তাপমাত্রা আজ কমতে পারে সামান্য, কাল কিছু এলাকায় বৃষ্টির পূর্বাভাস
Published: 11th, May 2025 GMT
দেশের বড় অংশজুড়ে আজ রোববারও বয়ে যেতে পারে তাপপ্রবাহ। তবে তাপমাত্রা সামান্য কমতে পারে কোনো কোনো স্থানে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামীকাল সোমবার দেশের উত্তর ও উত্তর–পূর্ব দিকের কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে। তবে আগামী মঙ্গলবার থেকে বৃষ্টির পরিধি বাড়তে পারে—এমনটাই জানিয়েছেন আবহাওয়াবিদেরা।
আজ সকাল থেকেই রাজধানীসহ দেশের অধিকাংশ জায়গায় তীব্র গরম পড়েছে। রাজধানীতে সকাল ৯টার দিকে তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো.
গতকাল রোববার তাপ ছড়িয়ে পড়ে দেশের ৬২ জেলায়। আগের দিনের চেয়ে গতকাল বেড়েছে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহের এলাকাও। আবহাওয়া অধিদপ্তরের সূত্র বলছে, আজও দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
সিলেট ও সুনামগঞ্জ বাদ দিয়ে গতকাল দেশের ৬২টি জেলায় মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যায়। এর মধ্যে গতকাল চুয়াডাঙ্গায় এ বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২ ডিগ্রি সেলসিয়াস। আর রাজধানীতে তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এটিও ছিল এ বছরের সর্বোচ্চ তাপমাত্রা।
দীর্ঘ সময় ধরে দিনে সূর্যের তাপ, বাতাসের কম গতিবেগ, দক্ষিণ থেকে আসা জলীয় বাষ্পের কমতি, বৃষ্টি না থাকা—এসব কারণেই তাপপ্রবাহ এমন বেড়ে গেছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদেরা। আর হঠাৎ তাপমাত্রা বেড়ে যাওয়ায় বেড়ে গেছে রোগও।
এমন পরিস্থিতিতে বৃষ্টির কিছুটা সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অফিস। তবে তা আগামীকাল হতে পারে।
আবহাওয়াবিদ মো. ওমর ফারক বলেন, আগামীকাল উত্তরের রংপুর, ময়মনসিংহ এবং উত্তর–পূর্বের সিলেটের কিছু কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবান আছে। তবে মঙ্গলবার থেকে বৃষ্টি খানিকটা বাড়তে পারে।
গতকাল অন্তত ৭ জেলায় তীব্র তাপপ্রবাহ বয়ে যায়। আগের দিন শুক্রবার শুধু রাজশাহী ও চুয়াডাঙ্গাতেই তীব্র তাপপ্রবাহ ছিল। গতকাল চুয়াডাঙ্গা ছাড়াও রাজশাহী, ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, সিরাজগঞ্জ ও যশোর জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যায়।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: গতক ল
এছাড়াও পড়ুন:
পুতিনের সঙ্গে বৈঠক করতে তুরস্ক যাচ্ছেন জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি যুদ্ধের অবসানের বিষয়ে আলোচনার জন্য বৃহস্পতিবার (১৫ মে) ইস্তাম্বুলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ‘ব্যক্তিগতভাবে’ দেখা করতে প্রস্তুত।
ডোনাল্ড ট্রাম্প তুরস্কে দুই দেশের মধ্যে সরাসরি আলোচনার জন্য পুতিনের প্রস্তাবে ইউক্রেনকে সম্মত হতে বলার কিছুক্ষণ পরেই এক্সে এক পোস্টে জেলেনস্কি একথা বলেন।
তিনি বলেন, “হত্যাকাণ্ড দীর্ঘায়িত করার কোনো অর্থ নেই। আমি বৃহস্পতিবার তুর্কিতে পুতিনের জন্য অপেক্ষা করব। ব্যক্তিগতভাবে”।
আরো পড়ুন:
রাশিয়ার সঙ্গে সরাসরি বসতে প্রস্তুত ইউক্রেন: জেলেনস্কি
কিয়েভের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব পুতিনের
তবে এর আগে জেলেনস্কি বলেছিলেন, তার দেশ রাশিয়ার সঙ্গে আলোচনার জন্য উন্মুক্ত, তবে কেবল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরেই।
শনিবার ফ্রান্স, জার্মানি, পোল্যান্ড এবং যুক্তরাজ্যের নেতারা ইউক্রেনে বৈঠকের পর সোমবার থেকে রাশিয়াকে নিঃশর্ত ৩০ দিনের যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিলেন। অন্যথায় নতুন নিষেধাজ্ঞার হুমকি দিয়েছিলেন।
এরপর রুশ প্রেসিডেন্ট পুতিন আগামী ১৫ মে তুরস্কে কিয়েভের সঙ্গে সরাসরি আলোচনায় বসার প্রস্তাব দেন।
রবিবার ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেন, “ইউক্রেনের ‘অবিলম্বে’ এই বিষয়ে সম্মত হওয়া উচিত এবং এটি যুদ্ধের অবসানের কোনো উপায় আছে কিনা তা স্পষ্ট করে দেবে।”
তিনি আরো বলেন, “অন্তত তারা (ইউক্রেন) নির্ধারণ করতে সক্ষম হবে যে কোনো চুক্তি সম্ভব কিনা এবং যদি তা না হয়, তবে ইউরোপীয় নেতারা এবং মার্কিন যুক্তরাষ্ট্র, সবকিছু কোথায় দাঁড়িয়েছে তা জানতে পারবে এবং সেই অনুযায়ী এগিয়ে যেতে পারবে।
জেলেনস্কিকে উদ্দেশ্যে করে ট্রাম্প আরো বলেন, “এখনই বৈঠক করুন!”
ঢাকা/ফিরোজ