ছেলেসহ জিম্মিদের মুক্তির জন্য যুক্তরাষ্ট্রের প্রতি সরাসরি আলোচনার আহ্বান জানালেন বাবা
Published: 20th, April 2025 GMT
ইসরায়েলি বংশোদ্ভূত মার্কিনি এডি আলেক্সান্ডার তাঁর ছেলেসহ গাজায় থাকা অন্য জিম্মিদের মুক্ত করে আনতে যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনা করার আহ্বান জানিয়েছেন। গতকাল শনিবার এক সাক্ষাৎকারে এই বাবা বলেছেন, ‘আমি মনে করি, আমাদের উচিত তাদের সঙ্গে সরাসরি কথা বলা এবং আমার ছেলে, চার মার্কিন জিম্মির মৃতদেহ ও অন্য সবার জন্য কী করা যায়, সেটা দেখা।’
আলেক্সান্ডারের ছেলের নাম এডান। বয়স ২১ বছর। এডান ইসরায়েলের সেনাবাহিনীতে কাজ করতেন। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়ে হামাস যে কয়েকজনকে জিম্মি করে নিয়ে যায়, তাঁদের একজন এডান।
আলেক্সান্ডারের বিশ্বাস, তাঁর ছেলে এখনো বেঁচে আছে। যদিও হামাস বলেছে, তারা আলেক্সান্ডারের ছেলের বিষয়ে কিছু বলতে পারছে না।
জিম্মি মুক্তি নিয়ে আলোচনা স্থবির হয়ে গেছে বলেও মনে করেছেন এই বাবা। আলেক্সান্ডার বলেন, ‘সবকিছু আটকে গেছে এবং আমরা অনেকটা এক বছর আগের পরিস্থিতিতে ফিরে গেছি। এটা সত্যি উদ্বেগজনক।’
হামাস এর আগে এডান আলেক্সান্ডারকে মুক্তি দিতে রাজি হয়েছিল। সম্ভবত হামাসের হাতে বন্দী মার্কিন জিম্মিদের মধ্যে এডানই একমাত্র জীবিত আছেন। এডানের সঙ্গে আরও চার মার্কিন জিম্মির মৃতদেহ ফেরত দেওয়ারও কথা ছিল।
এডান ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক, যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বেড়ে উঠেছেন। এডি আলেক্সান্ডার বলেছেন, তাঁর ছেলে যুক্তরাষ্ট্রের অন্য বাচ্চাদের মতোই, খুব ভালো খেলোয়াড় ও চমৎকার ছেলে। সে ভুল সময়ে ভুল জায়গায় ছিল।
হামাস সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে এডানকে দেখা গেছে বলে মনে করা হচ্ছে।
আলেক্সান্ডার বলেন, ‘সে আতঙ্কের মধ্যে আছে বলেই আমাদের মনে হয়েছে। খুব, খুবই ভয়ংকর ভিডিও।’
গাজায় এখনো ৫৯ জন জিম্মি রয়ে গেছে বলে ধারণা করা হয়। তাঁদের অর্ধেকের বেশি আর বেঁচে নেই বলে বিশ্বাস করা হয়।
এ বছর জানুয়ারির শেষ দিকে কাতার, মিসর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়। প্রায় এক মাসের ওই যুদ্ধবিরতিতে হামাস বেশ কয়েকজন জিম্মিকে মুক্তি দেয়।
কিন্তু প্রথম ধাপের পর ওই যুদ্ধবিরতি নিয়ে আলোচনা আর সামনে অগ্রসর হয়নি। মার্চে গাজায় আবার হামলা শুরু করে ইসরায়েল। গত দুই দিনে ইসরায়েলের হামলায় গাজায় ৯২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে আল–জাজিরা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধে সেখানে এখন পর্যন্ত ৫১ হাজার ৬৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১ লাখ ১৬ হাজার ৫০৫ জন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আল ক স ন ড র ইসর য় ল
এছাড়াও পড়ুন:
সমতায় শেষ বার্সেলোনা-ইন্টারের ৬ গোলের রোমাঞ্চকর থ্রিলার
স্পোর্টস ডেস্ক
ছয় বছর পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ফিরেছে বার্সেলোনা। প্রতিপক্ষ এমন একটি দল, যারা শেষ তিন ম্যাচে হেরে কিছুটা কোণঠাসা। কিন্তু তারপরও ম্যাচটি হলো ড্র, জয় আসেনি। দারুণ দৃঢ়তা দেখিয়ে বার্সেলোনার মাঠ থেকে সমতা নিয়ে মাঠ ছেড়েছে ইন্টার মিলান। বুধবার রাতে মন্তুজুইকে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের প্রথম লেগের ম্যাচে ইন্টার মিলানের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে বার্সেলোনা।
বিস্তারিত আসছে..