ভিডিও দেখে রকেট বানিয়ে ফেললেন চীনা তরুণ
Published: 24th, September 2025 GMT
ঝ্যাং শিজিয়ের এখন বয়স মাত্র ১৮ বছর। এ বয়সেই তিনি এমন এক কাণ্ড করে বসেছেন, যা চীনজুড়ে হইচই ফেলে দিয়েছে। সদ্য কৈশোর পেরোনো এই চীনা তরুণ অনলাইনে ভিডিও দেখে দেখে বানিয়ে ফেলেছেন আস্ত একটি রকেট, তা–ও সস্তা উপকরণ ব্যবহার করে।
চীনের হান প্রদেশের একটি গ্রামে বাস করেন ঝ্যাং। ১৪ বছর বয়সে তিনি প্রথম রকেট তৈরির প্রতি আগ্রহী হয়ে ওঠেন। বাবার সঙ্গে বসে টেলিভিশনে সরাসরি একটি রকেট উৎক্ষেপণ দেখার পর তাঁর মধ্যে এ নিয়ে আগ্রহ তৈরি হতে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে আগ্রহ আরও তীব্র হয়।
রকেট নির্মাণের বিষয়ে আগে থেকে কিছুই জানতেন না ঝ্যাং। এ বিষয়ে জানতে তিনি অনলাইনের আশ্রয় নেন। বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে তিনি ডিআইওয়াই রকেট তৈরি নিয়ে অন্যদের পোস্ট করা ভিডিও দেখতে শুরু করেন।
ঝ্যাং তখন মাধ্যমিকের শিক্ষার্থী। তাঁর এক শিক্ষক বলেন, গ্রামের স্কুলের সীমিত সম্পদ ব্যবহার করে একটি রকেট তৈরি করতে ইন্টারনেট ঝ্যাংকে দারুণভাবে সহায়তা করেছে।
শুরুর দিকে ঝ্যাং তাঁর পরিবারের শূকরের খামার থেকে নাইট্রেট সংগ্রহ করে সেগুলো রান্নাঘরে থাকা চিনি ও পানির সঙ্গে মিশিয়ে জ্বাল দিয়ে রকেটের জ্বালানি তৈরি করার চেষ্টা করেন। পরে অবশ্য স্কুলে শেখা ফিলট্রেশন পদ্ধতি ব্যবহার করে সার থেকে আরও বিশুদ্ধ জ্বালানি তৈরি করেন তিনি।
২০২৩ সালের জুনে নিজের জন্মদিনে বাবা ও সহপাঠীদের নিজের প্রথম পরীক্ষামূলক উৎক্ষেপণ দেখতে আমন্ত্রণ জানান ঝ্যাং। সেই উৎক্ষেপণ ঠিকই সফল হয়।
এভাবে শতাধিকবার চেষ্টার পর নিজের তৈরি রকেট ৪০০ মিটার উচ্চতায় পাঠাতে সক্ষম হয়েছেন ঝ্যাং। এ প্রচেষ্টায় তিনি চার ধরনের রকেট ইঞ্জিন তৈরি করেন; একাধিক একক ধাপের এবং একটি দুই ধাপের রকেট তৈরি করেন তিনি।
বৈজ্ঞানিক উদ্ভাবনের প্রতি ঝ্যাংয়ের এই প্রবল আগ্রহে সব সময় পরিবারকে পাশে পেয়েছেন তিনি। তাঁর বাবা প্রাদেশিক রাজধানী চাংশাতে রাইডশেয়ার চালক। মা অন্য একটি শহরে ন্যানির কাজ করেন।
সম্প্রতি ঝ্যাং জানিয়েছেন, তিনি শেনইয়াং অ্যারোস্পেস ইউনিভার্সিটিতে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হয়েছেন। তাঁর চূড়ান্ত লক্ষ্য একদিন একটি সত্যিকারের রকেটের নকশা করা।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: রক ট ত র
এছাড়াও পড়ুন:
ন্যাশনাল হাউজিংয়ের করপোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রি সম্পন্ন
পুঁজিবাজারে আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস পিএলসির করপোরেট উদ্যোক্তা ওয়ালেস বাংলাদেশ লিমিটেড পূর্বঘোষণা অনুযায়ী কোম্পানিটির শেয়ার বিক্রি সম্পন্ন করেছে। এই করপোরেট উদ্যোক্তা কোম্পানিটির ৮ লাখ শেয়ার বিক্রি করেছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, কোম্পানিটির করপোরেট উদ্যোক্তা ওয়ালেস বাংলাদেশ লিমিটেডের হাতে ২৫ লাখ ৮৮ হাজার ৯১০টি শেয়ার রয়েছে। এর মধ্যে কোম্পানিটি ৮ লাখ শেয়ার বিক্রি করেছে। ঘোষণা দেওয়ার ৩০ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক ও ব্লক মার্কেটে বর্তমান বাজার মূল্যে উল্লিখিত পরিমাণ শেয়ার বিক্রি সম্পন্ন করা হয়েছে।
এর আগে গত ১৪ সেপ্টেম্বর ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস পিএলসির করপোরেট উদ্যোক্তা ওয়ালেস বাংলাদেশ লিমিটেড ৮ লাখ শেয়ার বিক্রি করার ঘোষণা দেয়।
ঢাকা/এনটি/ইভা