রাজশাহীতে গতকাল শনিবার রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে। আজ রোববার সকাল ৯টা পর্যন্ত ৬০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টি অব্যাহত থাকবে। কর্মদিবসের শুরুতে বৃষ্টিতে অনেকেই ভোগান্তিতে পড়েছেন।

রাজশাহী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, রাজশাহীতে এবার আষাঢ়ে প্রায় প্রতিদিনই বৃষ্টি হয়েছে। তবে আষাঢ়ের শেষ দিনে সবচেয়ে বেশি ৯১ মিলিমিটারের অধিক বৃষ্টিপাত হয়। শ্রাবণেও সেই বৃষ্টি প্রায় প্রতিদিনই অব্যাহত আছে। গতকাল দিনের কিছু সময় বৃষ্টি হয়েছে। তবে রাত ১০টার পর থেকে আবার বৃষ্টি শুরু হয়। সেই বৃষ্টি সারা রাত অব্যাহত ছিল। ভোর থেকে মুষলধারে না হলেও ঝিরঝির বৃষ্টি হচ্ছে।

আবহাওয়া অফিসের পর্যবেক্ষক লতিফা হেলেন বলেন, রাতে ভারী বৃষ্টি হয়েছে। সকালের দিকেও তা অব্যাহত আছে। তবে পরিমাণ কিছুটা কমেছে। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে এই বৃষ্টি হচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

সকালের বৃষ্টিতে নগরের মানুষ বিশেষ করে এইচএসসি পরীক্ষার্থীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন। বৃষ্টি মাথায় নিয়ে বের হলেও রাস্তায় যানবাহনের সংকট ছিল। সকাল ১০টায় পরীক্ষা শুরু হলেও অনেক পরীক্ষার্থী সকাল ৯টার পরও গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। বিনোদপুর এলাকায় একদল পরীক্ষার্থী অপেক্ষা করছিলেন। পর্যাপ্ত অটোরিকশা না থাকায় তারা উঠতে পারছিলেন না। পরীক্ষার্থী রায়হান হোসেন বলেন, ‘আমার পরীক্ষা সকাল ১০টায়, কিন্তু এখনো গাড়ি পাচ্ছি না। অনেক দেরি হয়ে যাচ্ছে।’ আরেক পরীক্ষার্থী নাফিউল ইসলাম বলেন, অটোরিকশার ভাড়া অনেক বেশি নিচ্ছে। যেখানে ১৫ টাকা লাগার কথা, সেখানে ২৫ থেকে ৩০ টাকা চাচ্ছে।

শুধু শিক্ষার্থীরাই নয়, বিভিন্ন পেশার মানুষও ভোগান্তিতে পড়েছেন। রাজশাহী আদালতে যাওয়ার জন্য এক দম্পতি রাস্তায় গাড়ির অপেক্ষা করছিলেন। তাঁরা বলেন, এভাবে প্রতিদিন বৃষ্টি হলে চলাচল কঠিন হয়ে পড়ে।

শ্রমজীবী মানুষের কষ্টও ছিল চোখে পড়ার মতো। বিনোদপুর বাজার এলাকায় রাজমিস্ত্রি শ্রমিকেরা সকাল ৯টার মধ্যেই সাধারণত কাজ পেয়ে যান। কিন্তু আজ সকাল সাড়ে ৯টায়ও অনেকে কাজের অপেক্ষায় ছিলেন। শ্রমিক হালিম মিয়া বলেন, বৃষ্টি হলে ভবনের কাজ বন্ধ থাকে, ঢালাই দেওয়া যায় না।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর ক ষ র থ

এছাড়াও পড়ুন:

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদন আজ বিকেলে, ক্লাস ১৩ নভেম্বর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (পাস) প্রোগ্রামে ভর্তি কার্যক্রম আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে শুরু হচ্ছে। আবেদন করা যাবে আগামী ১৫ অক্টোবর রাত ১২টা পর্যন্ত। এ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে ১৩ নভেম্বর থেকে। গত রোববার (১৪ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।

ভর্তির জন্য আবেদন করতে পারবেন যেসব শিক্ষার্থী

২০২০, ২০২১ ও ২০২২ সালের এসএসসি বা সমমান এবং ২০২২, ২০২৩ ও ২০২৪ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন ভর্তির জন্য। কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি) ও ডিপ্লোমা-ইন-কমার্স উত্তীর্ণ শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। এ-লেভেল, ও-লেভেল ও বিদেশি সনদধারীদের ক্ষেত্রে নির্ধারিত নিয়মে সরাসরি ডিন অফিসে বা ই–মেইলে আবেদন করতে হবে শিক্ষার্থীদের।
যেসব শিক্ষার্থী গত দুই শিক্ষাবর্ষে (২০২২-২৩ ও ২০২৩-২৪) স্নাতক (সম্মান), স্নাতক (সম্মান) প্রফেশনাল বা স্নাতক (পাস) প্রোগ্রামে ভর্তি হয়ে রেজিস্ট্রেশন কার্ড পেয়েছেন, তাঁরা এই শিক্ষাবর্ষে নতুন করে ভর্তি হতে পারবেন না। তবে পূর্ববর্তী ভর্তি বাতিল করে নতুন শিক্ষাবর্ষে আবেদন করতে পারবেন। একই সঙ্গে কোনো শিক্ষার্থী দ্বৈত ভর্তি হলে তাঁর উভয় ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল হবে।

আবেদন ফি ৪০০ টাকা

ভর্তি ফি হিসেবে প্রাথমিক আবেদন ফি ৪০০ টাকা, যার মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ ২৫০ টাকা এবং কলেজের অংশ ১৫০ টাকা। ভর্তি নিশ্চিত হওয়ার পর রেজিস্ট্রেশন ফি ৭২০ টাকা জমা দিতে হবে। কলেজ কর্তৃপক্ষ আবেদনকারীর তথ্য যাচাই করে অনলাইনে নিশ্চয়ন করবে। তবে নিশ্চয়ন ছাড়া কোনো আবেদনকারীকে মেধাতালিকায় অন্তর্ভুক্ত করা হবে না। আবেদন ফি ১৯ অক্টোবরের মধ্য জমা দিতে হবে।

আরও পড়ুনবাংলাদেশ বিমানে ইন্টার্নশিপ, দৈনিক হাজিরায় সম্মানী ৬০০ টাকা৪ ঘণ্টা আগে

আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে কোর্সভিত্তিক মেধাতালিকা প্রণয়ন করা হবে। একই মেধা নম্বরপ্রাপ্ত হলে এসএসসি ও এইচএসসির জিপিএ (৪০: ৬০ অনুপাতে) এবং প্রয়োজনে মোট নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হবে। এরপরও সমতা থাকলে বয়স কম শিক্ষার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। ভর্তি কার্যক্রম ধাপে ধাপে প্রথম মেধাতালিকা, দ্বিতীয় মেধাতালিকা, কোটার মেধাতালিকা এবং প্রথম ও দ্বিতীয় রিলিজ স্লিপের মাধ্যমে সম্পন্ন হবে। তবে এবারও তৃতীয় রিলিজ স্লিপে আবেদন করার সুযোগ থাকবে না।

বিস্তারিত দেখুন এখানে

আরও পড়ুনবিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, সুযোগ পাবেন ৪৮ জেলার যুবরা১১ সেপ্টেম্বর ২০২৫আরও পড়ুন১২ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো১৪ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদন আজ বিকেলে, ক্লাস ১৩ নভেম্বর