চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মাদক সেবন ও বিক্রিতে বাধা দেওয়ায় যুবদলের এক নেতা দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন। গতকাল সোমবার রাত ৯টার দিকে উপজেলার নবকলস ওয়াপদা কলোনি এলাকায় এই ঘটনা ঘটে।

আহত ওই নেতার নাম ইকবাল হোসেন প্রধান (৩৭)। পরে রাতে তাঁর ভাই থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন। পুলিশ এজাহারভুক্ত আসামি মো.

জয় (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

আহত ইকবাল হোসেন প্রধান উপজেলার ঢাকিরগাঁও গ্রামের বাসিন্দা এবং মতলব পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক। গ্রেপ্তার মো. জয় একই এলাকার জুলফিকার আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নবকলস এলাকায় গতকাল রাতে মো. জয় ও আরও কয়েকজন মাদক সেবন ও বিক্রি করছিলেন। এ সময় ইকবাল হোসেন সেখানে তাঁদের মাদক সেবন করতে নিষেধ করেন। একপর্যায়ে জয় ও তাঁর সহযোগীরা ইকবালের বুকে, পিঠে ও পেটে ছুরি মেরে পালিয়ে যান।

ইকবালের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ঢাকায় নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তাঁর বড় ভাই জাকির হোসেন প্রধান।

জাকির বলেন, ‘মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ও পূর্বশত্রুতার জেরে আমার ভাইকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত করা হয়েছে।’

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালেহ আহাম্মদ বলেন, এ ঘটনায় আহত ইকবালের বড় ভাই জাকির হোসেন প্রধান বাদী হয়ে জয়সহ পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫ জনকে আসামি করে হত্যা চেষ্টার মামলা করেছেন। জয়কে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হচ্ছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইকব ল উপজ ল

এছাড়াও পড়ুন:

রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস

জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।

বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।

ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ