কলেজ ড্রপআউট সেই তরুণী এখন ১৬৬ কোটির মালিক
Published: 26th, October 2025 GMT
মাঝপথে কলেজ ছেড়ে দিয়েছিলেন, মাত্র ২১ বছর বয়সে দত্তক নেন দুই সন্তান। সব মিলিয়ে ঘটনাবহুল জীবন নব্বই দশকের আলোচিত এই বলিউড অভিনেত্রীর। তবে আজকের এই অবস্থানে আসা সহজ ছিল না। এ জন্য পাড়ি দিতে হয়েছে দীর্ঘ পথ। তিনি আর কেউ নন, রাবিনা ট্যান্ডন। আজ ২৬ অক্টোবর, অভিনেত্রীর জন্মদিন। এ উপলক্ষে ইন্ডিয়াডটকম অবলম্বনে জেনে নেওয়া যাক রাবিনা সম্পর্কে কিছু জানা-অজানা তথ্য।
নামের বিশেষত্ব
১৯৭২ সালে মুম্বাইতে চলচ্চিত্র নির্মাতা রবি ট্যান্ডন ও বীণা ট্যান্ডনের ঘরে জন্ম হয় তাঁর। রাবিনার নামই তাঁর পরিচয়ের এক অনন্য দিক। ‘রাবিনা’ নামটি তাঁর মায়ের নাম বীণা ট্যান্ডন ও পিতার নাম রবি ট্যান্ডনের সংমিশ্রণ। এ ছাড়া পরিবারের অনেকেই তাঁকে আদর করে ‘মুনমুন’ বলে ডাকতেন।
রাবিনা অভিনয়ে আসার আগে একটি জনসংযোগ ও বিজ্ঞাপন সংস্থায় বিখ্যাত বিজ্ঞাপন নির্মাতা প্রহ্লাদ কাকারের সহকারী হিসেবে কাজ করতেন। এই সময়েই ফটোগ্রাফার-পরিচালক শান্তনু শেওরে তাঁর মধ্যে অভিনয়ের সম্ভাবনা আবিষ্কার করেন। এভাবেই হিন্দি সিনেমায় তাঁর দুয়ার খুলে যায়।
রাবিনা ট্যান্ডন.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ট য ন ডন
এছাড়াও পড়ুন:
কলেজ ড্রপআউট সেই তরুণী এখন ১৬৬ কোটির মালিক
মাঝপথে কলেজ ছেড়ে দিয়েছিলেন, মাত্র ২১ বছর বয়সে দত্তক নেন দুই সন্তান। সব মিলিয়ে ঘটনাবহুল জীবন নব্বই দশকের আলোচিত এই বলিউড অভিনেত্রীর। তবে আজকের এই অবস্থানে আসা সহজ ছিল না। এ জন্য পাড়ি দিতে হয়েছে দীর্ঘ পথ। তিনি আর কেউ নন, রাবিনা ট্যান্ডন। আজ ২৬ অক্টোবর, অভিনেত্রীর জন্মদিন। এ উপলক্ষে ইন্ডিয়াডটকম অবলম্বনে জেনে নেওয়া যাক রাবিনা সম্পর্কে কিছু জানা-অজানা তথ্য।
নামের বিশেষত্ব
১৯৭২ সালে মুম্বাইতে চলচ্চিত্র নির্মাতা রবি ট্যান্ডন ও বীণা ট্যান্ডনের ঘরে জন্ম হয় তাঁর। রাবিনার নামই তাঁর পরিচয়ের এক অনন্য দিক। ‘রাবিনা’ নামটি তাঁর মায়ের নাম বীণা ট্যান্ডন ও পিতার নাম রবি ট্যান্ডনের সংমিশ্রণ। এ ছাড়া পরিবারের অনেকেই তাঁকে আদর করে ‘মুনমুন’ বলে ডাকতেন।
রাবিনা অভিনয়ে আসার আগে একটি জনসংযোগ ও বিজ্ঞাপন সংস্থায় বিখ্যাত বিজ্ঞাপন নির্মাতা প্রহ্লাদ কাকারের সহকারী হিসেবে কাজ করতেন। এই সময়েই ফটোগ্রাফার-পরিচালক শান্তনু শেওরে তাঁর মধ্যে অভিনয়ের সম্ভাবনা আবিষ্কার করেন। এভাবেই হিন্দি সিনেমায় তাঁর দুয়ার খুলে যায়।
রাবিনা ট্যান্ডন