ইউক্রেন যুদ্ধ রাশিয়াকে নিঃশর্ত সমর্থনের ঘোষণা কিমের
Published: 13th, July 2025 GMT
ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে নিঃশর্ত সমর্থনের ঘোষণা দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। তিনি বলেছেন, “উত্তর কোরিয়া ইউক্রেনে রাশিয়ার নেওয়া যেকোনো পদক্ষেপকে নিঃশর্ত সমর্থন দেবে। খবর আল জাজিরার।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের উত্তর কোরিয়া সফরে এই বার্তা দেন কিম। চলমান তিন দিনের সফরে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের কৌশলগত আলোচনা হয়েছে। উত্তর কোরিয়া ইতিমধ্যে রাশিয়াকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে সৈন্য ও অস্ত্র সরবরাহ করেছে এবং ভবিষ্যতে আরো সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, গত বছর উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিসহ সহযোগিতামূলক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সেই ভিত্তিতেই ল্যাভরভ ও উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো সন হুই দ্বিতীয় দফা কৌশলগত সংলাপ করেছেন।
কিম পূর্ব উপকূলীয় শহর ওনসানে লাভরভের সঙ্গে দেখা করেছেন। বৈঠকে কিম বলেন, “বৈশ্বিক ভূরাজনীতিতে দ্রুত পরিবর্তনের প্রেক্ষাপটে দুই দেশের যৌথ পদক্ষেপ বিশ্বজুড়ে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
কিম আরো বলেন, “ইউক্রেন সংকটের মূল কারণ নিরসনে রুশ নেতৃত্ব যে পদক্ষেপ নিচ্ছে, আমরা তা নিঃশর্তভাবে সমর্থন ও উৎসাহ দেব।”
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় টেলিগ্রামে একটি ভিডিও পোস্ট করেছে, যেখানে কিম ও ল্যাভরভকে হাত মেলাতে ও আলিঙ্গন করতে দেখা গেছে।
বৈঠকে উত্তর কোরিয়ার নেতা আরো বলেন, “তিনি বিশ্বাস করেন যে, রাশিয়ার সেনাবাহিনী ও জনগণ দেশের মর্যাদা ও মৌলিক স্বার্থ রক্ষার পবিত্র উদ্দেশ্য অর্জনে অবশ্যই বিজয় অর্জন করবে।”
কেসিএনএ জানিয়েছে, বৈঠকে ২০২৪ সালের জুনে রাশিয়া-উত্তর কোরিয়ার মধ্যকার ঐতিহাসিক শীর্ষ সম্মেলনে গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়নের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।
২০২২ সালের ফেব্রুয়ারি থেকে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরু করেছে। গত দুই বছরে উত্তর কোরিয়া ও রাশিয়ার সম্পর্ক নাটকীয়ভাবে ঘনিষ্ঠ হওয়ার পর পিয়ংইয়ং ইতোমধ্যেই ১০ হাজারের বেশি সেনা ও অস্ত্র সরবরাহ করেছে মস্কোকে।
গত বছর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়া সফরের সময় কঠোর নিষেধাজ্ঞাযুক্ত দেশ দুটি একটি সামরিক চুক্তি স্বাক্ষর করে। ওই চুক্তিতেও পারস্পরিক প্রতিরক্ষা ধারাও অন্তর্ভুক্ত ছিল।
রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, চলমান সফরে ল্যাভরভ কিমকে বলেছেন, “প্রেসিডেন্ট পুতিন খুব শিগগিরই সরাসরি আবার দেখা করতে চান।”
এই সফরের আগে রাশিয়া ঘোষণা দেয়, তারা মস্কো ও পিয়ংইয়ংয়ের মধ্যে সপ্তাহে দুইদিন ফ্লাইট চালু করবে। ওনসান শহরকে ‘ভালো একটি পর্যটন আকর্ষণ” হিসেবে প্রশংসা করে ল্যাভরভ বলেন, “আমরা আশা করি, এই এলাকা শুধু স্থানীয়দের কাছেই নয়, রাশিয়ান পর্যটকদের কাছেও জনপ্রিয় হবে।”
ঢাকা/ফিরোজ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ল য ভরভ ইউক র ন
এছাড়াও পড়ুন:
পানির জন্য অপেক্ষমাণ শিশুদেরও হত্যা করছে ইসরায়েলি বাহিনী
পানির জন্য অপেক্ষমাণ ফিলিস্তিনি শিশুদেরও গুলি করে হত্যা করছে ইসরায়েলি বাহিনী। জরুরি পরিষেবা কর্মকর্তারা জানিয়েছেন, রবিবার গাজার মধ্যাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় ছয় শিশুসহ দশজন নিহত হয়েছেন, যারা পানির পাত্র ভরতির জন্য দাঁড়িয়েছিলেন।
একজন চিকিৎসক জানিয়েছেন, মৃতদেহগুলো নুসাইরাতের আল-আওদা হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালে সাত শিশুসহ আরো ১৬ জন আহতকে চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আল-নুসাইরাত শরণার্থী শিবিরে একটি পানির ট্যাঙ্কারের পাশে খালি জেরি ক্যান নিয়ে লাইনে থাকা জনতার দিকে একটি ড্রোন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
আন্তর্জাতিক রেড ক্রস কমিটি জানিয়েছে, গত ছয় সপ্তাহে দক্ষিণ গাজায় আগের ১২ মাসের তুলনায় বেশি গণহত্যার ঘটনা ঘটেছে।
হামলার পর অনলাইনে শেয়ার করা অযাচাইকৃত ফুটেজে রক্তাক্ত শিশু এবং প্রাণহীন দেহ দেখা গেছে। বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে এসে আহতদের ব্যক্তিগত যানবাহন এবং গাধার গাড়ি ব্যবহার করে নিয়ে যান।
গাজার সিভিল ডিফেন্স এজেন্সির একজন মুখপাত্র জানিয়েছেন, রবিবার মধ্য গাজা এবং গাজা সিটিতে আবাসিক ভবনগুলোতে তিনটি পৃথক হামলায় আরো ১৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ঢাকা/শাহেদ