ইউক্রেন যুদ্ধ রাশিয়াকে নিঃশর্ত সমর্থনের ঘোষণা কিমের
Published: 13th, July 2025 GMT
ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে নিঃশর্ত সমর্থনের ঘোষণা দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। তিনি বলেছেন, “উত্তর কোরিয়া ইউক্রেনে রাশিয়ার নেওয়া যেকোনো পদক্ষেপকে নিঃশর্ত সমর্থন দেবে। খবর আল জাজিরার।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের উত্তর কোরিয়া সফরে এই বার্তা দেন কিম। চলমান তিন দিনের সফরে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের কৌশলগত আলোচনা হয়েছে। উত্তর কোরিয়া ইতিমধ্যে রাশিয়াকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে সৈন্য ও অস্ত্র সরবরাহ করেছে এবং ভবিষ্যতে আরো সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, গত বছর উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিসহ সহযোগিতামূলক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সেই ভিত্তিতেই ল্যাভরভ ও উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো সন হুই দ্বিতীয় দফা কৌশলগত সংলাপ করেছেন।
কিম পূর্ব উপকূলীয় শহর ওনসানে লাভরভের সঙ্গে দেখা করেছেন। বৈঠকে কিম বলেন, “বৈশ্বিক ভূরাজনীতিতে দ্রুত পরিবর্তনের প্রেক্ষাপটে দুই দেশের যৌথ পদক্ষেপ বিশ্বজুড়ে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
কিম আরো বলেন, “ইউক্রেন সংকটের মূল কারণ নিরসনে রুশ নেতৃত্ব যে পদক্ষেপ নিচ্ছে, আমরা তা নিঃশর্তভাবে সমর্থন ও উৎসাহ দেব।”
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় টেলিগ্রামে একটি ভিডিও পোস্ট করেছে, যেখানে কিম ও ল্যাভরভকে হাত মেলাতে ও আলিঙ্গন করতে দেখা গেছে।
বৈঠকে উত্তর কোরিয়ার নেতা আরো বলেন, “তিনি বিশ্বাস করেন যে, রাশিয়ার সেনাবাহিনী ও জনগণ দেশের মর্যাদা ও মৌলিক স্বার্থ রক্ষার পবিত্র উদ্দেশ্য অর্জনে অবশ্যই বিজয় অর্জন করবে।”
কেসিএনএ জানিয়েছে, বৈঠকে ২০২৪ সালের জুনে রাশিয়া-উত্তর কোরিয়ার মধ্যকার ঐতিহাসিক শীর্ষ সম্মেলনে গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়নের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।
২০২২ সালের ফেব্রুয়ারি থেকে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরু করেছে। গত দুই বছরে উত্তর কোরিয়া ও রাশিয়ার সম্পর্ক নাটকীয়ভাবে ঘনিষ্ঠ হওয়ার পর পিয়ংইয়ং ইতোমধ্যেই ১০ হাজারের বেশি সেনা ও অস্ত্র সরবরাহ করেছে মস্কোকে।
গত বছর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়া সফরের সময় কঠোর নিষেধাজ্ঞাযুক্ত দেশ দুটি একটি সামরিক চুক্তি স্বাক্ষর করে। ওই চুক্তিতেও পারস্পরিক প্রতিরক্ষা ধারাও অন্তর্ভুক্ত ছিল।
রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, চলমান সফরে ল্যাভরভ কিমকে বলেছেন, “প্রেসিডেন্ট পুতিন খুব শিগগিরই সরাসরি আবার দেখা করতে চান।”
এই সফরের আগে রাশিয়া ঘোষণা দেয়, তারা মস্কো ও পিয়ংইয়ংয়ের মধ্যে সপ্তাহে দুইদিন ফ্লাইট চালু করবে। ওনসান শহরকে ‘ভালো একটি পর্যটন আকর্ষণ” হিসেবে প্রশংসা করে ল্যাভরভ বলেন, “আমরা আশা করি, এই এলাকা শুধু স্থানীয়দের কাছেই নয়, রাশিয়ান পর্যটকদের কাছেও জনপ্রিয় হবে।”
ঢাকা/ফিরোজ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ল য ভরভ ইউক র ন
এছাড়াও পড়ুন:
অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ
নারীদের ওয়ানডে বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে আজ বৃহস্পতিবার বিকেলে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। বিশাখাপত্তনমে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় মাঠে গড়িয়েছে ম্যাচটি। বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন।
অস্ট্রেলিয়ার বিপক্ষের ম্যাচে বাংলাদেশ দুটি পরিবর্তন এনেছে। অস্ট্রেলিয়াও তাদের একাদশে দুটি পরিবর্তন এনেছে।
আরো পড়ুন:
নাঈমকে বাদ দিয়ে সৌম্যকে ফেরাল বিসিবি, নতুন মুখ মাহিদুল
বিশ্বকাপের আরো এক ম্যাচ বৃষ্টির পেটে
টস জিতে জ্যোতি বলেন, “আজ আমাদের মূল লক্ষ্য হলো বোর্ডে ভালো একটা স্কোর দাঁড় করানো। আগের ম্যাচে আমরা কমপক্ষে ৩০–৪০ রান কম করেছি। আজ দলে দুটি পরিবর্তন এনেছি ফারিহা তৃষ্ণা ও নিশিতা আখতার ফিরেছেন একাদশে। আমাদের বোলিং ইউনিটটা খুবই শক্তিশালী। আগের ম্যাচে নাহিদা আক্তার চোট পেয়েছে, ওর কিছুটা সময় লাগবে সেরে উঠতে। আগের ম্যাচের পর মানসিকভাবে সামলে ওঠা কঠিন ছিল, কিন্তু কোনো অজুহাত দিতে চাই না। আমরা চাই খেলা উপভোগ করতে, নিজেদের শতভাগ উজাড় করে দিতে।”
অ্যালিসা হিলি বলেন, “আমিও আসলে টস জিতলে ব্যাটিংই নিতে চেয়েছিলাম। আজ বাতাসটা মনোরম, সূর্যের আলোও ভালো—মেয়েরা খেলতে উপভোগ করবে নিশ্চয়ই। ২০১১ সালে এই মাঠটা ছিল আমার প্রিয় জায়গা, তাই এখানে খেলতে ফিরতে পেরে ভালো লাগছে। নতুন প্রতিপক্ষ, নতুন চ্যালেঞ্জ। দলে দুটি পরিবর্তন এনেছি- ডার্সি ব্রাউন ফিরেছে কিম গার্থের জায়গায়, আর জর্জিয়া ওয়ারহ্যাম খেলছে সোফি মোলিনিউক্সের জায়গায়। ইন্দোরে টানা দুইটা গুরুত্বপূর্ণ ম্যাচ আছে, তাই সবাইকে সতেজ রাখতে চাই। ব্রাউনকে সুযোগ দেওয়া হয়েছে, ও কীভাবে শুরু করে সেটা দেখার জন্য মুখিয়ে আছি।”
বাংলাদেশ একাদশ:
রুবিয়া হায়দার, ফারজানা হক, শারমিন আখতার, নিগার সুলতানা (অধিনায়ক ও উইকেটকিপার), সোবহানা মোস্তারি, শর্না আখতার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, রিতু মনি, নিশিতা আখতার নিশি ও ফারিহা তৃষ্ণা।
অস্ট্রেলিয়া একাদশ:
অ্যালিসা হিলি (অধিনায়ক ও উইকেটকিপার), ফিবি লিচফিল্ড, এলিস পেরি, বেথ মুনি, আনাবেল সাদারল্যান্ড, অ্যাশলি গার্ডনার, তাহলিয়া ম্যাকগ্রা, জর্জিয়া ওয়ারহ্যাম, ডার্সি ব্রাউন, আলানা কিং ও মেগান শাট।
ঢাকা/আমিনুল