মিরপুরের শ্যামলপল্লী বস্তিতে আগুনে পুড়ল অর্ধশতাধিক ঘর
Published: 18th, May 2025 GMT
রাজধানীর মিরপুর–১৩ নম্বর সেকশনের শ্যামলপল্লী বস্তিতে অগ্নিকাণ্ডে শতাধিক বসতঘর পুড়ে গেছে। রোববার রাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে পুড়ে ছাই হয় বহু পরিবারের মাথা গোঁজার ঠাঁই।
ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম সমকালকে জানান, রাত ৭টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। এর ১৫ মিনিটের মধ্যেই মিরপুর ফায়ার স্টেশনের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে মিরপুর ফায়ার স্টেশনের আরও দুইটি ইউনিটসহ কুর্মিটোলা ও পল্লবী ফায়ার স্টেশন থেকে অতিরিক্ত চারটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। তাদের সম্মিলিত প্রচেষ্টায় রাত ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পুরোপুরি নেভানো সম্ভব হয় ১০টা ২৫ মিনিটে।
ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা তালহা বিন জসীম জানান, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস ঢাকা অঞ্চলের উপপরিচালক সালেহ উদ্দিন ঘটনাস্থলে বলেন, বস্তিটি অগ্নিদুর্ঘটনার জন্য খুবই ঝুঁকিপূর্ণ। বস্তিতে যাওয়ার রাস্তাও বাঁশ দিয়ে তৈরি। সেখানেও আগুন জ্বলছিল। ফলে রাস্তার আগুন নেভানোর পর বস্তিতে যেতে হয়েছে। ঘরগুলো বাঁশ–কাঠের মতো দাহ্য পদার্থ দিয়ে তৈরি এবং একটি ঘরের সঙ্গে আরেকটি লাগোয়া হওয়ায় আগুন দ্রুত ছড়িয়েছে। কতগুলো ঘর পুড়েছে তা নির্দিষ্ট করে বলতে সময় লাগবে। তবে সংখ্যাটি একশ’র মতো বলে জানান তিনি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: আগ ন বস ত আগ ন ন ইউন ট
এছাড়াও পড়ুন:
ছাত্রলীগের কর্মী দিয়ে ছাত্রদলের কমিটি গঠনের অভিযোগ, বিক্ষোভ
গাজীপুরের সবচেয়ে বড় বিদ্যাপীঠ ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ। এই কলেজ শাখায় শনিবার (১৬ আগস্ট) রাতে ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে নিষিদ্ধ ছাত্রলীগের একাধিক সক্রিয় কর্মী ও বিবাহিতদের পদ দেওয়ার অভিযোগ উঠেছে। কমিটি ঘোষণার পর রাতেই কলেজের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন ছাত্রদলের পদবঞ্চিতরা।
শনিবার রাতে গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন স্বাক্ষরিত পত্রে ৩৯ সদস্যের কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
পদবঞ্চিতদের অভিযোগ, কলেজ শাখা ছাত্রদলের কমিটিতে সাবেক ও নিষিদ্ধ ছাত্রলীগের অনেক কর্মীই রয়েছে। ভাওয়াল কলেজ ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগের সদস্যরা পদ পাওয়ায় হতাশা তারা।
আরো পড়ুন:
সিকৃবিতে নিষেধাজ্ঞা অমান্য করে ছাত্রদলের কমিটি, শিক্ষার্থীদের বিক্ষোভ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়ক ব্লকেড, যান চলাচল বন্ধ
বিক্ষোভকারীরা জানান, তারা অবৈধ ও পকেট কমিটি মানবেন না। নিষিদ্ধ ছাত্রলীগ দিয়ে গঠন করা এই কমিটি মানা হবে না। তাদের কাছে কমিটিতে স্থান পাওয়া অনেকের ছবি ও ভিডিও রয়েছে, যারা ছাত্রলীগের মিছিলে নেতৃত্ব দিয়েছেন। কমিটিতে ত্যাগীদের মূল্যায়ন করা হয়নি বলেও অভিযোগ করেন তারা।
পদবঞ্চিত ছাত্রদল কর্মী আরাফাত বলেন, “ছাত্রলীগের লোকজন এখন কমিটিতে। বিগত দিনে তাদের ছাত্রলীগের মিছিলে নেতৃত্ব দিতে দেখেছি। যারা জেল খাটল, ত্যাগ শিকার করেছে, তাদেরকে এই কমিটিতে মাইনাস করা হয়েছে। আমরা এই কমিটি মানি না।”
গাজীপুর মহানগর ছাত্রদল সভাপতি রোহানুজ্জামান শুক্কুরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি ঘুমাচ্ছি, পরে কথা বলব।”
ঢাকা/রেজাউল/মাসুদ