বরিশালে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৪ জনের মৃত্যুদণ্ড
Published: 26th, October 2025 GMT
বরিশালে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৪ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রবিবার (২৬ অক্টোবর) দুপুরে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ রকিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—রাসেল গাজী, রাজিব জমাদ্দার, জাহিদ হাওলাদার ও রোকন খান। রায় ঘোষণার সময় তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন। এর মধ্যে, আসামি রোকন খান পলাতক আছেন।
আরো পড়ুন:
আসামিদের দেশত্যাগ ঠেকাতে হিলি ইমিগ্রেশনে বাড়তি সতর্কতা
প্রক্সি নিয়োগ পরীক্ষা দেওয়ায় জনতা ব্যাংকের কর্মকর্তাকে কারাদণ্ড
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১০ নভেম্বর বরিশাল নগরীর রূপাতলী এলাকার জাহিদ হাওলাদার, রাসেল গাজী, রাজিব জমাদ্দার ও রোকন মিয়া মিলে এক নারীকে দলবদ্ধ ধর্ষণ করেন। এ ঘটনায় বরিশাল কোতোয়ালি মডেল থানায় মামলা করে ভুক্তভোগী নারীর পরিবার। পরে চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।
আদালতের বেঞ্চ সহকারী মো.
ঢাকা/পলাশ/রাজীব
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বিশেষজ্ঞদের সঙ্গে ঐকমত্য কমিশনের ভার্চ্যুয়াল সভা
‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ বাস্তবায়নের উপায় ও পদ্ধতি নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে ভার্চ্যুয়াল সভা করেছে জাতীয় ঐকমত্য কমিশন।
রবিবার (২৬ অক্টোবর) জাতীয় সংসদের কমিশন কার্যালয়ের সম্মেলন কক্ষ থেকে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশেষজ্ঞ হিসেবে যুক্ত ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এম এ মতিন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ড. শরিফ ভূইয়া এবং ব্যারিস্টার তানিম হোসেইন শাওন।
আলোচনায় জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য কমিশনের প্রস্তাবিত সুপারিশসমূহের সাংবিধানিক ও আইনি দিকগুলো গুরুত্বসহকারে পর্যালোচনা করা হয়। পাশাপাশি রাজনৈতিক দলগুলোর মতামতও বিশ্লেষণ করা হয়।
কমিশনের পক্ষে অংশ নেন সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন ও ড. মোহাম্মদ আইয়ুব মিয়া।
এছাড়া, জাতীয় ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার সভায় উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, জাতীয় সনদ বাস্তবায়নের ক্ষেত্রে ঐকমত্য গঠনই মূল চাবিকাঠি। এটি হবে গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক প্রক্রিয়ার ভিত্তি।
ঢাকা/এএএম/রাজীব