স্কয়ার নিয়ে এল ‘সুপারমম সুপার প্যান্টস’
Published: 18th, October 2025 GMT
স্কয়ারের বেবি কেয়ার ব্র্যান্ড বাজারে নিয়ে এল জাপানের সার্ভো টেকনোলজিতে তৈরি ডায়াপার ‘সুপারমম সুপার প্যান্টস’। আজ শনিবার নারায়ণগঞ্জের রূপসীতে অবস্থিত প্রতিষ্ঠানটির কারখানায় আনুষ্ঠানিকভাবে পণ্যটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামুয়েল এস. চৌধুরী, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী এবং স্কয়ার গ্রুপের তৃতীয় প্রজন্মের সদস্যসহ স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সারা দেশ থেকে আগত শতাধিক সুপারমম সুপার পার্টনার্স, যাঁদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডায়াপারের ব্যাপারে মায়েদের চাহিদা সর্বোচ্চ শোষণ ক্ষমতাসম্পন্ন, লিকেজপ্রুফ ও আরামদায়ক ডায়াপার। স্কয়ার এসব চাহিদার কথা মাথায় রেখে সুপারমম সুপার প্যান্টস তৈরিতে ব্যবহার করেছে ম্যাজিকবল টেকনোলজি, ব্রিদেবল টপশিট ও ৩৬০ ডিগ্রি ওয়েস্টব্যান্ড, যা শিশুকে রাখবে সম্পূর্ণ শুষ্ক, লিকেজপ্রুফ এবং আরামে।
নতুন ও ভবিষ্যৎ মায়েদের সুবিধার্থে এদিন আরও উদ্বোধন করা হয় মোবাইল অ্যাপ ‘সুপারমম’, যার মাধ্যমে গর্ভকালীন ও সন্তান বেড়ে ওঠার বিভিন্ন ধাপে মায়েরা পাবেন প্রয়োজনীয় পরামর্শ ও সাপ্তাহিক আপডেট। সম্পূর্ণ ফ্রি এই অ্যাপে থাকছে ডাক্তার ও সাইকোলজিস্টদের পরামর্শে তৈরি তথ্যবহুল আর্টিকেল এবং ভিডিও, যা প্রতিটি মায়ের পাশে থাকবে নির্ভরযোগ্য সহায়ক হিসেবে।
প্রিমিয়াম কোয়ালিটির ‘সুপারমম সুপার প্যান্টস’ ডায়াপার দেশের বাজারে একটি নতুন মানদণ্ড স্থাপন করবে এবং খুব দ্রুতই মায়েদের আস্থার প্রতীকে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: স কয় র
এছাড়াও পড়ুন:
খালেদা জিয়ার সুস্থতা কামনায় জেলা কল্যাণফ্রন্টের বিশেষ প্রার্থণা
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বিশেষ প্রার্থণা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় নগরীর শ্রী শ্রী শিব, শীতলা ও তাঁরা মায়ের মন্দিরে এ প্রার্থণা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ প্রার্থণার আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন চন্দ্র পাল, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক অ্যাডভোকেট রাজীব মন্ডল, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রতন সরকার, শ্রী প্রশান্ত সাহা, সুজিত হালদার, শিবু দাস, সুফল সাহা, রাজু ঘোষ, ভোলানাথ সাহা বিজয়, সদস্য শোভন দাস জয়, শংকর দাস, শ্রী সঞ্জিত কুমার, সুশান্ত দাস, সুখেন দাস, উত্তম দাস, জেমস বিশ্বাস, মিলন বিশ্বাস হৃদয়, সুজন চক্রবর্ত্তী, হরিদাস রায়, মহানন্দ দাস, সুশান্ত, অরবিন্দ, রাজীব দাস, শ্যামল বিশ্বাস, শুভ দাস, সজিব দাস প্রমূখ।