নাহিদের ক্ষমা চাওয়ার আহ্বানে যা বললেন সালাহউদ্দিন
Published: 18th, October 2025 GMT
জুলাই সনদ সইয়ের দিনে বিক্ষোভে নামা 'জুলাই যোদ্ধাদের' নিয়ে দেওয়া বক্তব্যের জন্য ক্ষমা চাওয়ার আহ্বানের প্রতিক্রিয়ায় বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ বলেন, 'জুলাই যোদ্ধা' নাম ব্যবহার করে একটি ফ্যাসিস্ট গোষ্ঠী সেদিন অনুষ্ঠান বানচাল করতে চেয়েছিল। তিনি দাবি করেন, তাঁর বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। তিনি বলেন, বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের সঙ্গে জুলাই অভ্যুত্থানের কোনো সম্পর্ক নেই। যারা ভালো খাবার ফেলে পচা বাসি খাবার খেতে যায়, তারা ভুল করে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
জন্মদিনে তাহসানের শেষ গান, ২২ বছর পর ‘প্রাকৃতিক’ ফিরল
‘তিনটা গান বানানো আছে। কিন্তু আর রিলিজ করব না। পোরসেলিনা তাহসানস প্লেলিস্ট প্রকল্পের শেষ গানটা হয়তো শুধু প্রকাশিত হবে। তারপর শেষ। এরপর আর কোনো নতুন গান প্রকাশ করব না।’ এভাবেই বলেছিলেন তাহসান খান, সেপ্টেম্বরের চতুর্থ সপ্তাহে প্রথম আলোকে দেওয়া তাঁর জীবনের শেষ সাক্ষাৎকারে। তখন তিনি স্পষ্ট জানিয়েছিলেন—এ সাক্ষাৎকারই তাঁর ক্যারিয়ারের শেষ মিডিয়া কথোপকথন, আর সামনের পথে তিনি কেবল নিজের মতো বাঁচতে চান, দূরে থাকতে চান প্রচারণা আর আলোচনার বৃত্ত থেকে।
তাহসান খান