মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিষপানের পাঁচ দিন পর চিকিৎসাধীন অবস্থায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (৯ আগস্ট) রাজধানীর নিউ লাইফ ও ম্যাক্সএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- দেলোয়ার হোসেন (২৫) ও তার স্ত্রী রাখি আক্তার (১৮)। সিরাজদিখান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘‘শনিবার সকালে রাজধানীর দুই বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর মধ্যে, দেলোয়ার সকাল সাড়ে ৯টার দিকে এবং রাখি ১০টার দিকে মারা যান। নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। রবিবার মরদেহের ময়নাতদন্ত করা হবে।’’

আরো পড়ুন:

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

গোপালগঞ্জের পুকুরে ভাই-বোনের মৃত্যু

নিহত দেলোয়ার উপজেলার চরকুন্দলিয়া গ্রামের বারেক মিয়ার ছেলে, রাখি একই গ্রামের রশিদের মেয়ে। প্রায় ছয় বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। এই দম্পতির দুই ছেলে সন্তান রয়েছে।

স্থানীয়রা জানান, গত ৪ আগস্ট সন্ধ্যায় পারিবারিক কলহের জেরে প্রথমে রাখি বিষপান করেন। পরে একই বোতলের অবশিষ্ট বিষ পান করেন দেলোয়ার। পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে প্রথমে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য রাখিকে নিউ লাইফ এবং দেলোয়ারকে ম্যাক্সএইড হাসপাতালে স্থানান্তর করা হয়।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.

আবু বক্কর সিদ্দিক বলেন, ‘‘প্রাথমিকভাবে মনে হচ্ছে, পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রী বিষপান করেছেন। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/রতন/রাজীব

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

এক বোতলের বিষে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিষপানের পাঁচ দিন পর চিকিৎসাধীন অবস্থায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (৯ আগস্ট) রাজধানীর নিউ লাইফ ও ম্যাক্সএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- দেলোয়ার হোসেন (২৫) ও তার স্ত্রী রাখি আক্তার (১৮)। সিরাজদিখান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘‘শনিবার সকালে রাজধানীর দুই বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর মধ্যে, দেলোয়ার সকাল সাড়ে ৯টার দিকে এবং রাখি ১০টার দিকে মারা যান। নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। রবিবার মরদেহের ময়নাতদন্ত করা হবে।’’

আরো পড়ুন:

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

গোপালগঞ্জের পুকুরে ভাই-বোনের মৃত্যু

নিহত দেলোয়ার উপজেলার চরকুন্দলিয়া গ্রামের বারেক মিয়ার ছেলে, রাখি একই গ্রামের রশিদের মেয়ে। প্রায় ছয় বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। এই দম্পতির দুই ছেলে সন্তান রয়েছে।

স্থানীয়রা জানান, গত ৪ আগস্ট সন্ধ্যায় পারিবারিক কলহের জেরে প্রথমে রাখি বিষপান করেন। পরে একই বোতলের অবশিষ্ট বিষ পান করেন দেলোয়ার। পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে প্রথমে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য রাখিকে নিউ লাইফ এবং দেলোয়ারকে ম্যাক্সএইড হাসপাতালে স্থানান্তর করা হয়।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বক্কর সিদ্দিক বলেন, ‘‘প্রাথমিকভাবে মনে হচ্ছে, পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রী বিষপান করেছেন। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/রতন/রাজীব

সম্পর্কিত নিবন্ধ