চলতি সপ্তাহে সংযুক্ত আরব আমিরাত সফরে যাবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর সফরের আগে দেশটির কাছে ১৪০ কোটি ডলারের সমরাস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মার্কিন কর্মকর্তারা গতকাল সোমবার এ খবর জানিয়ে বলেন, সমরাস্ত্রের মধ্যে সামরিক উড়োজাহাজও রয়েছে।

এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিক-সামরিকবিষয়ক ব্যুরোর কর্মকর্তারা বলেন, উপসাগরীয় দেশটির কাছে যেসব অস্ত্র বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে, তার মধ্যে ১৩২ কোটি ডলারে ৬টি সিএইচ-৪৭এফ চিনুক হেলিকপ্টার ও অন্যান্য সরঞ্জাম রয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এটি সহায়ক হবে বলেও জানান তাঁরা।

ওই কর্মকর্তারা আরও বলেন, ‘সংযুক্ত আরব আমিরাত এসব সম্পদ তাদের অনুসন্ধান ও উদ্ধার অভিযান, দুর্যোগকালীন সহায়তা, মানবিক কার্যক্রম এবং সন্ত্রাসবিরোধী অভিযানে ব্যবহার করবে।’

মধ্যপ্রাচ্যে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় ও অর্থনৈতিক অগ্রগতি অব্যাহত রাখতে আরব আমিরাতকে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশীদার বলেও উল্লেখ করেন এই কর্মকর্তারা।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আজ মঙ্গলবার থেকে তেলসমৃদ্ধ দেশ সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর শুরু করেছেন। সফরে তিনি ফিলিস্তিনের গাজা এবং ইরান নিয়েও আলোচনা করবেন। প্রতিরক্ষা ও বিমান চলাচল থেকে শুরু করে জ্বালানি ও কৃত্রিম বুদ্ধিমত্তা পর্যন্ত বিভিন্ন খাতে সম্ভাব্য বড় ব্যবসায়িক চুক্তিও এ সফরের আলোচনায় থাকতে পারে।

আজ মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ তিন দেশ সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর শুরু করেছেন। সফরে তিনি ফিলিস্তিনের গাজা ও ইরান বিষয়েও আলোচনা করবেন। প্রতিরক্ষা ও বিমান চলাচল থেকে শুরু করে জ্বালানি ও কৃত্রিম বুদ্ধিমত্তা পর্যন্ত বিভিন্ন খাতে সম্ভাব্য বড় ব্যবসায়িক চুক্তিও এ সফরের আলোচনায় থাকতে পারে।

হেলিকপ্টারের পাশাপাশি, এফ-১৬ যুদ্ধবিমানের যন্ত্রাংশ বিক্রির জন্য ১৩ কোটি ডলারের আরেকটি চুক্তিও মার্কিন পররাষ্ট্র দপ্তরের অনুমোদন পেতে যাচ্ছে।

আরও পড়ুনইসরায়েলে মার্কিন অস্ত্র বিক্রি ঠেকানোর চেষ্টা সিনেটে ব্যর্থ২১ নভেম্বর ২০২৪

এক পৃথক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা বলেছেন, এফ-১৬ যুদ্ধবিমানের যন্ত্রাংশ সংযুক্ত আরব আমিরাতের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষার সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে এবং দেশটির জাতীয় প্রতিরক্ষা চাহিদা পূরণে ভূমিকা রাখবে।

এই অস্ত্র বিক্রির প্রস্তাবে আপত্তি জানাতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের হাতে ৩০ দিন সময় আছে।

আরও পড়ুনসৌদিতে আক্রমণাত্মক অস্ত্র বিক্রির নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র১০ আগস্ট ২০২৪.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: কর মকর ত র পরর ষ ট র

এছাড়াও পড়ুন:

টেকনাফে পাহাড় থেকে নারী-শিশুসহ ৩৮ জনকে উদ্ধার, আটক ২ 

কক্সবাজারের টেকনাফে যৌথ অভিযান চালিয়ে মানবপাচারকারী চক্রের কবল থেকে নারী ও শিশুসহ ৩৮ জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড ও নৌবাহিনী। এ সময় আটক করা হয় দুইজনকে। 

শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।

আরো পড়ুন:

প্রতিমা বিসর্জনে নৌকাডুবি, নিখোঁজ এক শিশুর মরদেহ উদ্ধার

টেকনাফে যৌথ অভিযানে নারী-শিশুসহ ২১ জন উদ্ধার

আরো পড়ুন: টেকনাফে যৌথ অভিযানে নারী-শিশুসহ ২১ জন উদ্ধার

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন গহীন পাহাড়ি এলাকায় অভিযান চালানো হয়। এসময় পাচারকারীদের গোপন আস্তানা থেকে ১৮ জন নারী, ১২ জন পুরুষ ও আটজন শিশুসহ মোট ৩৮ জনকে উদ্ধার করা হয়।

আরো পড়ুন: টেকনাফের পাহাড় থেকে নারী-শিশুসহ উদ্ধার ৮

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, জিজ্ঞাসাবাদে ভুক্তভোগীরা জানিয়েছেন, পাচারকারীরা মুক্তিপণ আদায় এবং বিদেশে পাচারের উদ্দেশ্যে তাদের বন্দি রেখে নির্যাতন করছিল। উদ্ধারকৃত ব্যক্তিদের এবং আটককৃত পাচারকারীদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঢাকা/তারেকুর/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ