সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করেছেন পারভেজ হোসেন ইমন। তার সেঞ্চুরিতে দল জিতেছে ২৭ রানের ব্যবধানে। দলকে জয় এনে দেওয়ার পাশাপাশি ‘আইডল’ তামিম ইকবালের পাশে বসতে পেরে আনন্দিত পারভেজ। ম্যাচশেষে জানালেন সেই অনুভূতির কথা।

টি-টোয়েন্টিতে এর আগে বাংলাদেশের একমাত্র সেঞ্চুরিয়ান ছিলেন তামিম ইকবাল। ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমানের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন তামিম। প্রায় ৯ বছর পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে তার পাশে বসেছেন পারভেজ।

তামিমের সেই সেঞ্চুরির স্মৃতি এখনো মনে আছে পারভেজের। ম্যাচশেষে কথা বলতে এসে সেটাই জানালেন এই তরুণ, ‘‘হ্যাঁ! তামিম ভাইয়ের একশটা মনে আছে। ওমানের সঙ্গে মারছিলেন। উনার সব খেলা দেখি সবসময়। তাই মনে ছিল।’’

আরো পড়ুন:

কেকেআরের বিদায়: চ্যাম্পিয়নদের পতনের পেছনের কারণগুলো

কোহলির দশম শ্রেণির মার্কশিট ভাইরাল

তামিমকে আইডল মেনেই বড় হয়েছেন পারভেজ। ৫৩ বলে ১০০ রানের ইনিংসের পর তার কথা আবারও স্মরণ করলেন। সেই সঙ্গে তার পাশে বসতে পেরে দারুণ আনন্দিত এই তরুণ। পারভেজ আরও বলেন, ‘‘আলহামদুলিল্লাহ, ভালো লাগছে—আজকে সেঞ্চুরি হয়েছে। ড্রেসিংরুমে আসার পর মনে পড়ল, তামিম ভাই প্রথম সেঞ্চুরি করেছিলেন। আমারটা দ্বিতীয়। সব মিলিয়ে ভালো লাগছে। ছোটবেলা থেকে তামিম ভাইকে ফলো করতাম, উনার খেলা দেখতাম। অনেক ভালো লাগত। উনার পরেই নামটা আমার এসেছে। আলহামদুলিল্লাহ, ভালো লাগছে।’’

ম্যাচে দারুণ দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন পারভেজ। একপ্রান্তে উইকেট পড়তে থাকায় মাথায় ছিল দলকে ভালো অবস্থানে নেওয়ার ভাবনা। যেটা করতে পেরে খুশি তিনি, ‘‘উইকেট যখন পড়ছিল, তখন নিজের ইন্টেন্ট পরিবর্তন না করার চেষ্টা করছিলাম। আমি নিজের শক্তির জায়গার জন্য অপেক্ষা করছিলাম। এটাও মাথায় ছিল যে খেলাটা বড় করতে হবে। এক পাশ থেকে উইকেট পড়ছে, তাই আমাকে ক্যারি করতে হবে। ক্যারি করার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ, শেষ পর্যন্ত করতে পেরেছি।’’

ঢাকা/রিয়াদ/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

উত্তরসূরি বাছাইয়ে অন্য কারো ‘হস্তক্ষেপ’ চলবে না: দালাই লামা

ভারতে নির্বাসিত তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা জানিয়েছেন, তার অবর্তমানে যে উত্তরসূরি বেছে নেওয়া হবে তিনি তাদের কয়েক শতাব্দী প্রাচীন প্রতিষ্ঠানের ঐতিহ্যকে বজায় রাখবেন। এ বিষয়ে সিদ্ধান্ত নেবে তার 'গাহদেন ফোড্রাং ট্রাস্ট'। এই প্রসঙ্গে অন্য কারো 'হস্তক্ষেপ' চলবে না।

এদিকে চীন তার এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে জানিয়েছে, পরবর্তী দালাই লামা বেছে নেওয়ার ক্ষেত্রে চীনের সরকারের অনুমোদন প্রয়োজন।

দালাই লামা তার ৯০ তম জন্মদিনে নিজের উত্তরসূরি সম্পর্কে কোনো সূত্র দিতে পারেন এই ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছিল। তার আগেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শত শত অনুসারীরা উত্তর ভারতের ধর্মশালায় জড়ো হয়েছেন।

অতীতে উত্তরসূরির বিষয়ে তাকে কিছুটা দ্বিধাগ্রস্ত দেখা গিয়েছিল। তবে বুধবার এই বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন তিনি।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিব্বতের নির্বাসিত সরকারের প্রধান পেনপা সেরিং জানিয়েছেন দালাই লামার সিদ্ধান্তকে তারা সর্বসম্মতিক্রমে সমর্থন করছেন। সূত্র-বিবিসি বাংলা

সম্পর্কিত নিবন্ধ