্তব্যে নতুন অংশীদারত্বের তাৎপর্য তুলে ধরেন এবং খাদ্য নিরাপত্তাহীনতার বিরুদ্ধে সমন্বিত বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানান। অনুষ্ঠানে ব্রাজিলের কয়েকজন মন্ত্রী ছাড়াও বাংলাদেশের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার এবং মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার উপস্থিত ছিলেন।

সম্পর্কিত নিবন্ধ

  • সুইস রোল কেকের রেসিপি
  • সন্তান জন্মের পর দাম্পত্য সম্পর্কে অবনতি কেন হয়, সমাধান জেনে রাখুন
  • আমাদের ডিভোর্স হয়নি: মাহি
  • ববিতা ও রাজ্জাক পরিবারের কানাডায় একসঙ্গে ঘোরাঘুরি, রইল ৮ ছবি
  • নেচে প্রেমের গুঞ্জন উসকে দিলেন শাহরুখকন্যা
  • জুলাই সনদ: গণভোট নির্ধারণে কমিশনের বল সরকারের কোর্টে
  • দয়াকরে দেশটাকে বাঁচান, আর বিভেদ সৃষ্টি করবেন না: মির্জা ফখরুল
  • চার নায়কের খপ্পরে খলনায়ক আহমেদ শরীফ!
  • রোমে ক্ষুধা ও দারিদ্র্যের বিরুদ্ধে গ্লোবাল অ্যালায়েন্সের কার্যালয় উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ও ব্রাজিলের প্রেসিডেন্ট