স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত অস্ত্র হস্তান্তর করবে না হামাস। শনিবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি এ তথ্য জানিয়েছে।

গাজা যুদ্ধে ৬০ দিনের যুদ্ধবিরতি নিশ্চিত করা এবং জিম্মিদের মুক্তির জন্য চুক্তির লক্ষ্যে হামাস এবং ইসরায়েলের মধ্যে পরোক্ষ আলোচনা গত সপ্তাহে অচলাবস্থার মধ্যে শেষ হয়েছে। যুদ্ধবিরতির জন্য ইসরায়েলের অন্যতম শর্ত ছিল, হামাসকে নিরস্ত্র হতে হবে।

মঙ্গলবার যুদ্ধবিরতি প্রচেষ্টার মধ্যস্থতাকারী কাতার এবং মিশর, ফ্রান্স এবং সৌদি আরবের ঘোষণাকে সমর্থন করেছে। এই ঘোষণায় ইসরায়েলি-ফিলিস্তিনি সংঘাতের দ্বি-রাষ্ট্র সমাধানের দিকে পদক্ষেপের রূপরেখা দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে এর অংশ হিসাবে হামাসকে পশ্চিমা-সমর্থিত ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে তাদের অস্ত্র হস্তান্তর করতে হবে।

শনিবার হামাস এক বিবৃতিতে বলেছে, “জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন, সম্পূর্ণ সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র” প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তারা ‘সশস্ত্র প্রতিরোধের’ অধিকার ত্যাগ করতে পারবে না।

২০০৭ সাল থেকে গাজা শাসন করে আসছে হামাস। কিন্তু যুদ্ধে ইসরায়েলের হাতে সামরিকভাবে পরাজিত হয়েছে গোষ্ঠীটি।

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ