বগুড়া-রাজশাহীতে এনসিএল টি-টোয়েন্টি
Published: 7th, August 2025 GMT
জাঁকজমকপূর্ণ আয়োজনে গত বছর জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টি আসর হয়েছিল। সিলেটের দুই মাঠে খেলেছিল লিগের আট দল। স্থানীয় ক্রিকেটারদের এই আয়োজন ব্যাপক সাড়া পেয়েছিল। এবারও একই প্রতিযোগিতা আয়োজন করতে যাচ্ছে বিসিবি। তবে শুধু সিলেটে নয়, আয়োজন ছড়িয়ে দিতে যাচ্ছে বগুড়া ও রাজশাহীতে।
বিসিবি প্রথমবারের মতো টি-টোয়েন্টি টুর্নামেন্ট করতে যাচ্ছে দুই ভেনু্যতে। অংশগ্রহণকারী আট দল, স্পন্সর প্রতিষ্ঠান, ব্রডকাস্ট এবং স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান নিয়ে বৃহস্পতিবার মিরপুরে বৈঠক করেছেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান। বৈঠকে এনসিএল টি-টোয়েন্টির ভেনু্য চূড়ান্ত হয়েছে।
আকরাম খান গণমাধ্যমে বলেছেন, ‘‘এটা (ভেনু্য) নিয়ে লম্বা আলোচনা হয়েছে আমাদের। ভেনু্য পাওয়াটা আসলেই কঠিন ছিল। একই জায়গায় দুইটি মাঠ দরকার। অনেক চিন্তাভাবনা করে বগুড়া, রাজশাহী ও সিলেটে আমরা খেলা চালাব। এটা সিদ্ধান্ত হয়েছে।’’
আরো পড়ুন:
এনসিএল টি-টোয়েন্টি দিয়ে ফিরবেন তামিম, থাকবেন মুশফিকুর-মাহমুদউল্লাহও
ওয়ানডে লড়াইয়ে প্রস্তুত ক্যারিবীয়রা, পাকিস্তানের বিপক্ষে দল ঘোষণা
ভেন্যু হিসেবে বগুড়া ও রাজশাহীকে বেছে নেয়ার ব্যাখ্যা দিয়ে আকরাম বলেন, ‘‘ওদের তো বিপিএল নিয়ে অনেক চাহিদা আছে, ওরা সবসময় বলে। আমরা চেষ্টা করেছি ক্রিকেটটা যেন সারা বাংলাদেশে হয়, ভালো জায়গায় হয়। বগুড়ায় কিন্তু অনেকগুলো ম্যাচ হয়েছে, সেটা আমাদের মাথায় আছে। তারপর রাজশাহীতে প্রচুর ক্রিকেট সমর্থক আছে। রাজশাহী থেকে ভালো ভালো খেলোয়াড়ও আসছে।’’
গ্রুপ পর্বের ম্যাচগুলো দিনের বেলা হলেও দিবা-রাত্রির সেমিফাইনাল ও ফাইনাল আয়োজন করতে চায় বিসিবি, ‘‘সিলেটে আমাদের দিবা-রাত্রির একটা পরিকল্পনা আছে। সেমিফাইনাল ও ফাইনাল হয়ত আমরা দিবা-রাত্রির করব, সেটার জন্যই সিলেটে আমরা পরিকল্পনা করেছি।’’
ঢাকা/ইয়াসিন
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
‘সবাই সাবধান, শহরে নাগিন আজমেরী হক এসেছে’
গত বছরের ৫ আগস্ট গণঅভ্যত্থানের মুখে দেশ ছাড়েন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ আন্দোলনের শুরু থেকে জোরোলো ভূমিকা পালন করেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। কখনো ফেসবুকে, কখনো দৃশ্যমাধ্যম শিল্পীসমাজের ব্যানারে রাজপথে দাঁড়িয়েছেন এই শিল্পী।
চব্বিশের ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ঘিরে তৈরি হওয়া মতপার্থক্য এখনো দূর হয়নি। ফলে বাঁধনকে নানাভাবে নানাজন কটাক্ষ করেছেন, আক্রমণ করেছেন। এ ধারা এখনো অব্যাহত রয়েছে। অন্তত, সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে পরিষ্কার বোঝা যায়। এবার বাঁধন জানালেন, গালি হিসেবে তার নামের সঙ্গে যুক্ত হয়েছে ‘নাগিন’ শব্দটি।
আরো পড়ুন:
গায়ক জুবিনের প্রেম জীবন
‘ট্র্যাব এক্সিলেন্ট অ্যাওয়ার্ড’ পেলেন শিমুল খান
সোমবার (২৩ সেপ্টেম্বর) বাঁধন তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তাতে এই অভিনেত্রী বলেন, “আমি এখন জীবনের দুর্দান্ত সময় পার করছি (বিস্তারিত পরে বলব)। এরই মাঝে আমার ‘গালি’ সংগ্রহে নতুন এক সংযোজন হয়েছে, তা হলো— ‘নাগিন’।”
খানিকটা ব্যাখ্যা করে বাঁধন বলেন, “মানুষ আমাকে অনেক কিছুই বলেছেন। কিন্তু এই নামটা একদম নতুন, স্টাইলিশ…। সত্যি বলতে, এটি আমার ভীষণ পছন্দ হয়েছে। তাই সবাই সাবধান—শহরে নাগিন আজমেরী হক এসেছে।”
বাঁধনের এই স্যাটায়ার পোস্ট নিয়ে নেটিজেনদের অনেকে রসিকতা করছেন। কেউ কেউ মানসিক সমর্থন জানিয়ে অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন।
লাক্স তারকা থেকে রুপালি পর্দা, তারপর বিশ্ব মঞ্চ ও বলিউডে দেশের প্রতিনিধিত্ব করেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তবে তার এই চলার পথ মোটেও মসৃণ ছিল না। কারণ পেশাগত নানা সংকটের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও সংগ্রামটা একাই করতে হয়েছে তাকে।
ঢাকা/শান্ত