মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে শুরু হয়েছে দক্ষিণ-পূর্ব এশীয় আঞ্চলিক জোটের (আসিয়ান) ৪৭তম শীর্ষ সম্মেলন। আজ রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত এ সম্মেলন চলবে। সম্মেলনে যোগ দিতে প্রায় দুই ডজন বিশ্বনেতা কুয়ালালামপুরে এসেছেন। তাঁদের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও রয়েছেন। এটা ঘিরে আরও বেশ কয়েকটি বৈঠক হওয়ার কথা রয়েছে।

আসিয়ান কী, কারা এ সম্মেলনে অংশ নিচ্ছেন

আসিয়ান এখন ১১টি দেশের একটি সংগঠন। দেশগুলো হলো ব্রুনেই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম ও পূর্ব তিমুর। দেশগুলোর সম্মিলিত জনসংখ্যা ৬৭ কোটি ৯৪ লাখ।

এবারের সম্মেলনের শুরুতেই পূর্ব তিমুরকে সংগঠনটির একাদশতম সদস্য করা হয়। ২০০২ সালে ইন্দোনেশিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভ করে পূর্ব তিমুর। এশিয়ার নবীনতম দেশ এটি।

আসিয়ান এখন ১১টি দেশের একটি সংগঠন। দেশগুলো হলো ব্রুনেই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম ও পূর্ব তিমুর।

একমাত্র মিয়ানমারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট জেনারেল মিন অং হ্লাইং ছাড়া বাকি সব সদস্যদেশের রাষ্ট্রপ্রধানেরা এবারের সম্মেলনে অংশ নিচ্ছেন।

প্রতিবছর আসিয়ান শীর্ষ সম্মেলনের পাশাপাশি অনুষ্ঠিত হয় পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলন। সেই সম্মেলনে আসিয়ানভুক্ত দেশগুলো ছাড়াও যুক্তরাষ্ট্র, চীন, ভারত, রাশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের নেতারা অংশ নেন।

এ বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে–মিউং এবং নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন অংশ নেবেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। কুয়ালালামপুর, ২৬ অক্টোবর ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: য ক তর ষ ট র আস য় ন

এছাড়াও পড়ুন:

এবি ব্যাংকের স্থানান্তরিত কাকরাইল ইসলামী ব্যাংকিং শাখা উদ্বোধন

এবি ব্যাংক পিএলসির রাজধানীর কাকরাইল ইসলামী ব্যাংকিং শাখা সম্প্রতি রমনায় ২৬/১ কাকরাইল রোডে এইচআর ভবনে স্থানান্তর করা হয়েছে।

এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মিজানুর রহমান আধুনিক ব্যাংকিং সুবিধাসম্পন্ন এ শাখা উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের সম্মানিত গ্রাহকগণসহ অন্যান্য কর্মকর্তা।

ঢাকা/রফিক

সম্পর্কিত নিবন্ধ