ভাসানী বিশ্ববিদ্যালয়ে জলবায়ু পরিবর্তন বিষয়ে সেমিনার
Published: 26th, October 2025 GMT
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে খাবার সংরক্ষণ ও জলবায়ু বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ অক্টোবর) দুপুরে বিভাগের সভা কক্ষে ‘সলভিং দ্য ডুয়েল প্রবলেমস অব ফুড স্টোরেজ এন্ড ক্লাইমেট চেন্জ: এ সাকসেস স্টোরি ইনভলভিং দ্য স্ট্রেনথ অব রুরাল বাংলাদেশ’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করা হয়।
আরো পড়ুন:
ভাসানী বিশ্ববিদ্যালয়ে সেশনজট নিরসনের দাবিতে আমরণ অনশনে শিক্ষার্থীরা
ভাসানী বিশ্ববিদ্যালয়ে ইউনিভার্সিটি র্যাঙ্কিং বিষয়ক প্রশিক্ষণ
এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড.
বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যার অধ্যাপক ড. একেএম মহিউদ্দিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবু জুবাইর। স্বাগত বক্তব্য দেন অধ্যাপক ড. মো. শাহ্ আদিল ইশতিয়াক আহমদ।
ড. আবেদ বলেন, “আমি কে, কোথা থেকে এসেছি? এই প্রশ্ন আমাকে গবেষণার অনুপ্রেরণা জুগিয়েছে। আমার পূর্ব পুরুষদের বংশধারা জানা হচ্ছে আমার বংশগতি বিদ্যার প্রথম সূচনা। মানুষকে বিজ্ঞানের কাছাকাছি রাখতে হবে তাহলে সে স্বয়ংক্রিয়ভাবেই বিজ্ঞানী হয়ে যাবে।”
সেমিনারে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ অংশগ্রহণ করেন।
ঢাকা/কাওছার/মেহেদী
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মহিলা ক্রীড়া সংস্থার কমিটি প্রত্যাহার না হলে প্রধান উপদেষ্টার কাছে যাওয়ার হুমকি
সাড়ে আট বছর ধরে অ্যাডহক কমিটি দিয়ে জাতীয় মহিলা ক্রীড়া সংস্থা চালানোর পর অবশেষে গতকাল আবারও নতুন একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। গতকাল জাতীয় ক্রীড়া পরিষদ ১৯ সদস্যের এ কমিটি ঘোষণা করেছে।
নতুন কমিটি দেখে ক্ষুব্ধ অনেক সাবেক নারী ক্রীড়াবিদ ও সংগঠক। তাঁদের অভিযোগ, ঘোষণায় হয়েছে অনিয়ম। প্রতিবাদ জানাতে আজ বিকেলে মোহামেডান স্পোর্টিং ক্লাবে সংবাদ সম্মেলন করেন ছয়জন সাবেক ক্রীড়াবিদ ও সংগঠক। সেখান থেকে তাঁরা দাবি জানান—নতুন কমিটি দ্রুত প্রত্যাহার করতে হবে। তা না হলে তাঁরা প্রধান উপদেষ্টার কাছে যাওয়ার হুমকিও দিয়েছেন।
প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে ক্রীড়াঙ্গনে পরিচিত সাবেক ব্যাডমিন্টন তারকা ও সংগঠক কামরুন নাহার ডানার নেতৃত্বেই হয় সংবাদ সম্মেলনটি। ডানা বলেন, ‘ক্রীড়াঙ্গন পরিচালনা করবে ক্রীড়াবিদ আর ক্রীড়া সংগঠকেরা। সেখানে আইনজীবী বা অধ্যাপক কেন? আমাদের দেশে অনেক যোগ্য নারী ক্রীড়াবিদ আছেন, যাঁরা সভাপতি বা সাধারণ সম্পাদক হতে পারেন। আমরা চাই ক্রীড়া উপদেষ্টা দ্রুত এই কমিটি পরিবর্তন করুন। যদি তাতেও সুরাহা না হয়, আমরা প্রধান উপদেষ্টার শরণাপন্ন হব।’
বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার কমিটি গঠনে অনিয়ম হয়েছে দাবি করে আজ বিকেলে মোহামেডান স্পোর্টিং ক্লাবে সংবাদ সম্মেলন করেন ছয়জন সাবেক ক্রীড়াবিদ ও সংগঠক