চট্টগ্রাম নগরের পাহাড়তলীর হাজিক্যাম্প এলাকায় আজ বৃহস্পতিবার দুপুরে তল্লাশিচৌকিতে (চেকপোস্ট) নিয়মিত দায়িত্ব পালন করছিলেন পুলিশ সদস্যরা। দ্রুতগতির একটি সিএনজিচালিত অটোরিকশা দেখে সন্দেহ হয় তাঁদের। পরে সেটি দাঁড় করান তাঁরা। সেখানে তল্লাশি চালিয়ে বাজারের ব্যগে পাওয়া যায় দুটি দেশীয় অস্ত্র।

আজ দুপুর সাড়ে ১২টার দিকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় বেলাল হোসেন (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পাহাড়তলী থানা-পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

পুলিশ জানায়, বেলাল ফেনীয় ছাগলনাইয়া থানার মৃত আলমগীর হোসেনের ছেলে। সে সীতাকুণ্ড ওই জেলার জঙ্গল সলিমপুর এলাকার বাসিন্দা। সকালে চেকপোস্ট বসিয়ে তল্লাশিকালে দুটি দেশীয় অস্ত্রসহ বেলালকে গ্রেপ্তার করা হয়। একটি বাজারের ব্যাগে ছিল অস্ত্র দুটি।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ প্রথম আলোকে বলেন, অস্ত্রগুলোর বিষয়ে বেলালকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

যে সাত ধরনের খাবার খেলে ৭০ বছর বয়সেও থাকবেন তরুণ

গত মার্চ মাসে ‘নেচার মেডিসিন’ জার্নালে প্রকাশিত গবেষণাপত্রে বলা হয়েছে, উদ্ভিজ্জ খাবার খেলে বয়সজনিত জটিলতার হার কমে। গবেষণাটির জন্য বেছে নেওয়া হয়েছিল ৭০ বছর বা তার বেশি বয়সী সুস্থ ব্যক্তিদের। অর্থাৎ যাঁদের দীর্ঘমেয়াদি কোনো শারীরিক বা মানসিক সমস্যা নেই। ৩৯–৬৯ বছর বয়সী ১ লাখ ৫ হাজার ব্যক্তিকে ৩০ বছর ধরে পর্যবেক্ষণ করেছিলেন গবেষকেরা। মধ্যবয়সে খাদ্যাভ্যাস কীভাবে তাঁদের পরবর্তী বছরগুলোর সুস্থতাকে প্রভাবিত করেছে, সেটিই দেখা হয়েছে সেই গবেষণায়।

সুস্থ থাকার সম্ভাবনা কতটা

গবেষণায় অংশগ্রহণকারী ব্যক্তিদের খাদ্যাভ্যাসের ভিত্তিতে নির্দিষ্ট স্কোর দেওয়া হয়েছে। এই স্কোর হার্ভার্ডের উদ্ভাবিত অল্টারনেটিভ হেলদি ইটিং ইনডেক্সের সঙ্গে সম্পর্কিত। ‘হার্ভার্ড হেলথ পাবলিশিং’ অনুসারে, যাঁদের এই স্কোর সবচেয়ে বেশি ছিল, ৭০ বছর বয়সে পৌঁছাতে পৌঁছাতে তাঁদের সুস্থ থাকার সম্ভাবনা বেড়েছে ৮৬ শতাংশ; ৭৫ বছর বয়সে সুস্থ থাকার সম্ভাবনা বেড়েছে ২ দশমিক ২ গুণ। বুঝতেই পারছেন, এই অল্টারনেটিভ হেলদি ইটিং ইনডেক্সই দীর্ঘমেয়াদি সুস্থতায় ইতিবাচক ভূমিকা রেখেছে।
কী আছে হার্ভার্ডের এই খাদ্যভ্যাসে, যা দীর্ঘদিন তারুণ্য ধরে রাখতে সহায়ক? চলুন, জেনে নেওয়া যাক।

বাদামের পুষ্টিগুণ অনেক

সম্পর্কিত নিবন্ধ