রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভার একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে ৪৮ ঘণ্টা ধরে তালা ঝুলছে। অফিসকক্ষে তাঁর বসার চেয়ার ঝুলছে বিদ্যালয়ের পাশে থাকা একটি আমগাছে। প্রধান শিক্ষক নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত বলে জানিয়েছেন।

বিদ্যালয়ের কমিটি নিয়ে বিরোধ চলছে। এর জেরে বিএনপির দুই পক্ষের দ্বন্দ্বে এ ঘটনা ঘটেছে বলে দলীয় সূত্রে জানা গেছে। এ ঘটনায় প্রধান শিক্ষক থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

প্রধান শিক্ষক মোসা.

মঞ্জু মনোয়ারার দাবি, গত মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে নওহাটা পৌরসভার বাগধানী উচ্চবিদ্যালয়ে তাঁকে টেনেহিঁচড়ে বের করে তালা দেওয়া হয়। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা তাঁকে মারধরও করেছেন। এ ঘটনায় তাঁর চেয়ার পাশেই একটি পুকুরে ফেলে দেওয়া হয়। তবে আজ সেই চেয়ার বিদ্যালয়ের পাশে একটি আমগাছে ঝুলিয়ে রেখেছে কে বা কারা। প্লাস্টিকের দড়ি দিয়ে চেয়ারটি বেঁধে রাখা হয়েছে।

আজ বৃহস্পতিবার প্রধান শিক্ষক বলেন, ‘আজ সকালে বিদ্যালয়ে এসে দেখি, তালা দেওয়াই আছে। চেয়ারটি ভাঙচুর করে পুকুরে ফেলা হয়েছিল। আজকে চেয়ারটি খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে নৈশপ্রহরীকে জিজ্ঞাসা করলে জানান, তিনি সকাল থেকে চেয়ারটি আমগাছে ঝুলতে দেখছেন। রাতে কারা এটা করেছে, তিনি এটা জানেন না।’ ওই প্রধান শিক্ষক আরও বলেন, এই চেয়ার আমগাছে যারা ঝুলিয়েছে, তারা হয়তো একটি বার্তা দিতে চাইছে। তিনি ভয়ে ও শঙ্কায় আছেন। এখন পর্যন্ত কেউ তাঁর বিদ্যালয়ে আসেননি।

রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভার বাগধানী উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষকের কক্ষে এখনো ঝুলছে তালা

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আমগ ছ

এছাড়াও পড়ুন:

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় এনজেটিজেএ’র নিন্দা

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু বিচার দাবী করেছে নারায়ণগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন।

নারায়ণগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের (এনজেটিজেএ) সভাপতি নাফিজ আশরাফ ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।

সেই সাথে সাংবাদিক তুহিনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। 

বিবৃতিতে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের পক্ষ থেকে তুহিনকে হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার দ্রুত বিচার আইনে এ হত্যার বিচার দাবী করে বলেন, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, প্রকাশ্যে একজন গণমাধ্যমকর্মীকে এভাবে কুপিয়ে হত্যার ঘটনায় পুরো সাংবাদিক সমাজ হুমকি ও নিরাপত্তাহীনতায় পড়েছে।

গত ৭ আগস্ট রাতে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে হত্যাকাণ্ডের শিকার হন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন।

সন্ত্রাসীদের হামলায় নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।
 

সম্পর্কিত নিবন্ধ