দিল্লির হারের দিনেও বল হাতে উজ্জ্বল মুস্তাফিজ
Published: 18th, May 2025 GMT
বাংলাদেশ দলের হয়ে আগের রাতে শারজাহতে ম্যাচ জয়ে ভূমিকা রেখেছিলেন মুস্তাফিজুর রহমান। এর ২৪ ঘণ্টার মাথায় নামলেন আইপিএলের মঞ্চে, দিল্লি ক্যাপিটালসের হয়ে। গুজরাট টাইটান্সের বিপক্ষে বড় ব্যবধানে হেরে গেলেও মুস্তাফিজ ছিলেন নিজের চেনা ছন্দে। প্রথম দুই ওভারে মাত্র ১৩ রান খরচ করেন, পরে আরেকটি ওভারে দিলেন ১১ রান। তবে দলীয় ব্যর্থতায় দিল্লিকে হারতে হয় ১০ উইকেটের ব্যবধানে।
২০০ রানের লক্ষ্য তাড়ায় গুজরাটের ব্যাটিং শুরুটা ছিল আগ্রাসী। মাত্র তিন ওভারেই তুলে ফেলে ৪৩ রান। তখনই আক্রমণে আসেন মুস্তাফিজ। প্রথম ওভারেই দেন মাত্র ৬ রান, কোনো বাউন্ডারি হজম না করেই। দ্বিতীয় ওভারে একটি বাউন্ডারি খেলেও রান দেন কেবল ৭। চতুর্থ ওভারে এসেও ছিলেন নিয়ন্ত্রিত, দেন ১১ রান।
মুস্তাফিজ ছাড়াও দুশমন্থ চামিরা চেষ্টা করেছেন রান চেপে ধরতে, কিন্তু কেউই সাফল্যের মুখ দেখাতে পারেননি। ওপেনার সাই সুদর্শন ৩০ বলেই তুলে নেন হাফ সেঞ্চুরি। অন্যদিকে শুভমান গিল ধীরে শুরু করলেও পরে বিধ্বংসী রূপ নেন। সুদর্শন ফিফটির পর কুলদীপ যাদবকে ছক্কা মেরে ৫৬ বলে তুলে নেন সেঞ্চুরি। শেষ পর্যন্ত কোনো উইকেট না হারিয়ে ১ ওভার হাতে রেখেই জয় নিশ্চিত করে গুজরাট টাইটান্স।
.উৎস: Samakal
কীওয়ার্ড: দ ল ল ক য প ট লস ম স ত ফ জ র রহম ন
এছাড়াও পড়ুন:
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।