নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) গ্রীষ্মকালীন ও পবিত্র ঈদুল আযহার ছুটি সমন্বয়ের জন্য আগামী শনিবার (১৭ মে) বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়াও আগামী ২৪ মে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চলমান রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার(১৫ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের প্রশাসন শাখা থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৬৮তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরো পড়ুন:
নোবিপ্রবি ও তেখনিখ বিশ্ববিদ্যালয়ের মধ্যে চুক্তি স্বাক্ষর
নোবিপ্রবির উন্নয়নে জাইকা প্রধানের সহযোগিতা চাইলেন উপাচার্য
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পত্র এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন থেকে পাঠানো পত্রের নির্দেশনায় আগামী ১৭ ও ২৪ মে রোজ শনিবার বিশ্ববিদ্যালয়সমূহ খোলা রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে। বিষয়টি গত ১২ মে অনুষ্ঠিত নোবিপ্রবির ৬৮তম একাডেমিক কাউন্সিলে উপস্থাপন করা হয়।
সভায় এ মর্মে সুপারিশ গৃহীত হয়েছে, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের গ্রীষ্মকালীন ছুটিকে ঈদের ছুটির সঙ্গে সমন্বয় করার সময় একদিন কম হয়েছে। এ কারণে সদস্যবৃন্দ ১৭ মে বিশ্ববিদ্যালয় বন্ধ রেখে শুধু আগামী ২৪ মে বিশ্ববিদ্যালয় খোলা রাখার সুপারিশ করেন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, সদস্যদের মতামতের ভিত্তিতে আগামী ১৭ মে বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া আগামী ২৪ মে বিশ্ববিদ্যালয় যথারীতি খোলা থাকবে এবং ক্লাশ ও পরীক্ষাগুলো চলমান থাকবে।
ঢাকা/ফাহিম/মেহেদী
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
গাজীপুরের কমিশনারসহ পুলিশের গুরুত্বপূর্ণ ৩৮ পদে রদবদল
পুলিশ সদর দপ্তরের অন্যতম গুরুত্বপূর্ণ পদ ডিআইজি (প্রশাসন) পদে থাকা কাজী মো. ফজলুল করিমকে পুলিশ স্টাফ কলেজের রেক্টর হিসেবে বদলি করা হয়েছে। তবে এই পদে নতুন করে কাউকে দেওয়া হয়নি। বেশ কিছু দিন শূন্য থাকা গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. ইসরাইল হাওলাদারকে।
এছাড়া ছয়টি জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) দেওয়া হয়েছে। এর মধ্যে পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলমকে গাইবান্ধায়, দিনাজপুরের পুলিশ সুপার মো. মারুফাত হোসাইনকে ফরিদপুরে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার মো. মিজানুর রহমানকে দিনাজপুরে, হবিগঞ্জের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমানকে পাবনায়, ডিএমপির গৌতম কুমার বিশ্বাসকে হবিগঞ্জে এবং ডিএমপির মোহাম্মদ বিল্লাল হোসেনকে নীলফামারীর পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক চারটি প্রজ্ঞাপনে এসব কর্মকর্তাসহ মোট ৩৮ জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বদলির তথ্য জানানো হয়েছে।
বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে পুলিশ টেলিকমের ডিআইজি মো. রফিকুল হাসান গনিকে হাইওয়ে পুলিশে, আর্মড পুলিশ ব্যাটালিয়নের ডিআইজি মো. নজরুল ইসলামকে এবিপিএন সদর দপ্তরে, গাইবান্ধার পুলিশ সুপার নিশাত এ্যাঞ্জেলাকে পুলিশ সদর দপ্তরে, ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিলকে পিবিআইয়ে, পাবনার পুলিশ সুপার মো. মোরতোজা আলী খানকে সিআইডিতে এবং নীলফামারীর পুলিশ সুপার আবুল ফজল মহম্মদ তারিক হাসান খানকে পিবিআইয়ে বদলি করা হয়েছে।
এর বাইরে অতিরিক্ত পুলিশ সুপার থেকে অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ২৩ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।
যেসব পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে — ১.pdfডাউনলোড২.pdfডাউনলোড৩.pdfডাউনলোড৪.pdfডাউনলোড