সব দপ্তরে তালা, ববির প্রশাসনিক কার্যক্রম স্থবির
Published: 6th, May 2025 GMT
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শারমিনের পদত্যাগের দাবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়ে কমপ্লিট শাটডাউন শুরু করেছেন শিক্ষার্থীরা। উপাচার্যকে পদত্যাগ করতে মঙ্গলবার সকাল ১১টা পর্যন্ত সময় বেধে দিয়েছিলেন শিক্ষার্থীরা। তিনি পদত্যাগ না করায় দুপুর ১২টার দিকে উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষের কক্ষে তালা দেওয়া হয়। একইসঙ্গে শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউনে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম অচল হয়ে পড়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তালা দেওয়ার সময় উপাচার্য তার দপ্তরে ছিলেন না। উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ শিক্ষার্থীদের চাপের মুখে দপ্তর থেকে বের হলে তালা দেন শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীরা মৃত প্রশাসনের প্রতীকী কফিন নিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন।
আন্দোলনকারী শিক্ষার্থী আশিক আহমেদ বলেন, ‘উপাচার্য ড.
এ দিকে প্রশাসনিক ভবনে তালা দেওয়ার আগাম খবরে গতকাল সোমবার উপাচার্য গুরুত্বপূর্ণ কয়েকজন কর্মকর্তাকে ঢাকায় ডেকে নেন এবং সেখানে একটি রেস্ট হাউজে অফিস করছেন বলে জানা গেছে। উপাচার্যের ব্যক্তিগত কর্মকর্তা মিজানুর রহমান, উপাচার্য দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার হাফিজুর রহমান, রেজিস্ট্রার কার্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. সোলায়মানসহ অর্থ এবং পরিকল্পনা দপ্তরের দুজন কর্মকর্তা ঢাকায় গেছেন বলে খবর পাওয়া গেছে।
বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রভাষক মুস্তাকিম রহমান বলেন, ‘আমার বিভাগের একটি ব্যাচ সব ক্লাস শেষ করে ৩ মাস ধরে অপেক্ষায় আছে উপাচার্যের একটি স্বাক্ষরের আশায়। যে উপাচার্য ৩ মাসে একটা স্বাক্ষর দিতে সময় পান না, সেই ভিসিকে প্রতিষ্ঠানে প্রয়োজন কতটুকু?’ তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ছাত্ররা প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে দিয়েছে। আর ভিসি ঢাকায় রেস্ট হাউজে বসে বিশ্ববিদ্যালয় চালাচ্ছেন। কর্মকর্তাদের ঢাকায় ডেকে নিয়ে যাচ্ছেন। আমাদের ভিসি মাসের ২৫ দিনই ঢাকায় থাকেন। যে কারণে প্রশাসনিক, একাডেমিক কার্যক্রম ৯ মাস স্থবির হয়ে পড়েছে।’
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মামুন অর রশিদ বলেন, ‘ছাত্রদের আন্দোলনের কারণে আমি এবং উপউপাচার্য কার্যালয় থেকে বের হয়ে যাই। আমার জানা মতে, উপাচার্য ক্যাম্পাসে নেয়।’
এ বিষয়ে জানতে ববি উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শারমিনের মোবাইল ফোনে কল করা হলেও তিনি তা রিসিভ করেননি। উপউপাচার্য প্রফেসর ড. গোলাম রব্বানী এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি।
উল্লেখ্য, চার দফা দাবিতে গত ২১ এপ্রিল থেকে শিক্ষার্থীরা আন্দোলন করছেন। সোমবার তারা উপাচার্যের পদত্যাগের একদফা ঘোষণা করেন।
উৎস: Samakal
কীওয়ার্ড: উপ চ র য পদত য গ কর মকর ত উপ চ র য পদত য গ
এছাড়াও পড়ুন:
ডিভাইসে আইপি রেটিং কী সুবিধা দেয়
সময়োপযোগী গ্রাহক চাহিদা পূরণে সব ধরনের প্রযুক্তি ব্র্যান্ড স্মার্টফোনে নিত্যনতুন ফিচার ও আধুনিকতা যুক্ত করছে। দীর্ঘস্থায়িত্ব আর টেকসই নিশ্চয়তা দিতে যুক্ত করা হচ্ছে এসব প্রযুক্তি। ফ্যাশন ও দৃষ্টিনন্দন অবয়বে গুরুত্ব পাচ্ছে ফোনের রং ও অন্যসব বাহ্যিক ডিজাইন। নির্মাতারা বলছে, এসব শর্ত পূরণ করে বাংলাদেশে নতুন স্মার্টফোন মডেল সি৭৫এক্স উন্মোচন করেছে প্রযুক্তি ব্র্যান্ড রিয়েলমি। আর্মরশেল প্রটেশনযুক্ত ড্যামেজ-প্রুফ ফিচার ফোন এটি। সাশ্রয়ী বাজেটের মডেল দিয়ে করা যাবে আন্ডারওয়াটার ফটোগ্রাফি।
আইপি রেটিং
মডেলটি পানি, ধুলা ও হুট করে পড়ে গেলে সুরক্ষা পায়। আইপি৬৯, আইপি৬৮, আইপি৬৬ রেটিং ও মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্স সার্টিফাইড মডেল এটি। মূলত আইপি৬৬ পানির শক্তিশালী জেটের বিরুদ্ধে, আইপি৬৮ পানির নিচে আর আইপি৬৯ হাই- প্রেশার, হাই- টেম্পারেচার পানির জেটের বিরুদ্ধে ডিভাইসের সুরক্ষা দেয়।
সার্টিফিকেশন তত্ত্ব বলছে, মডেলটি ০.৫ মিটার পানির নিচে ১০ দিন পর্যন্ত সম্পূর্ণ অক্ষত থাকে। তা ছাড়া ২.৫ মিটারে ১২ ঘণ্টা, ২ মিটারে ১ ঘণ্টা আর ১.৫ মিটার পানির নিচে ৩০ মিনিট ডুবে থাকাসহ উচ্চচাপের পানি স্প্রে, ৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গরম পানির স্প্রেতে সক্রিয় থাকে। দুর্ঘটনায় পানিতে পড়ে যাওয়া, বৃষ্টিতে ভেজা বা অ্যাডভেঞ্চারের মতো পরিস্থিতিতে ডিভাইস সচল থাকে।
ক্যামেয়ার ফ্লিকার লেন্স
মডেলে রয়েছে ৫০ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ও পেছনের প্যানেলে ফ্লিকার লেন্স। একে অক্সিলারি লেন্স বলে। ফ্লিকার বা অক্সিলারি লেন্সের প্রধান কাজ হলো আলোর ফ্রিকোয়েন্সি শনাক্ত করা, যা ছবি তোলার সময় গ্লেয়ার কমাতে সহায়তা করে। অন্যদিকে পেছনের প্যানেলে সৌন্দর্য বাড়াতে রাখা হয়েছে বাম্প। পুরোপুরি বন্ধ রাখা বাম্পটি সেন্সর এরিয়া হিসেবেও কাজ করে। বাম্পে দুবার টাচ করলে কিউআর কোড স্ক্যান করা যাবে। রয়েছে
৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
ব্যাটারি ৫৬০০ মিলিঅ্যাম্পিয়ার, সঙ্গে রয়েছে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। ৫ মিনিটের চার্জে কথা বলা যায় তিন ঘণ্টা। পূর্ণ চাজে সাত ঘণ্টা টানা গেমিং, ১৩.২ ঘণ্টা ধারাবাহিক ইউটিউব ভিডিও প্লে আর স্ট্যান্ডবাই থাকবে ২৪ ঘণ্টা। ডিভাইস ফিচারে গুগল জেমিনি চ্যাটবট, যা গ্রাহকের প্রশ্নোত্তর, দ্রুত কিছুর অনুসন্ধান আর সব অ্যাপের মধ্যে নির্বিঘ্ন এআই স্মার্ট লুপ, এআই ইমেজ এডিটিং, অর্থাৎ ব্লারি বা ঘোলা ছবিকে স্পষ্ট করা সুবিধা দেবে। র্যাম ৬ জিবি আর স্টোরেজ ১২৮ জিবি।