জাতীয় সংসদের সাবেক চিফ হুইফ আ স ম ফিরোজ, তাঁর স্ত্রী দেলোয়ারা সুলতানা ও ছেলে রায়হান শাকিবের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার পটুয়াখালীর দুদক কার্যালয়ের উপপরিচালক তানভীর আহমদ বাদী হয়ে পৃথক তিনটি মামলা করেন।

পটুয়াখালী-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আ স ম ফিরোজ দশম জাতীয় সংসদে চিফ হুইপের দায়িত্ব পালন করেন।

আ স ম ফিরোজের বিরুদ্ধে দায়ের করা মামলার এজাহারে বলা হয়েছে, জাতীয় সংসদ থেকে আসামির মোট আয় ১৪ কোটি ৫৬ লাখ ৪৪ হাজার ৯৫৬ টাকা। সর্বমোট ব্যয় ৫ কোটি ৯০ লাখ ৩ হাজার ৮৭৭ টাকা। আর তাঁর সঞ্চয় খাতে পাওয়া গেছে ৮ কোটি ৬৬ লাখ ৬৭ হাজার ৫৬৩ টাকা। এ ছাড়া আসামির নামে ১১ কোটি ৯৫ লাখ ৬৭ হাজার ৫৬৩ টাকার সম্পত্তির খোঁজ পেয়েছে দুদক। তাঁর নামে জ্ঞাত আয়বহির্ভূত ৩ কোটি ২৯ লাখ ২৬ হাজার ৪৮৪ টাকার অতিরিক্ত সম্পদের খোঁজ পাওয়া গেছে।

দেলোয়ারা সুলতানার বিরুদ্ধে দায়ের করা মামলার এজাহারে বলা হয়েছে, আসামি ৬৮ লাখ ১১ হাজার ৮৯৭ টাকা আয় দেখিয়েছেন। তাঁর পারিবারিক ও অন্যান্য খাতে ব্যয় দেখানো হয়েছে ১৮ লাখ ৩৩৪ টাকা। এ ছাড়া তাঁর সঞ্চয় খাতে ৫০ লাখ ১১ হাজার ৫৬৩ টাকা পাওয়া গেছে। এ ছাড়া তাঁর নামে ১ কোটি ৫১ লাখ ১৩ হাজার ২১৭ টাকার সম্পদ রয়েছে। অনুসন্ধানে আসামির নামে আয়বহির্ভূত ১ কোটি ১ লাখ ১ হাজার ৬৫৪ টাকা অতিরিক্ত সম্পদের খোঁজ পেয়েছে দুদক।

রায়হান শাকিবের বিরুদ্ধে দায়ের করা মামলার এজাহারে বলা হয়েছে, আসামির মোট আয় ৪ কোটি ৪৫ লাখ ৮১ হাজার ১২ টাকা। তাঁর সর্বমোট ব্যয় ১ কোটি ৭৫ লাখ ৭৫ হাজার ৫৯৮ টাকা। তাঁর সঞ্চয় খাতে রয়েছে ২ কোটি ৭০ লাখ ৫ হাজার ৪১৪ টাকা। এ ছাড়া তাঁর নামে ৬ কোটি ৯১ লাখ ৯০ হাজার ৮৪২ টাকার সম্পদ রয়েছে। আসামির নামে আয়বহির্ভূত ৪ কোটি ২১ লাখ ৮৫ হাজার ৪২ টাকা মূল্যের সম্পদের খোঁজ পেয়েছে দুদক।

মামলার বাদী দুদকের উপপরিচালক তানভীর আহমদ প্রথম আলোকে বলেন, ‘মামলায় এজাহারভুক্ত আসামি আ স ম ফিরোজে নামে আয়বহির্ভূত অতিরিক্ত ৩ কোটি ২৯ লাখ ২৬ হাজার ৪৮৪ টাকা, তাঁর স্ত্রীর নামে ১ কোটি ১ লাখ ১ হাজার ৬৫৪ টাকা এবং তাঁর ছেলের নামে ৪ কোটি ২১ লাখ ৮৫ হাজার ৪২ টাকা মূল্যের আয়বহির্ভূত সম্পদের সন্ধান পাওয়া গেছে। এসব সম্পদের সপক্ষে আসামিরা কোনো উপযুক্ত প্রমাণ দেখাতে পারেননি।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আয়বহ র ভ ত আস ম র

এছাড়াও পড়ুন:

আওয়ামী লীগ ও শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আওয়ামী লীগ ও শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায় আর দাফন দিল্লিতে। এখন দাফন-কাফন খুলে মাঝেমধ্যে একটু চিৎকার করে।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। বাংলাদেশে যেন আর কখনো এ রকম স্বৈরাচার, সামরিক শাসক, ফ্যাসিবাদের উৎপত্তি না হয়।’

আজ শুক্রবার রাত আটটায় কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী বাজারে মাতামুহুরী সাংগঠনিক থানা বিএনপি আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন সালাহউদ্দিন আহমদ।

বিএনপি, খালেদা জিয়া ও জিয়াউর রহমানের গণতন্ত্র রক্ষায় ভূমিকা তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি ক্ষমতায় থাকলে উন্নয়ন হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন।

৭ নভেম্বরের ঘটনা, ১৯৭৯ সালে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে এরশাদবিরোধী আন্দোলনের সাফল্যের কথাও তুলে ধরেন। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি চালু, সংসদীয় শাসনব্যবস্থা সুপ্রতিষ্ঠিত করা—এসব অর্জনও বিএনপির নেতৃত্বেই হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

শেখ হাসিনা ও আওয়ামী লীগকে গণতন্ত্র ধ্বংসের জন্য দায়ী উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, তাঁরা তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেছেন, একদলীয় শাসন চাপিয়ে দিয়েছেন, শেষ পর্যন্ত গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন।

পথসভায় সভাপতিত্ব করেন মাতামুহুরী সাংগঠনিক থানা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী। বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য হাসিনা আহমদ, কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা, দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, পেকুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাফায়েত আজিজ, থানা বিএনপির সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান, জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম, জেলা ওলামা দলের সভাপতি আলী হাসান চৌধুরী প্রমুখ।

এর আগে সালাহউদ্দিন আহমদ কোনাখালী, পশ্চিম বড়ভেওলা, বরইতলী, সাহারবিল, ঢেমুশিয়া ও বদরখালী এলাকায় গণসংযোগ করেন। বেলা তিনটায় চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আনছারুল ইসলাম চৌধুরীর জানাজায়ও অংশ নেন তিনি।

সম্পর্কিত নিবন্ধ

  • বিএনপির মনোনীত নেতারা প্রচারে, পিছিয়ে নেই জামায়াত
  • শেখ হাসিনা দেশে বাকশাল কায়েম করেছিলেন: সালাহউদ্দিন আহমদ
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
  • নারায়ণগঞ্জে “পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২০২৫” উদ্বোধন 
  • আওয়ামী লীগ ও শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে: সালাহউদ্দিন আহমদ
  • স্বাধীন বাংলার অভ্যুদয়ের প্রত্যক্ষ বয়ান
  • এবার পাকিস্তানের প্রথম প্রতিরক্ষা বাহিনীর প্রধান হলেন ফিল্ড মার্শাল আসিম মুনির  
  • টেশিস এবং ইডটকোর মধ্যে সমঝোতা সই
  • ধানমন্ডি-৩২ নম্বরে মারধরের শিকার সেই রিকশাচালককে মামলা থেকে অব্যাহতির সুপারিশ