কক্সবাজারের চকরিয়ায় সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সোয়া ১১টার দিকে উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের সুরাজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন চকরিয়া উপজেলার জিদ্দা বাজার এলাকার শহিদুল ইসলাম (৩০) এবং ফজু মিয়াজীরচর এলাকার মো. কাইছার উদ্দিন (৩১)। শহিদুল ইসলাম কক্সবাজার জেলা যুব মৈত্রীর সাধারণ সম্পাদক এবং কাইছার উদ্দিন বড় ভেওলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন।

আহত অটোরিকশাচালক এহেছানুল হক (৩৮) একই উপজেলার জিদ্দা বাজার এলাকার বাসিন্দা। তাঁকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় লোকজন বলেন, শহিদুল ও কাইছার অটোরিকশা ভাড়া করে বান্দরবানের লামা থেকে বাড়ি ফিরছিলেন। রাত সোয়া ১১টার দিকে সুরাজপুর এলাকার মো.

সরওয়ারের বাড়ির সামনে পৌঁছালে সড়কে থাকা বড় আকারের স্তূপ এড়িয়ে চলতে গিয়ে চালক অটোরিকশার নিয়ন্ত্রণ হারান। এ সময় বিপরীত দিক থেকে আসা চালবোঝাই একটি পিকআপের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই শহিদুল ও কাইছার মারা যান।

চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) নাছির উদ্দিন প্রথম আলোকে বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র এল ক র চকর য় উপজ ল

এছাড়াও পড়ুন:

ছাত্রলীগের কর্মী দিয়ে ছাত্রদলের কমিটি গঠনের অভিযোগ, বিক্ষোভ

গাজীপুরের সবচেয়ে বড় বিদ্যাপীঠ ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ। এই কলেজ শাখায় শনিবার (১৬ আগস্ট) রাতে ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে নিষিদ্ধ ছাত্রলীগের একাধিক সক্রিয় কর্মী ও বিবাহিতদের পদ দেওয়ার অভিযোগ উঠেছে। কমিটি ঘোষণার পর রাতেই কলেজের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন ছাত্রদলের পদবঞ্চিতরা। 

শনিবার রাতে গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন স্বাক্ষরিত পত্রে ৩৯ সদস্যের কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। 

পদবঞ্চিতদের অভিযোগ, কলেজ শাখা ছাত্রদলের কমিটিতে সাবেক ও নিষিদ্ধ  ছাত্রলীগের অনেক কর্মীই রয়েছে। ভাওয়াল কলেজ ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগের সদস্যরা পদ পাওয়ায় হতাশা তারা।

আরো পড়ুন:

সিকৃবিতে নিষেধাজ্ঞা অমান্য করে ছাত্রদলের কমিটি, শিক্ষার্থীদের বিক্ষোভ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়ক ব্লকেড, যান চলাচল বন্ধ

বিক্ষোভকারীরা জানান, তারা অবৈধ ও পকেট কমিটি মানবেন না। নিষিদ্ধ ছাত্রলীগ দিয়ে গঠন করা এই কমিটি মানা হবে না। তাদের কাছে কমিটিতে স্থান পাওয়া অনেকের ছবি ও ভিডিও রয়েছে, যারা ছাত্রলীগের মিছিলে নেতৃত্ব দিয়েছেন। কমিটিতে ত্যাগীদের মূল্যায়ন করা হয়নি বলেও অভিযোগ করেন তারা।

পদবঞ্চিত ছাত্রদল কর্মী আরাফাত বলেন, “ছাত্রলীগের লোকজন এখন কমিটিতে। বিগত দিনে তাদের ছাত্রলীগের মিছিলে নেতৃত্ব দিতে দেখেছি। যারা জেল খাটল, ত্যাগ শিকার করেছে, তাদেরকে এই কমিটিতে মাইনাস করা হয়েছে। আমরা এই কমিটি মানি না।” 

গাজীপুর মহানগর ছাত্রদল সভাপতি রোহানুজ্জামান শুক্কুরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি ঘুমাচ্ছি, পরে কথা বলব।”

ঢাকা/রেজাউল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ