রাজশাহীতে টানা বৃষ্টি, সকালে ভুগতে হয়েছে এইচএসসি পরীক্ষার্থীদের
Published: 3rd, August 2025 GMT
রাজশাহীতে গতকাল শনিবার রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে। আজ রোববার সকাল ৯টা পর্যন্ত ৬০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টি অব্যাহত থাকবে। কর্মদিবসের শুরুতে বৃষ্টিতে অনেকেই ভোগান্তিতে পড়েছেন।
রাজশাহী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, রাজশাহীতে এবার আষাঢ়ে প্রায় প্রতিদিনই বৃষ্টি হয়েছে। তবে আষাঢ়ের শেষ দিনে সবচেয়ে বেশি ৯১ মিলিমিটারের অধিক বৃষ্টিপাত হয়। শ্রাবণেও সেই বৃষ্টি প্রায় প্রতিদিনই অব্যাহত আছে। গতকাল দিনের কিছু সময় বৃষ্টি হয়েছে। তবে রাত ১০টার পর থেকে আবার বৃষ্টি শুরু হয়। সেই বৃষ্টি সারা রাত অব্যাহত ছিল। ভোর থেকে মুষলধারে না হলেও ঝিরঝির বৃষ্টি হচ্ছে।
আবহাওয়া অফিসের পর্যবেক্ষক লতিফা হেলেন বলেন, রাতে ভারী বৃষ্টি হয়েছে। সকালের দিকেও তা অব্যাহত আছে। তবে পরিমাণ কিছুটা কমেছে। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে এই বৃষ্টি হচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
সকালের বৃষ্টিতে নগরের মানুষ বিশেষ করে এইচএসসি পরীক্ষার্থীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন। বৃষ্টি মাথায় নিয়ে বের হলেও রাস্তায় যানবাহনের সংকট ছিল। সকাল ১০টায় পরীক্ষা শুরু হলেও অনেক পরীক্ষার্থী সকাল ৯টার পরও গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। বিনোদপুর এলাকায় একদল পরীক্ষার্থী অপেক্ষা করছিলেন। পর্যাপ্ত অটোরিকশা না থাকায় তারা উঠতে পারছিলেন না। পরীক্ষার্থী রায়হান হোসেন বলেন, ‘আমার পরীক্ষা সকাল ১০টায়, কিন্তু এখনো গাড়ি পাচ্ছি না। অনেক দেরি হয়ে যাচ্ছে।’ আরেক পরীক্ষার্থী নাফিউল ইসলাম বলেন, অটোরিকশার ভাড়া অনেক বেশি নিচ্ছে। যেখানে ১৫ টাকা লাগার কথা, সেখানে ২৫ থেকে ৩০ টাকা চাচ্ছে।
শুধু শিক্ষার্থীরাই নয়, বিভিন্ন পেশার মানুষও ভোগান্তিতে পড়েছেন। রাজশাহী আদালতে যাওয়ার জন্য এক দম্পতি রাস্তায় গাড়ির অপেক্ষা করছিলেন। তাঁরা বলেন, এভাবে প্রতিদিন বৃষ্টি হলে চলাচল কঠিন হয়ে পড়ে।
শ্রমজীবী মানুষের কষ্টও ছিল চোখে পড়ার মতো। বিনোদপুর বাজার এলাকায় রাজমিস্ত্রি শ্রমিকেরা সকাল ৯টার মধ্যেই সাধারণত কাজ পেয়ে যান। কিন্তু আজ সকাল সাড়ে ৯টায়ও অনেকে কাজের অপেক্ষায় ছিলেন। শ্রমিক হালিম মিয়া বলেন, বৃষ্টি হলে ভবনের কাজ বন্ধ থাকে, ঢালাই দেওয়া যায় না।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: পর ক ষ র থ
এছাড়াও পড়ুন:
হাতে সময় নিয়ে বের হতে এইচএসসি-বিসিএস পরীক্ষার্থীদের আহ্বান ডিএমপির
জুলাই গণ-অভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রবিবার (৩ আগস্ট) রাজধানীতে একাধিক রাজনৈতিক সমাবেশ ও অনুষ্ঠানকে কেন্দ্র করে যান চলাচল নিয়ন্ত্রণ নিয়ে গণবিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
এছাড়া এইচএসসি ও সমমান এবং বিসিএস পরীক্ষা থাকায় পর্যাপ্ত সময় হাতে নিয়ে কেন্দ্রের উদ্দেশ্যে পরীক্ষার্থীদের রওয়ানা দেওয়ার আহ্বান জানিয়েছে ডিএমপি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে শনিবার (২ আগস্ট) এ আহ্বান জানানো হয়।
আরো পড়ুন:
বেরোবির স্নাতকে ভর্তি শুরু রবিবার
রাকসু নির্বাচনে প্রার্থী হিসেবে আলোচনায় যারা
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ৩ আগস্ট জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে শাহবাগ মোড়ে ‘ছাত্র সমাবেশ’, এনসিপির উদ্যোগে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে জনসমাবেশ এবং সাইমুম শিল্পীগোষ্ঠীর উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানে ‘জুলাই জাগরণ’ অনুষ্ঠান উপলক্ষে এসব এলাকায় যান চলাচল সীমিত থাকবে। তাই সমাবেশ চলাকালীন বিকল্প পথ ব্যবহার করতে অনুরোধ করেছে ডিএমপি।
উল্লেখ্য, রবিবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শাহবাগ মোড়ে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ‘ছাত্র সমাবেশ’ ও বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জনসমাবেশ’ করবে এনসিপি। এছাড়া সাইমুম শিল্পীগোষ্ঠীর উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানে ১ থেকে ৪ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ৩৬ জুলাই কালচারাল ফেস্ট ‘জুলাই জাগরণ’ অনুষ্ঠান চলমান রয়েছে।
এছাড়া রবিবার ঢাকার বিভিন্ন কেন্দ্রে এইচএসসি ও সমমান এবং বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সভা-সমাবেশ ও অনুষ্ঠান উপলক্ষে শাহবাগ, শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় প্রচুর জনসমাগম ঘটবে। ফলে উক্ত এলাকা বিশেষ করে শাহবাগ ক্রসিং দিয়ে যান চলাচল সম্ভব হবে না। এ অবস্থায় ঢাকাবাসীকে বর্ণিত এলাকাগুলো এড়িয়ে চলাচল করার জন্য এবং নিম্নোক্ত পয়েন্টগুলো ডাইভারশন মেনে বিকল্প পথে চলাচলের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
ডিএমপি থেকে দেওয়া বিকল্প সড়কসমূহ হলো-হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়: সোনারগাঁও ক্রসিং বা বাংলামোটর ক্রসিং হয়ে উত্তর দিক থেকে আসা যানবাহন হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং এ সোজা শাহবাগের দিকে না গিয়ে বামে মোড় নিয়ে হেয়ার রোড বা মিন্টু রোড হয়ে যাতায়াত করবে।
কাটাবন মোড়: সায়েন্সল্যাব ক্রসিং হয়ে পশ্চিম দিক থেকে আসা যানবাহন কাটাবন মোড় থেকে শাহবাগের দিকে না গিয়ে ডানে মোড় নিয়ে নীলক্ষেত বা পলাশী হয়ে অথবা কাটাবন মোড় থেকে বামে মোড় নিয়ে সোনারগাঁও (হাতিরপুল) রোড হয়ে বাংলামোটর লিংক রোড দিয়ে চলাচল করবে।
মৎস্য ভবন মোড়: হাইকোর্ট বা কদম ফোয়ারা ক্রসিং হয়ে আসা যানবাহন মৎস্য ভবন থেকে শাহবাগের দিকে না গিয়ে সোজা হেয়ার রোড বা শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি (মগবাজার রোড) হয়ে চলাচল করবে।
অন্যদিকে, কাকরাইল মসজিদ ক্রসিং হয়ে উত্তর দিক থেকে আসা যানবাহন মৎস্যভবন ক্রসিং থেকে শাহবাগের দিকে না গিয়ে সোজা হাইকোর্ট হয়ে গুলিস্তান বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে চলাচল করবে।
টিএসসি বা রাজু ভাস্কর্য ক্রসিং: নীলক্ষেত ক্রসিং বা দোয়েল চত্বর ক্রসিং থেকে আসা যানবাহন টিএসটি বা রাজু ভাস্কর্য ক্রসিংয়ে এসে শাহবাগের দিকে না গিয়ে দোয়েল চত্বর বা নীলক্ষেত ক্রসিং হয়ে চলাচল করবে।
শহীদ মিনার সংলগ্ন রাস্তা: শহীদ মিনার সংলগ্ন রাস্তা যথাসম্ভব পরিহার করার জন্য অনুরোধ করা হয়েছে।
সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশ পথসমূহ: সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশ পথগুলো যথাসম্ভব পরিহার করার জন্য অনুরোধ করা হয়েছে।
ঢাকাবাসীকে বিশেষ করে এইচএসসি/সমমান ও বিসিএস পরীক্ষার্থীদের হাতে যথেষ্ট সময় নিয়ে পরীক্ষাকেন্দ্রের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য অনুরোধ করেছে ডিএমপি।
ঢাকা/মাকসুদ/সাইফ