৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি ভেঙে ফের সংঘাতে জড়িয়েছে দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দুই দেশ আফগানিস্তান ও পাকিস্তান। শুক্রবার দেশ দুটির মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনায় বেশ কয়েকজন নিহত হওয়ার পর, উভয় দেশই যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। 

শনিবার (১৮ অক্টোবর) তিনজন পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তা ও একজন আফগান তালেবান সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। 

আরো পড়ুন:

আফগান সীমান্তে ৩০ জনেরও বেশি ‘অনুপ্রবেশকারীকে’ হত্যার দাবি পাকিস্তানের

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রগুলো রয়টার্সকে জানিয়েছে, কাতারের রাজধানী দোহায় দুই পক্ষের মধ্যে আলোচনা শেষ না হওয়া পর্যন্ত ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি বর্ধিত করতে সম্মত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। পাকিস্তানের একটি প্রতিনিধিদল ইতিমধ্যেই দোহায় পৌঁছেছে।

শুক্রবার সকালে আফগান সীমান্তের কাছে এক হামলায় সাত পাকিস্তানি সেনা নিহত এবং ১৩ জন আহত হওয়ার কয়েক ঘণ্টা পর যুদ্ধবিরতি বর্ধিত করার কথা জানা যায়।

পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, উত্তর ওয়াজিরিস্তান জেলার একটি সামরিক শিবিরে জঙ্গিরা বিস্ফোরকবোঝাই গাড়ি দিয়ে হামলা চালায়। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের কার্যালয়ের এক বিবৃতি অনুসারে, সেনা সদস্যদের গুলিতে ৬ জঙ্গি নিহত হয়েছে।

শুক্রবার বিকেলে আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ স্থানীয় টেলিভিশন চ্যানেল আরিয়ানা নিউজকে বলেন, “পাকিস্তান যতক্ষণ পর্যন্ত কোনো আক্রমণ থেকে বিরত থাকে, ততক্ষণ পর্যন্ত কাবুল তাদের বাহিনীকে যুদ্ধবিরতি বজায় রাখার নির্দেশ দিয়েছে।”

এর আগে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই আফগানিস্তানের পাকতিকা প্রদেশের পুলিশের মুখপাত্র মোহাম্মদ ইসমাইল মাওয়াইয়া জানান, পাকিস্তান বারমাল এবং উরগুন জেলায় বিমান হামলা চালিয়েছে। তিনি হতাহতের বিস্তারিত বিবরণ দেননি।

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের মুখপাত্র সৈয়দ নাসিম সাদাত বলেন, হামলায় আট স্থানীয় ক্রিকেটার নিহত হয়েছেন, যারা একটি ম্যাচ খেলে উরগুন জেলায় ফিরে যাচ্ছিলেন।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় বা পাকিস্তানি সেনাবাহিনী কেউই বিমান হামলার বিষয়ে মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি।

পাকিস্তানের একজন নিরাপত্তা কর্মকর্তা নতুন বিমান হামলার বিষয়টি নিশ্চিত করে বলেছেন যে, যুদ্ধবিরতি আফগান তালেবানদের সঙ্গে করা হয়েছে, আফগানিস্তানে লুকিয়ে থাকা জঙ্গিদের সঙ্গে নয়, যারা পাকিস্তানে আক্রমণ চালায়।

বুধবার দক্ষিণ এশীয় প্রতিবেশী দেশ দুটির মধ্যে একটি অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তির ফলে কয়েক দিনের ভয়াবহ লড়াইয়ের অবসান হয়, যেখানে কয়েক ডজন মানুষ নিহত এবং শত শত মানুষ আহত হোন।

পাকিস্তানের সামরিক বাহিনী এবং আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় দোহায় যুদ্ধবিরতি এবং আলোচনার বিষয়ে মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি।

একসময়ের মিত্র ইসলামাবাদ ও কাবুল গত সপ্তাহে ভয়াবহ সীমান্ত সংঘর্ষে জড়ায়। শুক্রবার ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই পাকিস্তান তাদের বিরোধপূর্ণ সীমান্তে বিমান হামলা চালায়। 

২০২১ সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর বিদায়ের পর কাবুলে ক্ষমতায় ফিরে আসা আফগান তালেবানদের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের ক্ষেত্রে জঙ্গি সহিংসতা একটি বড় প্রতিবন্ধকতা।

ইসলামাবাদ কাবুলকে পাকিস্তানে হামলা জোরদারকারী জঙ্গিদের লাগাম টেনে ধরার দাবি করার পর দুই দেশের মধ্যে সর্বশেষ সংঘাত শুরু হয়, কারণ ইসলামাবাদ দাবি করে যে, তারা আফগানিস্তানের আশ্রয়ে থেকে পাকিস্তানে হামলা চালাচ্ছে।

গত বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, ধারাবাহিক জঙ্গি হামলার পর আফগানিস্তানের সঙ্গে ধৈর্য হারিয়ে পাকিস্তান ‘প্রতিশোধ’ নিয়েছে, তবে সংঘাত নিরসনের জন্য আলোচনায় বসতে প্রস্তুত।

তালেবান পাকিস্তানে হামলার জন্য জঙ্গিদের আশ্রয় দেওয়ার কথা অস্বীকার করেছে এবং পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে আফগানিস্তান সম্পর্কে ভুল তথ্য ছড়িয়ে দেওয়ার, সীমান্ত উত্তেজনা উস্কে দেওয়ার অভিযোগ করেছে।

পাকিস্তান-আফগানিস্তান এর আগেও বেশ কয়েকবার সংঘর্ষে জড়ালেও, সাম্প্রতিক সংঘাত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ। এটি সৌদি আরব এবং কাতারের দৃষ্টি আকর্ষণ করেছে, যারা মধ্যস্থতা করছে ও লড়াই বন্ধ করার চেষ্টা চালাচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি এই সংঘাত নিরসনে সহায়তা করতে পারেন।

ঢাকা/ফিরোজ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আফগ ন স ত ন আফগ ন স ত ন র শ ক রব র

এছাড়াও পড়ুন:

রাত জাগি না, তবুও দুই চোখের চারদিকের ত্বক শুষ্ক হয়ে আসছে কেন

প্রশ্ন: আমি একজন নারী, বয়স ২৩ বছর। কয়েক দিন ধরে লক্ষ্য করছি, আমার দুই চোখের ঠিক নিচের ত্বকে ভাঁজ পড়েছে, চারদিকে হালকা কালচে ভাব এসেছে। রাত জাগি না, তবুও দুই চোখের চারদিকের ত্বক শুষ্ক হয়ে আসছে। ময়েশ্চারাইজার বা ফেসওয়াশ লাগলেও জ্বালাপোড়া করে। ঘুম থেকে উঠলে চোখ ফোলা দেখায়। আমার অ্যালার্জির সমস্যাও রয়েছে। হঠাৎ চোখের চারদিকের ত্বক এতটা স্পর্শকাতর হয়ে ওঠার কারণ কী?

নাম প্রকাশে অনিচ্ছুক

পরামর্শ: চোখের নিচের কালো দাগ–সম্পর্কিত বর্ণনায় উল্লেখ করেছেন আপনার অ্যালার্জির সমস্যা আছে। এটি একটি উল্লেখযোগ্য কারণ। এ ছাড়া দুশ্চিন্তা, রাত জাগা, বংশগত কারণেও চোখে কালচে দাগ হতে পারে। শরীরের কোনো জটিলতা কিংবা সাইনাস সমস্যায়ও চোখের চারপাশে ডার্ক সার্কেল হতে পারে। দীর্ঘ সময় ধরে মুঠোফোন ব্যবহার করলেও এমন সমস্যা দেখা দিতে পারে।

একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনার শরীরে ভিটামিন ডির মাত্রা জেনে নিন। ভিটামিন ডি স্বল্পতায়ও এ ধরনের সমস্যা দেখা দেয়। এ ছাড়া সাইনাসের ক্ষেত্রে এক্স–রে এবং অ্যালার্জি প্যানেল টেস্টের মাধ্যমে অ্যালার্জি সমস্যার ধরন জেনে নিন। অ্যালার্জি হতে পারে, এমন সবকিছু পরিহার করুন।

রাতে অবশ্যই পর্যাপ্ত ঘুমাতে হবে, মাথার নিচে একটু উঁচু করে বালিশ দিয়ে ঘুমানোর অভ্যাস করতে হবে। চোখের চারপাশে বরফ দিয়ে ম্যাসাজ করতে পারেন। ভালো ময়েশ্চারাইজার ব্যবহার করুন। দিনের বেলা অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবেন। ত্বকের ধরন বুঝে ভালো ফেসওয়াশ ব্যবহার করতে হবে। একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন, তিনি আপনার সমস্যার সমাধান করতে পারবেন।

আরও পড়ুনদীর্ঘদিন সুস্থ শরীর পেতে চাইলে হার্ভার্ডের গবেষণা অনুযায়ী এই ৫ অভ্যাস চর্চা করুন০৮ অক্টোবর ২০২৫প্রশ্ন পাঠানোর ঠিকানা

অধুনা

প্রথম আলো, প্রগতি ইনস্যুরেন্স ভবন, ২০–২১ কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।

ই-মেইল: [email protected],

খামের ওপর ও ই-মেইলের

subject–এ লিখুন ‘স্বাস্থ্য জিজ্ঞাসা’

আরও পড়ুনচোখের যেসব রোগ শিশুরা ধরতে পারে না, মা–বাবাও টের পান না১৫ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • সিটিজেনস ব্যাংকের বাড্ডা উপশাখার এক বছর পূর্তিতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা
  • সৈয়দ মনজুরুল ইসলাম, আমাদের কালের সন্ত
  • জিএস পদে হারলেও সিনেটে নির্বাচিত ফাহিম
  • হঠাৎ বসুন্ধরা কিংসের সঙ্গে চুক্তি বাতিল তারিক কাজীর
  • মঞ্চে হাঁটার পরই তারিক ভাই আমাকে গালিগালাজ শুরু করলেন: মোশাররফ
  • ‘অধিকাংশ পাকিস্তানি পুরুষ অবিশ্বস্ত, আমি বিদেশি বিয়ে করব’
  • ট্রাম্পের চাটুকারিতা করেই কি পাকিস্তানের কূটনীতিকে এগিয়ে নিতে চাচ্ছেন শাহবাজ
  • শিবিরের বিরুদ্ধে অস্ত্র মজুত ও সংখ্যালঘু শিক্ষার্থীদের হুমকির অভিযোগ আনল ছাত্রদল
  • রাত জাগি না, তবুও দুই চোখের চারদিকের ত্বক শুষ্ক হয়ে আসছে কেন