নিঝুম দ্বীপ থেকে বালু তোলার অভিযোগ, সাবেক ইউপি সদস্যসহ ৬ জনের বিরুদ্ধে মামলা
Published: 18th, October 2025 GMT
নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপের সমুদ্রসৈকত থেকে বালু উত্তোলনের অভিযোগে সাবেক দুই ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যসহ ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে হাতিয়া থানায় মামলাটি করেন জাহাজমারা ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা মো. হুমায়ুন কবির।
মামলার আসামিরা হলেন—নিঝুম দ্বীপ ইউপির সাবেক সদস্য ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আনোয়ার হোসেন (৫৫), সাবেক সহসভাপতি ও সাবেক ইউপি সদস্য সাহেদ উদ্দিন (৪৫), কাশেম ওরফে রাশেল (৩০), এনায়েত হোসেন (৩০), আবদুর রহিম (২৬) ও আফছার উদ্দিন (৫০)।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত কয়েক দিনে নিঝুম দ্বীপ জাতীয় উদ্যানের নামার বাজার এলাকার সৈকত থেকে স্থানীয় একটি চক্র বালু উত্তোলন করে আসছিল। তারা ড্রেজার মেশিন বসিয়ে বালু তুলে বিভিন্ন স্থানে বিক্রি করত। প্রশাসনের পক্ষ থেকে বালু উত্তোলন বন্ধের নির্দেশ দেওয়া হলেও তারা তা অমান্য করে কার্যক্রম চালিয়ে যায়। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করে ড্রেজারসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয় এবং অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত হয়।
মামলার প্রধান আসামি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, সৈকত থেকে কে বা কারা বালু উত্তোলন করেছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না। তা ছাড়া মামলার অভিযোগে যে ঘটনার সময় উল্লেখ করা হয়েছে, তিনি তার অনেক আগে থেকে ব্যক্তিগত ও দলীয় কাজে মাইজদীতে ছিলেন। তাঁর অভিযোগ, উদ্দেশ্যমূলকভাবে তাঁর নাম মামলায় যুক্ত করা হয়েছে।
আরেক আসামি ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি সাহেদ উদ্দিন বলেন, বালু উত্তোলনের সঙ্গে তিনি জড়িত ছিলেন না। এরপরও তাঁকে পরিকল্পিতভাবে আসামি করা হয়েছে। তদন্ত করে বালু উত্তোলনে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.
উৎস: Prothomalo
কীওয়ার্ড: স কত থ ক উদ দ ন উপজ ল সদস য
এছাড়াও পড়ুন:
বন্দরে বিশুদ্ধ পানি সরবরাহের দাবিতে মানববন্ধন
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওতাধীন বন্দরের ৯টি ওয়ার্ডে পানি সংকট নিরসন, বিশুদ্ধ পানি সরবরাহ, ২৪ নং ওয়ার্ড চৌরাপাড়া পাম্প বর্তমান জায়গায় পুণঃস্থাপন ও পানি সরবরাহের দায়িত্ব পুনরায় ওয়াসার কাছে ন্যাস্ত করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ১০টায় বন্দর থানার ২৪ নং ওয়ার্ডের বন্দরের চৌরাপাড়া পাম্প হাউসের সামনে যুগান্তর স্বজন সমাবেশ বন্দর উপজেলা শাখা, বন্দর নাগরিক কমিটি(বনাক) ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
যুগান্তর স্বজন সমাবেশ বন্দর শাখার সভাপতি কবি কবির সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, যুগান্তর স্বজন সমাবেশের উপদেষ্টা সাংবাদিক আতাউর রহমান, শ্রমিক নেতা দাউদ আলী. ২৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাজী জাবেদ হোসেন, যুগ্ম সম্পাদক মোঃ উজ্জল, মোহাম্মদীয়া জামে মসজিদ কমিটির সহসভাপতি আলী আহমেদ, ক্বারী মোঃ আলতাফ হোসেন, মোহাম্মদ হোসেন, আলহাজ্ব হাফেজ গাজী, মোঃ রিপন, শওকত হোসেন, আলী বাহার প্রমুখ। কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি গোলাম মোস্তফা সাগর , বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ এ সময় উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৪ ও ২৫ নং ওয়ার্ডসহ ৯টি ওয়ার্ডেই তীব্র পানি সংকট বিরাজ করছে। সরবরাহকৃত পানিও ময়লাযুক্ত এবং দুর্গন্ধময় হওয়ায় তা পান করা যায় না। এ ছাড়া চৌরাপাড়া পাম্প হাউসের পাম্পটি সাড়ে ৪ বছর ধরে বিকল হয়ে আছে। অজ্ঞাত কারণে পাম্পটি মেরামত কিংবা নতুন পাম্প স্থাপন করা হচ্ছেনা।
এ কারণে এলাকায় পানি সংকট দেখা দিয়েছে। অবিলম্বে পানি সংকট নিরসনে উদ্যোগ না নিলে মানববন্ধন থেকে নগরভবন ঘেরাওয়ের ঘোষণা দেওয়া হয়।