হামজা-শমিত খেলবেন বলে টিকিটের চাহিদা বেশি
Published: 20th, May 2025 GMT
একসময় ৫০ টাকার টিকিটেও ফুটবল স্টেডিয়ামের গ্যালারি পূর্ণ হতো না। মাইকিং করে দর্শকদের কাছ থেকে সেভাবে সাড়া মিলত না। বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ হামজা দেওয়ান চৌধুরী লাল-সবুজের হয়ে যাওয়ার পর বদলেছে দেশের ফুটবলের চিত্র। হামজার পথ ধরে আসা কানাডাপ্রবাসী শমিত সোম, ইতালিয়ান ফাহমিদুল ইসলাম বাংলাদেশের ফুটবলে যে এখন আলোকবর্তিকা। সমাজের নানা শ্রেণিপেশার মানুষ থেকে শুরু করে সংগঠনের কর্তাদের আলোচনায় হামজা আর বাংলাদেশের ফুটবল।
আগ্রহের কেন্দ্রবিন্দুতে আগামী ১০ জুন জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ-সিঙ্গাপুর এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজাকে মাঠে বসে সরাসরি দেখার জন্য দেশের ফুটবলপ্রেমীরা তাকিয়ে আছেন টিকিটের দিকে। অনেকেই বাফুফেতে ফোন করে টিকিটের ব্যাপারে খোঁজ নিচ্ছেন। সবার প্রশ্ন একটাই, কবে নাগাদ টিকিট ছাড়বে বাফুফে? টিকিটের চাহিদা এতটাই বেশি যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্তাদেরও ঘুম হারাম। টিকিটের সুষ্ঠু বণ্টনের প্রক্রিয়া কী হবে, দর্শকদের জন্য কতগুলো টিকিট ছাড়া হবে, টিকিটের দাম কত হবে, তা নির্ধারণ করতে প্রতিনিয়ত আলোচনার টেবিলে বসছেন দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার কর্তারা।
কবে নাগাদ টিকিট বাজারে ছাড়া হবে, তা জানতে অপেক্ষা করতে হবে এক থেকে দু’দিন। জাতীয় ক্রীড়া পরিষদের কাছ থেকে স্টেডিয়ামের গ্যালারির লে আউট পাওয়ার পর আসন সংখ্যা নিশ্চিত হয়ে তবেই টিকিট ছাড়ার পক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। টিকিটের চূড়ান্ত দামও তখন প্রকাশ করা হবে। তবে বাফুফের বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে টিকিটের দাম অনেকটা চূড়ান্ত করে ফেলেছে ফেডারেশন। জাতীয় স্টেডিয়ামের ২২ হাজার ৬৬৭টি আসনের মধ্যে সাধারণ গ্যালারি তথা দেশি চেয়ার আছে ১৮ হাজার ৩০০টি।
সাধারণ গ্যালারির সব টিকিট অনলাইনে ছাড়বে বাফুফে। বিদেশি চেয়ার তথা ক্লাব হাউস, ভিআইপি, হসপিটালি বক্স এবং স্কাই ভিউ বক্সের টিকিটের দাম আকাশচুম্বী। ক্লাব হাউসের টিকিট ২ থেকে ৩ হাজার টাকা, ভিআইপি ৩ থেকে ৫ হাজার, হসপিটালিটি বক্স ৪ থেকে ৫ হাজার এবং স্কাই বক্সের টিকিটের দাম হতে পারে ২ থেকে ৩ হাজার টাকা। স্টেডিয়ামের ধারণক্ষমতা অনুযায়ী সব আসনের টিকিট বিক্রি করবে না বাফুফে। তিন থেকে চার হাজার টিকিট সৌজন্য হিসেবে রাখবে ফুটবল ফেডারেশন।
অনেক ফুটবল সমর্থক আছেন, যাদের বয়স অনেক বেশি কিংবা যারা অনলাইনে টিকিট কাটতে পারবেন না– এমন ব্যক্তির জন্য অথবা যারা অনলাইনে টিকিট কাটতে ব্যর্থ হবেন, তাদের জন্য অফলাইনে টিকিট কেনার সুযোগ করে দিচ্ছে বাফুফে। ফেডারেশন ভবন কিংবা স্টেডিয়ামে রাখা হবে একটি টিকিট বুথ। সেখান থেকে টিকিট কাটতে পারবেন ফুটবলপ্রেমীরা।
বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ ঘিরে ফুটবল উন্মাদনায় নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে মোবাইল অপারেটর কোম্পানি রবি। ‘সুপার রবিবার’ ক্যাম্পেইনের আওতায় ২৫ মে রবি গ্রাহকদের জন্য থাকছে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের ভিআইপি টিকিট জেতার সুযোগ। কীভাবে কিংবা কতজনকে টিকিট উপহার দেওয়া হবে, সেই পথরেখা এখনও চূড়ান্ত হয়নি। স্টেডিয়ামের গ্যালারির কিছু অংশের টিকিট বাফুফে বিক্রি করবে রবির কাছে। গতকাল রাজধানী ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত রবি আজিয়াটার করপোরেট অফিসে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে চুক্তি করেছে রবি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: দ শ র ফ টবল র জন য
এছাড়াও পড়ুন:
ঈদে স্ত্রী ও বাবা-মাকে নিয়ে যান শ্বশুরবাড়ি, ফিরে দেখেন ঘর থেকে কোটি টাকার স্বর্ণালংকার চুরি
তরুণ ব্যবসায়ী আসিফ তাঁর স্ত্রী ও বাবা-মাকে নিয়ে রাজধানীর ডেমরার মুসলিমনগরে নিজেদের ছয়তলা বাড়ির তৃতীয় তলায় বসবাস করেন। ঈদুল আজহার দুই দিন পর (৯ জুন) আসিফ তাঁর স্ত্রী, বাবা-মাকে নিয়ে মুন্সিগঞ্জে শ্বশুরবাড়িতে যান। এক দিন শ্বশুরবাড়িতে থেকে ১০ জুন রাত আটটায় মা খালেদা আক্তারকে সঙ্গে নিয়ে আসিফ ডেমরার নিজের বাসায়। আসিফ দেখতে পান শ্বশুরবাড়ি যাওয়ার আগে দরজার তালা যেমন লাগিয়ে গিয়েছিলেন, ঠিক তেমনই রয়েছে। কিন্তু ঘরে ঢুকে তাঁরা দেখতে পান, ড্রয়িং রুমের মেঝেতে এলোমেলোভাবে জামাকাপড় পড়ে আছে।
আসিফের মা দেখতে পান, তাঁর কক্ষের আলমারি ভাঙা। তখন আলমারির বিশেষ জায়গায় লুকিয়ে রাখা স্বর্ণালংকার খুঁজতে থাকেন তিনি। কোথাও স্বর্ণালংকারের ব্যাগ খুঁজে না পেয়ে চিৎকার করে কাঁদতে শুরু করেন। আসিফ তখন মাকে সান্ত্বনা দিতে থাকেন। পরে আসিফ নিজের শয়নকক্ষে গিয়ে দেখতে পান, বাসার কাপড়চোপড় এলোমেলোভাবে পড়ে আছে। আলমারির দরজার তালা ভাঙা। তখন আলমারিতে রাখা স্ত্রীর স্বর্ণালংকারের ব্যাগ দেখতে না পেয়ে চিন্তিত হয়ে পড়েন। আসিফ তখন বাসার অন্য আরেকটি আলমারির দিকে খেয়াল করেন। দেখতে পান সেই আলমারির তালাও ভাঙা। আলমারির বিশেষ জায়গায় লুকিয়ে রাখা স্বর্ণালংকারের সেই ব্যাগও সেখানে নেই। স্ত্রী, মা, নানি, মামির সব স্বর্ণালংকার চুরি হওয়ায় আসিফ তখন আরও হতাশ হয়ে পড়েন।
একপর্যায়ে আসিফ বাসার তৃতীয় তলার আরেকটি শয়নকক্ষের জানালার একটি গ্রিল কাটা অবস্থায় দেখতে পান। আসিফের মা সেখানে এসে তাঁকে বলেন, ‘আসিফ, আমাদের সর্বনাশ হয়ে গেছে…।’
আসিফ তখন মুন্সিগঞ্জে অবস্থান করা তাঁর স্ত্রীকে ফোন করে বাসায় চোর ঢোকার তথ্য জানান। আসিফের ফোন পেয়ে তাঁর স্ত্রী ওই রাতেই মুন্সিগঞ্জ থেকে ডেমরার বাসায় চলে আসেন। আলমারিতে বিশেষ জায়গায় লুকিয়ে রাখা স্বর্ণালংকারের ব্যাগটি দেখতে না পেয়ে কাঁদতে থাকেন তিনি। আসিফের স্ত্রীর কান্না দেখে তাঁর মা খালেদাও তখন আবেগতাড়িত হয়ে পড়েন। পুত্রবধূকে জড়িয়ে ধরে কাঁদতে থাকেন তিনি।
এ বিষয়ে আসিফ প্রথম আলোকে বলেন, ‘ঈদের সময় আমার শ্বশুরবাড়ি যাওয়াটাই কাল হয়েছে। আমার ভাবনাতেই ছিল না, আমরা বাসায় না থাকলে বাসার গ্রিল কেটে চোর ঢুকবে।’ তিনি বলেন, ‘আমার স্ত্রীর ২৮ ভরি স্বর্ণ চুরি হয়েছে। আর মায়ের ২১ ভরি। আমার নানির সাড়ে চার ভরি আর মামির সাড়ে ছয় ভরি স্বর্ণ চুরি হয়েছে। মোট আমাদের বাসা থেকে এক কোটি টাকা (৬০ ভরি স্বর্ণ) মূল্যের স্বর্ণালংকার চুরি হয়েছে।’
আসিফদের শয়নকক্ষের যে জানালার গ্রিল কাটা, সেখানে আর কোনো ভবন নেই। বেশ দূরে রয়েছে একটা ভবন। আসিফ বলেন, ‘আমাদের বাসার প্রবেশপথে ক্লোজড সার্কিট ক্যামেরা (সিসি ক্যামেরা) রয়েছে। কিন্তু সেটি যে নষ্ট ছিল, সেটা আমাদের জানা ছিল না। আর বাসার পেছনে থাকা তৃতীয় তলার শয়নকক্ষের জানালার গ্রিল কেটে চোর ঢুকেছে। ওই পাশে কোনো সিসি ক্যামেরা নেই।’
চোর শনাক্ত করতে পারেনি পুলিশ
ঘরে চুরি হওয়ার তিন দিনের মাথায় গত ১৩ জুন অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে ডেমরা থানায় মামলা করেন আসিফ। এরপর এক মাস হতে চললেও কোটি টাকার স্বর্ণ চুরির সঙ্গে জড়িত কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ। এতে চরম হতাশ হয়ে পড়েছেন আসিফ।
আক্ষেপ করে তিনি প্রথম আলোকে বলেন, ‘চুরির এত দিন পার হয়ে গেল, পুলিশ কাউকে ধরতে পারল না। চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার না হওয়ায় আমার স্ত্রী ও মায়ের মন অনেক খারাপ। প্রায় সময় মা আমার কান্নাকাটি করেন। স্ত্রীর মনেও অনেক ক্ষোভ জন্মেছে, কেন পুলিশ চোর ধরতে পারছে না?’
আসিফ জানান, ১০ জুন রাতে বাসায় ঢুকে যখন তাঁরা বুঝতে পারেন স্বর্ণালংকার চুরি হয়ে গেছে, তখন জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। ডেমরা থানা থেকে পুলিশ সদস্যরা আসেন রাত ১০টার পর। তিনতলার যে কক্ষের জানালার গ্রিল কাটা হয়েছে, সেটির ছবি তোলেন তাঁরা। পরে চুরি যাওয়া ৬০ ভরি স্বর্ণালংকার আর নগদ ৫ লাখ টাকা চুরি হওয়ার তথ্য লিখে নিয়ে যান পুলিশ সদস্যরা।
এ মামলা তদন্তের অগ্রগতি জানতে চাইলে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান প্রথম আলোকে বলেন, বাসা থেকে ৬০ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। বাসার কাছের একটি সিসিটিভির ফুটেজ জোগাড় করে বিশ্লেষণ করা হচ্ছে। তাতে একজন যুবকের উপস্থিতি দেখা গেছে। তাঁকে শনাক্ত করা এবং চোর খুঁজে বের করার চেষ্টা চলছে।