সেলিম আল দীনকে নিয়ে ভবিষ্যতে আমার চিন্তা প্রকাশ করব : সলিমুল্লাহ খান
Published: 21st, May 2025 GMT
ফেনী সাহিত্য সভার আয়োজনে প্রথমবারের মতো সেলিম আল দীন সাহিত্য পুরস্কার ২০২৫ পেয়েছেন লেখক, চিন্তক ড. সলিমুল্লাহ খান। মঙ্গলবার (২০ মে) বৃষ্টিস্নাত সন্ধ্যায় ফেনী শহরের ইস্টিশন রেস্টুরেন্টের কনভেনশন হলে ড. সলিমুল্লাহ খানকে এ পুরস্কার প্রদান করা হয়।
পুরস্কারপ্রাপ্ত লেখককে ক্রেস্ট, প্রশংসাপত্র ও ৫০ হাজার টাকা প্রদান করা হয়। পরের পর্বে সলিমুল্লাহ খান প্রদান করেন একক বক্তৃতা; বিষয় ছিল—স্বাধীনতা, মনুষ্যত্ব, সম্মান : কাজী নজরুলের তিন উত্তরাধিকার।
পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় ড.
তিনি বলেন, আজকের আয়োজনে উদ্যোক্তাদের আন্তরিকতায় আমি অভিভূত। আমি আপনাদের কাছে এইজন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেলিম আল দীনকে নিয়ে আমি ভেবেছি। সুযোগ হলে ভবিষ্যতে তাকে নিয়ে আমার চিন্তা প্রকাশ করব।
উল্লেখ্য, গত জানুয়ারিতে ফেনী সাহিত্য সভা কর্তৃক প্রথমবারের মতো ফেনী সাহিত্য সম্মেলনে অংশ নিতে না-পারায় গত মঙ্গলবার ফেনী এসে সলিমুল্লাহ খান পুরস্কারটি গ্রহণ করেছেন।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: স ল ম আল দ ন প রস ক র
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (৫ জুলাই ২০২৫)
২য় ওয়ানডে
বাংলাদেশ-শ্রীলঙ্কা
বেলা ৩টা, টি স্পোর্টস
নারী এশিয়ান কাপ বাছাইবাংলাদেশ-তুর্কমেনিস্তান
সন্ধ্যা ৬-৩০ মি., ইউটিউব/পাইওয়ান প্লে স্পোর্টস
এজবাস্টন টেস্ট–৪র্থ দিনইংল্যান্ড–ভারত
বিকেল ৪টা, সনি স্পোর্টস টেন ১
উইম্বলডন৩য় রাউন্ড
বিকেল ৪টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও ২
গ্রেনাডা টেস্ট–৩য় দিনওয়েস্ট ইন্ডিজ–অস্ট্রেলিয়া
রাত ৮টা, টি স্পোর্টস
ফিফা ক্লাব বিশ্বকাপপালমেইরাস-চেলসি
সন্ধ্যা ৭টা, ডিএজেডএন ওয়েবসাইট ও অ্যাপ
পিএসজি-বায়ার্ন
রাত ১০টা, ডিএজেডএন ওয়েবসাইট ও অ্যাপ
রিয়াল-ডর্টমুন্ড
রাত ২টা, ডিএজেডএন ওয়েবসাইট ও অ্যাপ