কুমিল্লায় মিলন আক্তার (৫৪) নামে এক নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৭টায় নগরীর উত্তর রেসকোর্সের কাঠেরপুল এলাকায় নিজ শয়নকক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মিলন আক্তারের বাড়ি বুড়িচং উপজেলার নিমসার (শিকারপুর) গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে কাঠেরপুল এলাকায় মজুমদার ভিলার দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস করছিলেন।

স্থানীয় সূত্র জানায়, প্রায় ১৫ বছর আগে মিলন আক্তারের বৈবাহিক সম্পর্কের ইতি ঘটে। এরপর থেকে তিনি একাই থাকতেন। সম্প্রতি তার মা চিকিৎসার জন্য নোয়াখালী যান। ফলে গত কয়েকদিন ধরে তিনি বাসায় একাই ছিলেন।

নিহতের তিন মেয়ের একজন ইউরোপে স্বামীর সঙ্গে বসবাস করেন। একজন নোয়াখালীতে ও ছোট মেয়ে তানজিনা আক্তার থাকেন রেসকোর্স এলাকারই একটি ভাড়া বাসায়।

তানজিনা জানান, গতকাল থেকে মিলন আক্তারের সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না। শুক্রবার সন্ধ্যায় মায়ের বাসায় আসেন। দরজা খুলে ভেতরে ঢুকে মাকে না পেয়ে খাটের নিচে তাকান। এ সময় রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন।

কোতোয়ালী মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।”

ঢাকা/রুবেল/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উদ ধ র

এছাড়াও পড়ুন:

ব্রাহ্মণবাড়িয়ায় ফ্ল্যাটে আগুন লেগে একজনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় একটি বহুতল ভবনের ফ্ল্যাটে আগুন লেগে শাহ ফরহাদ উদ্দিন আহমদ (৬৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভোরে শহরের মৌলভী পাড়ার দেওয়ান প্লাজা নামে ছয়তলা ভবনটির পঞ্চম তলার একটি ফ্ল্যাটে আগুন লাগে।

মারা যাওয়া ফরহাদ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আজমপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি পরিবার নিয়ে ওই ফ্ল্যাটে বসবাস করতেন।

আরো পড়ুন:

বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত একজনের মৃত্যু

নোয়াখালীতে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক নিউটন দাস জানান, আজ ভোর ৪টা ১২ মিনিটে ৯৯৯ নম্বরে আগুন লাগার খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের দুইটি এবং আশুগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। তারা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় ফ্ল্যাটের ভেতর থেকে ফরহাদের মরদেহ উদ্ধার হয়। 

তিনি জানান, ধারণা করা হচ্ছে, আগুন রাত ৩টার দিকে লেগেছিল। ফায়ার সার্ভিসকে খবর দিতে দেরি করা হয়। অগ্নিকাণ্ডের সময় ফ্ল্যাটটিতে থাকা লোকজন নিরাপদে বের হতে পেরেছিলেন, শারীরিকভাবে অসুস্থ থাকায় ফরহাদ একটি কক্ষে আটকে ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়ার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজহারুল ইসলাম বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।”

ঢাকা/মনিরুজ্জামান/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • জিএস পদে হারলেও সিনেটে নির্বাচিত ফাহিম
  • হঠাৎ বসুন্ধরা কিংসের সঙ্গে চুক্তি বাতিল তারিক কাজীর
  • মঞ্চে হাঁটার পরই তারিক ভাই আমাকে গালিগালাজ শুরু করলেন: মোশাররফ
  • ‘অধিকাংশ পাকিস্তানি পুরুষ অবিশ্বস্ত, আমি বিদেশি বিয়ে করব’
  • ট্রাম্পের চাটুকারিতা করেই কি পাকিস্তানের কূটনীতিকে এগিয়ে নিতে চাচ্ছেন শাহবাজ
  • শিবিরের বিরুদ্ধে অস্ত্র মজুত ও সংখ্যালঘু শিক্ষার্থীদের হুমকির অভিযোগ আনল ছাত্রদল
  • রাত জাগি না, তবুও দুই চোখের চারদিকের ত্বক শুষ্ক হয়ে আসছে কেন
  • শ্রীনগরে ঘরে আগুন লেগে পক্ষাঘাতগ্রস্ত নারীর মৃত্যু 
  • ব্রাহ্মণবাড়িয়ায় ফ্ল্যাটে আগুন লেগে একজনের মৃত্যু