চলতি সপ্তাহে সংযুক্ত আরব আমিরাত সফরে যাবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর সফরের আগে দেশটির কাছে ১৪০ কোটি ডলারের সমরাস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মার্কিন কর্মকর্তারা গতকাল সোমবার এ খবর জানিয়ে বলেন, সমরাস্ত্রের মধ্যে সামরিক উড়োজাহাজও রয়েছে।

এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিক-সামরিকবিষয়ক ব্যুরোর কর্মকর্তারা বলেন, উপসাগরীয় দেশটির কাছে যেসব অস্ত্র বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে, তার মধ্যে ১৩২ কোটি ডলারে ৬টি সিএইচ-৪৭এফ চিনুক হেলিকপ্টার ও অন্যান্য সরঞ্জাম রয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এটি সহায়ক হবে বলেও জানান তাঁরা।

ওই কর্মকর্তারা আরও বলেন, ‘সংযুক্ত আরব আমিরাত এসব সম্পদ তাদের অনুসন্ধান ও উদ্ধার অভিযান, দুর্যোগকালীন সহায়তা, মানবিক কার্যক্রম এবং সন্ত্রাসবিরোধী অভিযানে ব্যবহার করবে।’

মধ্যপ্রাচ্যে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় ও অর্থনৈতিক অগ্রগতি অব্যাহত রাখতে আরব আমিরাতকে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশীদার বলেও উল্লেখ করেন এই কর্মকর্তারা।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আজ মঙ্গলবার থেকে তেলসমৃদ্ধ দেশ সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর শুরু করেছেন। সফরে তিনি ফিলিস্তিনের গাজা এবং ইরান নিয়েও আলোচনা করবেন। প্রতিরক্ষা ও বিমান চলাচল থেকে শুরু করে জ্বালানি ও কৃত্রিম বুদ্ধিমত্তা পর্যন্ত বিভিন্ন খাতে সম্ভাব্য বড় ব্যবসায়িক চুক্তিও এ সফরের আলোচনায় থাকতে পারে।

আজ মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ তিন দেশ সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর শুরু করেছেন। সফরে তিনি ফিলিস্তিনের গাজা ও ইরান বিষয়েও আলোচনা করবেন। প্রতিরক্ষা ও বিমান চলাচল থেকে শুরু করে জ্বালানি ও কৃত্রিম বুদ্ধিমত্তা পর্যন্ত বিভিন্ন খাতে সম্ভাব্য বড় ব্যবসায়িক চুক্তিও এ সফরের আলোচনায় থাকতে পারে।

হেলিকপ্টারের পাশাপাশি, এফ-১৬ যুদ্ধবিমানের যন্ত্রাংশ বিক্রির জন্য ১৩ কোটি ডলারের আরেকটি চুক্তিও মার্কিন পররাষ্ট্র দপ্তরের অনুমোদন পেতে যাচ্ছে।

আরও পড়ুনইসরায়েলে মার্কিন অস্ত্র বিক্রি ঠেকানোর চেষ্টা সিনেটে ব্যর্থ২১ নভেম্বর ২০২৪

এক পৃথক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা বলেছেন, এফ-১৬ যুদ্ধবিমানের যন্ত্রাংশ সংযুক্ত আরব আমিরাতের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষার সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে এবং দেশটির জাতীয় প্রতিরক্ষা চাহিদা পূরণে ভূমিকা রাখবে।

এই অস্ত্র বিক্রির প্রস্তাবে আপত্তি জানাতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের হাতে ৩০ দিন সময় আছে।

আরও পড়ুনসৌদিতে আক্রমণাত্মক অস্ত্র বিক্রির নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র১০ আগস্ট ২০২৪.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: কর মকর ত র পরর ষ ট র

এছাড়াও পড়ুন:

বাংলাদেশ সিরিজকে সামনে রেখে নতুন কোচ নিয়োগ দিলো পাকিস্তান

নতুন যাত্রায় নামছে পাকিস্তানের সাদা বলের ক্রিকেট। অনিয়ম, অভিজ্ঞতা আর ব্যর্থতার দোলাচলে দিশেহারা হয়ে এবার সামনে এগিয়ে যেতে চাইছে তারা। আর সেই পথের সঙ্গী হিসেবে বেছে নেওয়া হয়েছে নিউ জিল্যান্ডের অভিজ্ঞ কোচ মাইক হেসনকে। চলতি মাসের ২৬ তারিখ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে শুরু করবেন পাকিস্তান জাতীয় দলের কোচিং অধ্যায়। ঘরের মাঠে বাংলাদেশ সিরিজ দিয়েই শুরু হবে তার এই নতুন মিশন।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মোহসিন নাকভি এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ভবিষ্যতের লক্ষ্য সামনে রেখে তারা এমন একজনকে চেয়েছেন যিনি অভিজ্ঞ এবং সফল। হেসন সেই মানদণ্ডে পুরোপুরি উত্তীর্ণ। শুধু জাতীয় দলই নয়, ভবিষ্যৎ প্রতিভা তৈরির দায়িত্বও নতুন করে সাজাচ্ছে বোর্ড। হাই পারফরম্যান্স ইউনিটের পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে এক সময়ের গতি দানব আকিব জাভেদকে।

দুজনকেই বেছে নেওয়া হয়েছে বহু প্রার্থী থেকে। দীর্ঘ যাচাই-বাছাই শেষে বোর্ডের এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।

আরো পড়ুন:

যুদ্ধবিরতিতে রাজি হওয়ায় ভারত-পাকিস্তানকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

ভারতে ইউটিউবে বন্ধ যমুনাসহ বাংলাদেশি চার টিভি চ্যানেল

মাইক হেসনের কোচিং ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। নিউ জিল্যান্ডের ডাগআউটে থেকেই তিনি দলকে পৌঁছে দিয়েছিলেন ২০১৫ বিশ্বকাপের ফাইনালে। এছাড়া, কেনিয়া জাতীয় দল ও পিএসএলের ইসলামাবাদ ইউনাইটেডের সাথেও কাজ করেছেন তিনি।

এবার তার সামনে বড় চ্যালেঞ্জ বিশ্বমঞ্চে আবারও পাকিস্তানকে শক্ত প্রতিপক্ষ হিসেবে গড়ে তোলা। বিশেষ করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে। অন্যদিকে, আকিব জাভেদ হাই পারফরম্যান্স ইউনিটে তরুণদের তৈরি করবেন আন্তর্জাতিক চ্যালেঞ্জের জন্য।

সব মিলিয়ে পাকিস্তান ক্রিকেটে যেন শুরু হতে যাচ্ছে এক নতুন অধ্যায়—যেখানে প্রত্যাশা, পরিকল্পনা আর অভিজ্ঞতার ছোঁয়ায় বদলে যেতে পারে তাদের সাদা বলের ভবিষ্যৎ।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ