পুরান ঢাকায় নৃশংস হত্যাকাণ্ড ও আইনশৃঙ্খলার চরম অবনতির নিন্দা
Published: 12th, July 2025 GMT
রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি পণ্যের ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে গত বুধবার নৃশংসভাবে হত্যা, দেশে চলমান নৈরাজ্য ও বিশৃঙ্খলা এবং আইনশৃঙ্খলাব্যবস্থার চরম অবনতির নিন্দা জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের একাংশ।
ছাত্র ইউনিয়নের একাংশের সভাপতি তামজীদ হায়দার ও সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার আজ শনিবার এক বিবৃতিতে এই নিন্দা জানান। লাল চাঁদকে হত্যার ঘটনা উল্লেখ করে বিবৃতিতে ছাত্র ইউনিয়ন নেতারা বলেন, অত্যন্ত ভয়াবহ ও বীভৎস এই হত্যাকাণ্ডের সময় আনসার ক্যাম্পের সদস্যরা আশপাশে অবস্থান করছিলেন। কিন্তু এই সন্ত্রাস ঠেকানো দূরে থাক, কেউ সামনে এগিয়েও আসেননি।
বিবৃতিতে আরও বলা হয়, দায়িত্ব পাওয়ার পর থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.
নেতা-কর্মীদের অপরাধের দায় বিএনপি ও দলটির সহযোগী সংগঠনগুলো এড়াতে পারে না বলেও মন্তব্য করেছেন ছাত্র ইউনিয়নের নেতারা। বিবৃতিতে বলা হয়, গত ১১ মাসে বারবার অপরাধ করার পরও লোকদেখানো বহিষ্কার এবং আবার সেই অপরাধীদের পুনর্বাসনের মাধ্যমে বিএনপি চরম সাংগঠনিক ও রাজনৈতিক ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলেও মন্তব্য করেছে ছাত্র ইউনিয়ন। সংগঠনটি বলেছে, বিএনপি তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছে।
অপরাধীদের যথাযথ বিচার ও শাস্তি নিশ্চিত করতে সরকারের কাছে দাবি জানিয়ে বিবৃতিতে ছাত্র ইউনিয়ন বলেছে, সন্ত্রাস ও দখলদারির রাজনীতির বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধের বিকল্প নেই।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: অপর ধ
এছাড়াও পড়ুন:
চাঁদাবাজদের তালিকা তৈরি হচ্ছে, পুলিশ কঠোর অবস্থানে: আইজিপি
চাঁদাবাজি ও নৈরাজ্য বন্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
শনিবার (১২ জুলাই) দুপুরে রাজধানীর পুরান ঢাকার মিল ব্যারাকে ঢাকা জেলা পুলিশ লাইন, রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) ও ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল (টিডিএস) পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন আইজিপি।
চাঁদাবাজ ও আধিপত্য বিস্তারকারীদের তালিকা করে ব্যবস্থা নেবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইজিপি বাহারুল আলম বলেন, “সারা দেশে বিশেষ করে ঢাকায় গোয়েন্দা পুলিশের মাধ্যমে চাঁদাবাজ ও আধিপত্য বিস্তারকারীদের তালিকা তৈরির কাজ চলছে।”
আরো পড়ুন:
গোপালগঞ্জে মরদেহ নিয়ে এলাকাবাসীর বিক্ষোভ
সোহাগকে হত্যার নেপথ্যে ব্যবসায়িক দ্বন্দ্ব: পুলিশ
বাহারুল আলম বলেন, “ঢাকায় এলাকাভিত্তিক গোয়েন্দা পুলিশকে দায়িত্ব দিয়েছি, যাদের রেপুটেশন খারাপ এবং যাদের বিরুদ্ধে মামলা আছে, তাদের তালিকা তৈরি করতে হবে। এক্ষেত্রে যাদের রেপুটেশন খারাপ তাদের বিরুদ্ধে প্রিভেনটিভ ডিটেনশন এবং যাদের বিরুদ্ধে মামলা আছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।”
আইজিপি বলেন, “সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে দেশের রাজনৈতিক দলগুলোর ভূমিকাও গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে তাদের সহযোগিতা দরকার।”
পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম বলেন, “সমাজ ব্যবস্থা দীর্ঘ ১৫ বছরে এত জটিল হয়েছে, এই কয়েক মাসে সবকিছু সমাধান করে বের হয়ে আসা সম্ভব হচ্ছে না।তবে আইনশৃঙ্খলার উন্নয়নে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।”
ঢাকা/মাকসুদ/সাইফ