সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার
Published: 17th, October 2025 GMT
সিদ্ধিরগঞ্জে পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করে ৫০ পিস ইয়াবাসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৬ অক্টোবর) দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জ থানার আদমজী ও মাদানী নগর এলাকায় এই অভিযানগুলো চালানো হয়।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত প্রথম অভিযানে আদমজীনগর জামে মসজিদের সামনে থেকে তিনজনকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- সাহাবুদ্দিন (২৮), নাজিমুদ্দিন (২৯) ও নওশাদ (৩৫)। তারা প্রত্যেকেই সিদ্ধিরগঞ্জের আদমজী বিহারী ক্যাম্পের বাসিন্দা। আটকের পর তাদের দেহ তল্লাশি করে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অন্যদিকে, থানার উপ-পরিদর্শক (এসআই) জাকিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের অপর একটি চৌকস দল মাদানী নগর এলাকায় অভিযান চালায়। সেখান থেকে রানা নামের আরও এক মাদক কারবারিকে ২০ পিস ইয়াবাসহ তাতে আটক করা হয়।
গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানায়, তারা দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল বলে স্বীকার করেছে। তরুণ ও যুব সমাজকে লক্ষ্য করে তারা এই মরণনেশা ইয়াবা বিক্রি করত।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীনূ আলম বলেন, গ্রেফতারকৃত চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ স দ ধ রগঞ জ
এছাড়াও পড়ুন:
সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করে ৫০ পিস ইয়াবাসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৬ অক্টোবর) দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জ থানার আদমজী ও মাদানী নগর এলাকায় এই অভিযানগুলো চালানো হয়।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত প্রথম অভিযানে আদমজীনগর জামে মসজিদের সামনে থেকে তিনজনকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- সাহাবুদ্দিন (২৮), নাজিমুদ্দিন (২৯) ও নওশাদ (৩৫)। তারা প্রত্যেকেই সিদ্ধিরগঞ্জের আদমজী বিহারী ক্যাম্পের বাসিন্দা। আটকের পর তাদের দেহ তল্লাশি করে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অন্যদিকে, থানার উপ-পরিদর্শক (এসআই) জাকিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের অপর একটি চৌকস দল মাদানী নগর এলাকায় অভিযান চালায়। সেখান থেকে রানা নামের আরও এক মাদক কারবারিকে ২০ পিস ইয়াবাসহ তাতে আটক করা হয়।
গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানায়, তারা দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল বলে স্বীকার করেছে। তরুণ ও যুব সমাজকে লক্ষ্য করে তারা এই মরণনেশা ইয়াবা বিক্রি করত।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীনূ আলম বলেন, গ্রেফতারকৃত চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।