কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানে সামরিক হামলার মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন অভিযোগে ট্রাম্পকে অভিশংসনের প্রচেষ্টা সরিয়ে দিয়েছে মার্কিন প্রতিনিধি পরিষদ।  

অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, টেক্সাসের ডেমোক্র্যাট কংগ্রেসম্যান আল গ্রিন অভিশংসনের এই প্রস্তাব উত্থাপন করলেও এতে খুব একটা বিতর্ক হয়নি। বরং তাঁর নিজ দল ডেমোক্রেটিক পার্টির অনেক সদস্যও রিপাবলিকানদের সঙ্গে একত্রিত হয়ে অভিশংসনের প্রচেষ্টাটি বাতিলের পক্ষে ভোট দেন।

ভোটাভুটির আগে দেওয়া বক্তব্যে আল গ্রিন বলেন, আমি এটি করছি কারণ, একক কোনো ব্যক্তির হাতে থাকা উচিত নয় ৩০ কোটির বেশি মানুষকে যুদ্ধের দিকে ঠেলে দেওয়ার ক্ষমতা, সংযুক্ত রাষ্ট্রের কংগ্রেসকে উপেক্ষা করে। আমি এটি করছি কারণ, আমি বিশ্বাস করি, সংবিধান হয় অর্থবহ হবে, নতুবা তা অর্থহীন হয়ে যাবে।

ভোটে ৩৪৪ জন অভিশংসনের প্রচেষ্টা বাতিলের পক্ষে এবং ৭৯ জন বিপক্ষে ভোট দেন। ডেমোক্র্যাটদের বড় একটি অংশও রিপাবলিকানদের সঙ্গে একাত্ম হয়ে অভিশংসন বাতিলের পক্ষে অবস্থান নেন।
আলজাজিরা জানায়, মার্কিন কংগ্রেসের কাছে লেখা এক চিঠিতে ইরানে হামলার পক্ষে সাফাই গেয়েছেন ট্রাম্প। তাঁর দাবি, মার্কিন বাহিনী যে স্থাপনাগুলোতে বোমা হামলা চালিয়েছে, সেখানে পারমাণবিক অস্ত্র তৈরি করছিল তেহরান। 

হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত ওই চিঠির কপিতে দেখা গেছে, হাউস অব রিপ্রেজেনটেটিভসের স্পিকার মাইক জনসনের কাছে সোমবার ওই চিঠি লেখা হয়। তিনি লিখেছেন, ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সুনির্দিষ্ট হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। ওই স্থাপনাগুলো পারমাণবিক অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত হচ্ছিল।

মার্চে কংগ্রেসে দেওয়া বক্তব্যে মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড জানান, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ২০০৩ সালের পর পরমাণু অস্ত্র কর্মসূচি পুনরায় শুরু করার কোনো নির্দেশ দেননি। তবে পারমাণবিক অস্ত্রবিহীন হিসেবে দেশটিতে ইউরেনিয়ামের বিশাল ভান্ডার রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। রয়টার্সকে দেওয়া এক সূত্র অনুযায়ী, এই মূল্যায়ন এখনও অপরিবর্তিত রয়েছে।


 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

না’গঞ্জে জেলা পর্যায়ে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নারায়ণগঞ্জ খামারবাড়ি'র আয়োজনে ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প এর আওতায় জেলা পর্যায়ে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় নারায়ণগঞ্জ সদর উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে নারায়ণগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আ.জা.মু. আহসান শহীদ সরকার'র সভাপতিত্বে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঢাকা'র মহাপরিচালক কৃষিবিদ মো. ছাইফুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকা'র অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মো. জাকির হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (প্রশাসন ও অর্থ উইং) খামারবাড়ি  ঢাকা'র উপপরিচালক কৃষিবিদ মো. মুরাদুল হাসান ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকা'র ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প, প্রকল্প পরিচালক কৃষিবিদ ড. মো. আবদুল কাইয়ুম মজুমদার।

নারায়ণগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (উদ্ভিদ সংরক্ষণ) অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ জহিরুল হক'র সঞ্চালনায় সভায় প্রেজেন্টেশন উপস্থাপন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকা'র সিনিয়র মনিটরিং অফিসার ড. মোছাঃ শারমিন সুলতানা। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা হাসনাত।

সভায় জেলার বীজ প্রত্যয়ন অফিসের কর্মকর্তা, অতিরিক্ত উপপরিচালক, উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র, ৫ উপজেলার কৃষি অফিসার, অতিরিক্ত কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ অফিসার, জেলা কৃষি বিপনন অফিসের কর্মকর্তা, উপসহকারি পরিচালক, বিএডিসি, সাংবাদিকবৃন্দ ও জেলার বিভিন্ন উপজেলার ১৫জন উদ্যোগক্তা এবং কৃষিপন্য রপ্তানিকারক অংশগ্রহণ করেন।

প্রকল্পের সামগ্রিক উদ্যেশ্য হলো-মাটি ও আবহাওয়া উপযোগী, স্থানীয় গ্রহণযোগ্য ফসলের শস্যবিন্যাস ভিত্তিক নিবিড় ও চাষাবাদের মাধ্যমে কৃষি উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধি, খাদ্য ঘাটতি হ্রাসকরণ, নিরবিচ্ছিন্ন পুষ্টি সরবরাহ নিশ্চিতকরণ, টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, বাণিজ্যিক কৃষি, উদ্যোগক্তা তৈরি, মহিলাদের আত্মকর্মসংস্থান ও কৃষকের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটানো।
 

সম্পর্কিত নিবন্ধ