এবার দুদকের মামলায় গ্রেপ্তার আনিসুল হক
Published: 20th, January 2025 GMT
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সাবেক আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২০ জানুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
গত ১৩ জানুয়ারি আনিসুল হককে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মো.
দুর্নীতি দমন কমিশনের (দুদক) কোর্ট ইন্সপেক্টর আমির হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
গত ১ জানুয়ারি আনিসুল হকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন সংস্থাটির উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম। এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২০ মার্চ তারিখ ধার্য রয়েছে।
এ মামলায় আনিসুল হকের বিরুদ্ধে সরকারি কর্মচারী হিসেবে অপরাধমূলক অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১৪৬ কোটি ১৯ লাখ ৭০ হাজার ৯৬ টাকার সম্পদের মালিকানা অর্জন করার অভিযোগ করা হয়েছে।
ঢাকা/মামুন/রফিক
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (২৩ সেপ্টেম্বর ২০২৫)
এশিয়া কাপে আজ শ্রীলঙ্কার মুখোমুখি পাকিস্তান। লা লিগায় লেভান্তের বিপক্ষে খেলবে রিয়াল মাদ্রিদ।
ফেডারেশন কাপকিংস-ফর্টিস
বেলা ২-৩০ মি., টি স্পোর্টস টিভি
মোহামেডান-পুলিশ
বেলা ২-৩০ মি., টি স্পোর্টস ডিজিটাল
পাকিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক
বিলবাও-জিরোনা
রাত ১১টা, বিগিন অ্যাপ
লেভান্তে-রিয়াল মাদ্রিদ
রাত ১-৩০ মি., বিগিন অ্যাপ