বর্ণাঢ্য আয়োজনে বেরোবি সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Published: 26th, October 2025 GMT
বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বেরোবিসাস) ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
রবিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া থেকে আনন্দ র্যালি বের হয়।
আরো পড়ুন:
ইবি প্রেসক্লাবের সভাপতি আবির, সম্পাদক নাজমুল
ঐক্যের মাধ্যমে অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে চাই: ফখরুল
এরপর বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বর দিয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ক্যাফেটেরিয়ায় এসে জড়ো হয়ে কেক কাটা ও ক্যাম্পাস সাংবাদিকতার গুরুত্ব শীর্ষক আলোচনা সভার মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেরোবি উপাচার্য অধ্যাপক ড.
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেরোবি রেজিস্ট্রার ড. হারুন অর রশিদ, প্রক্টর ড. ফেরদৌস রহমান, বেরোবিসাস উপদেষ্টা এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান তাবিউর রহমান, যমুনা টেলিভিশন রংপুর ব্যুরো প্রধান সরকার মাজহারুল মান্নান, একাত্তর টেলিভিশন রংপুর ব্যুরো প্রধান শাহ বায়েজিদ আহমেদ, এখন টেলিভিশন রংপুর ব্যুরো প্রধান মোকাররম হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বেরোবি উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী প্রতিষ্ঠাবার্ষিকীর সফলতা কামনা করে বলেন, “আমি প্রশাসনের পক্ষ থেকে প্রতিশ্রুতি দিচ্ছি, প্রশাসন সাংবাদিক সমিতির সঙ্গে আছে, ছিল এবং থাকবে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে জাতীয় সাংবাদিক তৈরি হবে এটাই প্রত্যাশা।”
তিনি আরো বলেন, “বিশ্ববিদ্যালয় হলো জ্ঞান, যুক্তি ও মুক্ত চিন্তার কেন্দ্র। এখানে সাংবাদিকতার কাজ হবে গঠনমূলক সমালোচনা, তথ্যনির্ভর বিশ্লেষণ এবং ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়া। সাংবাদিকদের উচিত হবে সবসময় সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা। যাতে সমাজে আস্থা ও সচেতনতা গড়ে ওঠে।
২০১৪ সালের ২৬ অক্টোবর ‘তথ্যই শক্তি’ স্লোগান নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি যাত্রা শুরু করে। এরপর নানা চড়াই-উৎরাই পেরিয়ে ১২তম বর্ষে পদার্পণ করল সংগঠনটি।
ঢাকা/সাজ্জাদ/মেহেদী
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ভাঙার চিন্তা করে কেউ সংসার বাঁধে না: ফারিয়া
প্রায় দেড় মাস আগে দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন আলোচিত অভিনেত্রী শবনম ফারিয়া। কয়েক দিন আগে বর তানজিম তৈয়বের সঙ্গে মধুচন্দ্রিমায় শ্রীলঙ্কায় গিয়েছিলেন এই অভিনেত্রী। সেখানে আনন্দে কাটানো বিভিন্ন মুহূর্ত ভক্ত-অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে সোশ্যাল মিডিয়ায় নিয়মিত ছবি পোস্ট করেন ‘দেবী’খ্যাত এই তারকা। তারপর কটাক্ষের শিকার হন শবনম ফারিয়া। যদিও এ নিয়ে টুঁ-শব্দ করেননি।
শবনম ফারিয়া তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তাতে বিয়ে-সংসার নিয়ে বেশ কিছু উপলদ্ধি ও ভাবনার কথা ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন এই অভিনেত্রী।
আরো পড়ুন:
কলকাতায় একসঙ্গে চঞ্চল-ফারিণ
সৌম্যর এত প্রশংসা করবেন না, নজর লাগবে: ফারিয়া
শবনম ফারিয়া তার পোস্ট লেখেন, “একদিন ভেঙে যাবে—এটা চিন্তা করে কেউ বিয়ে করেন না। সবাই চেষ্টা করেন, ভালোবাসা দিয়ে, ধৈর্য দিয়ে, আশা নিয়ে সম্পর্কটাকে টিকিয়ে রাখতে। আমরা যতই শক্তিশালী, শিক্ষিত বা সফল হই না কেন, হৃদয় সবসময় চায় আঁকড়ে ধরতে; যদি না সেখানে বিশ্বাসঘাতকতা থাকে।”
একটি সম্পর্ক ভাঙার পর ঘুরে দাঁড়াতে সাহস লাগে। এ তথ্য স্মরণ করে শবনম ফারিয়া লেখেন, “যারা একাধিক বিয়ে করেছেন, তারা তাদের অতীত নিয়ে গর্ব করেন না। একটি সম্পর্ক ভাঙার পর পুনরায় ঘুরে দাঁড়াতে প্রচণ্ড সাহস লাগে, ভালোবাসায় বিশ্বাস আর একসঙ্গে পথ চলার আশা লাগে। এটা শক্তির পরিচয়, লজ্জার নয়।”
অনুরোধ জানিয়ে শবনম ফারিয়া লেখেন, “দয়া করে কাউকে বিচার করবেন না। গুজব ছড়াবেন না, কটু কথাও বলবেন না। আপনি জানেন না, মুখের হাসিটা ফিরিয়ে আনতে একজন মানুষ কতটা লড়াই করছেন। আপনি আপনার কথায় কোমলতা আনুন, হৃদয়ে দয়া রাখুন। কারণ জীবন আমাদের সবাইকে কোনো না কোনোভাবে নম্র করে দেয়, আর আমরা কেউই জানি না, আগামীকাল আমাদের জন্য কী অপেক্ষা করছে।”
২০১৫ সালে ফেসবুকের মাধ্যমে হারুন অর রশীদ অপুর সঙ্গে পরিচয় হয় শবনম ফারিয়ার। এরপর দুজনের মাঝে তৈরি হয় ভালো বন্ধুত্ব। বন্ধুত্বের সীমানা পেরিয়ে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে আংটি বদল করেন তারা। ২০১৯ সালের ১ ফেব্রুয়ারি জমকালো আয়োজনের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই জুটি। ২০২০ সালের ডিসেম্বরে সংসার ভাঙার ঘোষণা দেন ফারিয়া। এরপর অপু বিয়ে করলেও একা ছিলেন ফারিয়া।
গত ১৮ সেপ্টেম্বর দ্বিতীয়বার বিয়ে করেন শবনম ফারিয়া। সেদিন বাদ আসর রাজধানীর মাদানি অ্যাভিনিউয়ে অবস্থিত মসজিদ আল মুস্তাফায় দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই অভিনেত্রী। এসময় তার ঘনিষ্ঠ বন্ধু ও নিকট আত্মীয়রা উপস্থিত ছিলেন। তার বর তানজিম তৈয়ব বেসরকারি ব্যাংক কর্মকর্তা। চলতি বছরের শেষে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করবেন বলে জানিয়েছেন ফারিয়া।
ঢাকা/শান্ত