চট্টগ্রাম নগরের পাহাড়তলীর হাজিক্যাম্প এলাকায় আজ বৃহস্পতিবার দুপুরে তল্লাশিচৌকিতে (চেকপোস্ট) নিয়মিত দায়িত্ব পালন করছিলেন পুলিশ সদস্যরা। দ্রুতগতির একটি সিএনজিচালিত অটোরিকশা দেখে সন্দেহ হয় তাঁদের। পরে সেটি দাঁড় করান তাঁরা। সেখানে তল্লাশি চালিয়ে বাজারের ব্যগে পাওয়া যায় দুটি দেশীয় অস্ত্র।

আজ দুপুর সাড়ে ১২টার দিকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় বেলাল হোসেন (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পাহাড়তলী থানা-পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

পুলিশ জানায়, বেলাল ফেনীয় ছাগলনাইয়া থানার মৃত আলমগীর হোসেনের ছেলে। সে সীতাকুণ্ড ওই জেলার জঙ্গল সলিমপুর এলাকার বাসিন্দা। সকালে চেকপোস্ট বসিয়ে তল্লাশিকালে দুটি দেশীয় অস্ত্রসহ বেলালকে গ্রেপ্তার করা হয়। একটি বাজারের ব্যাগে ছিল অস্ত্র দুটি।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ প্রথম আলোকে বলেন, অস্ত্রগুলোর বিষয়ে বেলালকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

যাঁকে সিনেমার বাইরেও ‘ভিলেন’ বলে মনে করতেন সবাই

নায়ক নয়, খলনায়ক হিসেবেই দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। এক সময় পর্দায় তাঁর মুখ দেখলেই দর্শকের গা শিউরে উঠত। বলিউডের সেই কিংবদন্তি খলনায়ক প্রেম চোপড়া আজ ৯০–এ পা দিলেন।  
প্রেম চোপড়া ৪০০-রও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তাঁর সংলাপ ও চরিত্র আজও প্রজন্মের পর প্রজন্মের দর্শকের মুখে মুখে ফেরে।

শুরুর সংগ্রাম
১৯৬১ সালে চলচ্চিত্রে পা রাখেন প্রেম চোপড়া। ছোটবেলায় চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখতেন তাঁর বাবা। কিন্তু স্নাতক হওয়ার পর তিনি মুম্বাই পাড়ি জমান অভিনেতা হওয়ার উদ্দেশ্যে। শুরুতে নায়ক হওয়ার স্বপ্ন নিয়েই চলচ্চিত্রে আসেন, কিছু পাঞ্জাবি ছবিতেও নায়ক চরিত্রে অভিনয় করেন। তবে হিন্দি ছবিতে নায়ক হিসেবে সেভাবে সাফল্য পাননি। ধীরে ধীরে খলনায়ক চরিত্রে প্রস্তাব আসতে শুরু করে, আর তাতেই ঘটে মোড় ঘোরা।

প্রেম চোপড়া। ইনস্টাগ্রাম থেকে

সম্পর্কিত নিবন্ধ