রাশমিকা-আয়ুষ্মানের চুম্বন দৃশ্যে কাঁচি
Published: 18th, October 2025 GMT
ম্যাডক ফিল্মসের হরর-কমেডি ইউনিভার্সের নতুন সিনেমা ‘থাম্মা’। দেওয়ালি উপলক্ষে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২১ অক্টোবর। এর মধ্যেই নতুন খবর, ছবির দুই তারকার চুম্বন দৃশ্যে কাঁচি চালিয়েছে ভারতীয় সার্টিফিকেশন বোর্ড।
সার্টিফিকেশন বোর্ডের নির্দেশনা
ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন সিনেমার তিনটি সংলাপে অডিও কাট ও একটিমাত্র ভিজ্যুয়াল পরিবর্তনের নির্দেশ দিয়েছে। ছবিতে ‘আলেক্সান্ডার’ শব্দটি ‘সিকান্দার’ দিয়ে বদলানো হয়েছে। অন্য একটি সংলাপে ‘অশ্বত্থামা’ শব্দটি মিউট করা হয়েছে। খুনের দৃশ্যে রক্ত পান করার সময়ের শব্দও কমিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে। তবে সবচেয়ে আলোচনায় রাশমিকা মান্দানা ও আয়ুষ্মান খুরানার চুম্বন দৃশ্য। ছবির দ্বিতীয়ার্ধে ছিল চুম্বনের দৃশ্যটি, যেটি ৩০ শতাংশ কমিয়ে মাত্র ৫ সেকেন্ড করতে বলা হয়েছে।
ভারতীয় সিনেমায় চুম্বনের দৃশ্যে কাঁচি এবারই প্রথম নয়। এর আগে চলতি মাসেই মুক্তি পাওয়া ‘সানি কি সংস্কারি তুলসি কুমারি’তে চুম্বনের দৃশ্য ৬০ শতাংশ কমানো হয়েছিল, ‘সাইয়ারা’য় ১০ সেকেন্ডের অন্তরঙ্গ দৃশ্য মুছে দেওয়ার নির্দেশনা দিয়েছিল বোর্ড। কাট প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ১৫ অক্টোবর সেন্সর সার্টিফিকেট প্রযোজকদের হাতে হস্তান্তর করা হয়। ইউ/এ ১৬+ রেটিংসহ অনুমোদিত হয় সিনেমাটি। সার্টিফিকেট অনুযায়ী সিনেমার দৈর্ঘ্য ২ ঘণ্টা ২৯ মিনিট ৫৯ সেকেন্ড।
কাহিনির উৎস: ভারতীয় কিংবদন্তি
আদিত্য সরপতদার পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা, রাশমিকা মান্দানা, নওয়াজুদ্দিন সিদ্দিকী, পরেশ রাওয়াল। সিনেমাটি নিয়ে আয়ুষ্মান ভারাইটিকে বলেন, ‘এ সিনেমাটি সরাসরি ভারতীয় পুরাণ ও কিংবদন্তি থেকে অনুপ্রাণিত। আমরা প্রায়ই পশ্চিমা ধারণার দিকে তাকাই, কিন্তু অনেক ধারণার মূল আমাদের নিজেদের। এটি পশ্চিমা ধারার আগে থেকেই আমাদের সংস্কৃতিতে বিদ্যমান।’
উৎস: Prothomalo
কীওয়ার্ড: চ ম বন
এছাড়াও পড়ুন:
ছাতিমগাছের তলায়
২ / ৯এভাবে থোকায় থাকায় ফুটে আছে ছাতিম ফুল