মিরপুরের শ্যামলপল্লী বস্তিতে আগুনে পুড়ল অর্ধশতাধিক ঘর
Published: 18th, May 2025 GMT
রাজধানীর মিরপুর–১৩ নম্বর সেকশনের শ্যামলপল্লী বস্তিতে অগ্নিকাণ্ডে শতাধিক বসতঘর পুড়ে গেছে। রোববার রাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে পুড়ে ছাই হয় বহু পরিবারের মাথা গোঁজার ঠাঁই।
ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম সমকালকে জানান, রাত ৭টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। এর ১৫ মিনিটের মধ্যেই মিরপুর ফায়ার স্টেশনের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে মিরপুর ফায়ার স্টেশনের আরও দুইটি ইউনিটসহ কুর্মিটোলা ও পল্লবী ফায়ার স্টেশন থেকে অতিরিক্ত চারটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। তাদের সম্মিলিত প্রচেষ্টায় রাত ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পুরোপুরি নেভানো সম্ভব হয় ১০টা ২৫ মিনিটে।
ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা তালহা বিন জসীম জানান, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস ঢাকা অঞ্চলের উপপরিচালক সালেহ উদ্দিন ঘটনাস্থলে বলেন, বস্তিটি অগ্নিদুর্ঘটনার জন্য খুবই ঝুঁকিপূর্ণ। বস্তিতে যাওয়ার রাস্তাও বাঁশ দিয়ে তৈরি। সেখানেও আগুন জ্বলছিল। ফলে রাস্তার আগুন নেভানোর পর বস্তিতে যেতে হয়েছে। ঘরগুলো বাঁশ–কাঠের মতো দাহ্য পদার্থ দিয়ে তৈরি এবং একটি ঘরের সঙ্গে আরেকটি লাগোয়া হওয়ায় আগুন দ্রুত ছড়িয়েছে। কতগুলো ঘর পুড়েছে তা নির্দিষ্ট করে বলতে সময় লাগবে। তবে সংখ্যাটি একশ’র মতো বলে জানান তিনি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: আগ ন বস ত আগ ন ন ইউন ট
এছাড়াও পড়ুন:
চার ধাপে বানান আম-নারকেলের পুডিং
এই আমের মৌসুমে চাইলেই বানিয়ে নিতে পারেন আম-নারকেলের মজাদার পুডিং। অল্প সময়ে বানিয়ে নেওয়া যায় এই পদ। জেনে নিন রেসিপি।
উপকরণ
পাকা আম (ছোট টুকরা): দেড় কাপ চিনি- স্বাদ মতো
আরো পড়ুন:
দুই ধাপে বানান কাঁঠালের কেক
ভোজনরসিকদের জন্য তৈরি হচ্ছে ভাসমান রেস্টুরেন্ট
আগার আগার: ২ টেবিল চামচ
নারকেলের ঘন দুধ: ২০০ মিলি
প্রথম ধাপ: প্রথমে আমের টুকরোগুলো পরিমাণমতো চিনিসহ মিহি ব্লেন্ড করে নিন।
দ্বিতীয় ধাপ: একটি প্যানে ১/৩ কাপ পানি ও আগার আগার কুচি করে দিয়ে দিন। চুলা লো মিডিয়াম আঁচে রেখে পুরোপুরি গলিয়ে নিন আগার আগার। মিশ্রণ তৈরি হয়ে গেছে আমের মিশ্রণের পাত্রে ঢেলে।
তৃতীয় ধাপ: এ পর্যায়ে দুধ মিশিয়ে আবার ব্লেন্ড করুন।
চতুর্থ ধাপ: যে পাত্রে পুডিং জমাতে চান সেই পাত্রে ঢেলে চামচের সাহায্যে মসৃণ করে দিন ওপরের অংশ। সবশেষে পাত্রটি ঢেকে ফ্রিজে রেখে দিন ৫ থেকে ৬ ঘণ্টা।
পরিবেশনের জন্য প্রস্তুত মজাদার ম্যাংগো পুডিং।
ঢাকা/লিপি