গণঅভ্যুত্থানে শহীদের রূহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া
Published: 9th, August 2025 GMT
সিদ্ধিরগঞ্জে ঢালী ফাউন্ডেশনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনার পতনের আন্দোলনে যে সকল বীর ছাত্র জনতা শহীদ হয়েছে তাঁদের রূহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করে ঢালী ফাউন্ডেশনের আয়োজনে শনিবার (৯ আগস্ট) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার কদমতলী মুল্লুক চান মাদ্রাসা আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
ঢালী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সিদ্ধিরগঞ্জ থানা জাসাসের আহ্বায়ক শামীম আহমেদ ঢালীর সভাপতিত্বে এবং সাইফুল আলম সুমন ও আল ইসলাম এর যৌথ সঞ্চালনায় দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন আবুল।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, আদমজী হাই স্কুল ও কদমতলী বাইতুল ফালাহ জামে মসজিদের সভাপতি প্রাক্তন সিনিয়র শিক্ষক ডা.
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৭নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান বাদল, সিদ্ধিরগঞ্জ থানা জাসাসের সদস্য সচিব আকাশ প্রধান, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মোস্তফা, ৭নং ওয়ার্ড, বিএনপির সহ-সভাপতি শাহ আলম পাটোয়ারী, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য শাখাওয়াত হোসেন সাকু, ৭নং ওয়ার্ড জাসাসের সভাপতি মো. সোলাইমান ভূঁইয়া।
এসময় আরো উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আবু নাসের, মোবারক হোসেন, জুয়েল স্যার, মোজ্জামেল হক সিপুসহ অসংখ্য মাদ্রাসার ছাত্র ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ স দ ধ রগঞ জ থ ন উপস থ ত ছ ল ন ব এনপ র
এছাড়াও পড়ুন:
কেরানীগঞ্জে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে নিহত ২
ঢাকার কেরানীগঞ্জে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ চার জন আহত হয়েছেন।
সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে কেরানীগঞ্জের নারিকেলবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরো পড়ুন:
প্রধান উপদেষ্টার সঙ্গে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের পরিবারের সাক্ষাৎ
গৌরনদীতে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত
পথচারীরা আহতদের উদ্ধার করে রাত সোয়া ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ নয়ন (২৭) ও অজ্ঞাতনামা এক ব্যক্তিকে (৩৮) মৃত ঘোষণা করেন।
আহতদের মধ্যে তিন জনের নাম জানা গেছে। তারা হলেন—স্বর্ণা (১৯), শামসুল হক (৭৮), তারেক (২৯)। তারা ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।
নিহত নয়নের বাড়ি কেরানীগঞ্জ মডেল থানার সোনাকান্দা গ্রামে। তিনি সৌদি আরব প্রবাসী ছিলেন বলে স্বজনরা জানান।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
এ ঘটনায় আহতদের হাসপাতালে নিয়ে আসা পথচারী মোহাম্মদ রাব্বি বলেন, “মোটরসাইকেলে তিন জন ও অটোরিকশায় চার জন ছিলেন। মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও চার জন আহত হয়েছেন।”
ঢাকা/বুলবুল/ইভা